সবাইকে জানাই ঈদ মোবারক //পরিবারের সবার সাথে আমার ঈদের আনন্দ পালনের মুহূর্ত

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রথমেই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা।আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের খুশির দিন। দীর্ঘ একটি মাস রোজা রেখে মহান আল্লাহ তা'আলা আমাদের খুশির একটি দিন দিয়েছেন। এই দিনটি পরিবারের সবাইকে সাথে নিয়ে আনন্দের সাথে উপভোগ করার দিন। সত্যিই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটা মানুষের মাঝে। শুধু ক্ষণিকের জন্য নয় এই আনন্দ যেন সারা জীবন আমাদের প্রত্যেকের মাঝে থাকে।আসলে পরিবারকে সাথে নিয়ে এই ঈদের আনন্দটা সত্যিই অসাধারণ। হাজার হাজার মানুষ অনেক দূর দূরান্ত থেকে পরিবারের সাথে ঈদ করার জন্য চলে এসেছে। ঢাকার এবং আরো অনেক দূরে যে যেখানে থাকুক না কেন পরিবারের সাথে ঈদের আনন্দটা উপভোগ করার মজাটাই অন্যরকম। তাই আজকে আমাদের মহান এই খুশির দিনে ঈদের মাঠ ঈদ নামাজ পড়ার অনুভূতি এবং সকলের সাথে কাটানো মুহুর্ত অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_20230422_110802.jpg

ঈদের আনন্দ শুধু আমাদের বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে।আশা করছি আপনারা সবাই পরিবারের সাথে আজকের ঈদের আনন্দটা খুবই সুন্দর ভাবে উপভোগ করেছেন এবং পরিবারের সাথে নিয়ে ঈদের সুন্দর মুহুর্ত পার করছেন। তো বন্ধুরা প্রথমে আমি আজকে ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠে গোসল দিয়ে নতুন জামা কাপড় পড়ে, বাবার সাথে আমাদের ঈদগাহ মাঠের দিকে রওনা দিয়েছে। আর এই মাঠে আমরা তাকবীর বলতে বলতে যাচ্ছিলাম। এবং মাঠে গিয়ে দেখতে পেলাম মাঠে অনেক সুন্দর ভাবে সাজিয়েছে। যা দেখে আমার খুবই ভাল লাগল। আসলে দীর্ঘ একটি বছর পর ঈদের নামাজ পড়া হয়।তাই মাঠেটি খুবই সুন্দর ভাবে সাজিয়েছে এবং মাঠে গিয়ে আমি আমার বন্ধুদের পাশে বসলাম।


IMG_20230422_152508.jpg

IMG_20230422_152627.jpg

আমাদের গ্রামের দুটি মাঠ রয়েছে। একটি পূর্বপাড়া এবং অন্যটি পশ্চিমপাড়া। আমরা পশ্চিম পাড়ায় থাকি, তাই আমাদের এই মাঠি আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি এবং মাঠের আশে-পাশের রাস্তাগুলোতে আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি। রাতের বেলা অনেক সুন্দর লাগবে। আসলে দীর্ঘ একটি বছর পর আমরা ঈদের নামাজ পড়ার জন্য এই মাঠে আছি। আর সেজন্য মাঠি খুবই সুন্দরভাবে সাজিয়েছি।মাঠে অনেক মানুষ দেখতে পেলাম।সকাল ৯ টায় আমাদের ঈদ মাঠে নামাজ এর সময় দেওয়া হয়েছে। তাই অনেক মানুষ সকাল সকাল এসেছে এবং এখান থেকে আল্লাহতালা আমাদের ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে বাড়ি পৌঁছে দেবেন,হাদীসে রয়েছে। যার কারণে আল্লাহ তাআলাকে রাজি-খুশি করার জন্য আজকে সবাই নতুন পোশাক পরে এসেছে। আসলে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যে যেন এক অন্যরকম শান্তি রয়েছে। তাই মাঠে সকলকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।


IMG_20230422_152407.jpg

IMG-20230422-WA0056.jpg

গ্রামের সবাই যেন আজকে এই ঈদগাহ মাঠে এসেছে নামাজ পড়ার জন্য। দেখতে দেখতে মাঠ পুরো হয়ে গেল এবং মাঠে ইমাম সাহেব ও অন্যান্য হুজুররা আল্লাহতালার হাদিস সম্পর্কে অনেক কথা বলছে। তাদের কথা আমরা বসে শুনতেছিলাম। আসলে এই কথাগুলো শুনে যেন আল্লাহ তাদের প্রতি অনেক অনেক শুকরিয়া আদায় করতে ইচ্ছে হলো। আল্লাহতালা আমাদের অনেক কিছু দান করেছেন। সেই হাদীসগুলো হুজুরের মুখে শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।রোজাদারদের জন্য আল্লাহ তায়ালা অনেক নেয়ামত এবং পুরস্কার রেখে দিয়েছেন।


IMG-20230422-WA0060.jpg

IMG-20230422-WA0059.jpg

তারপরে নয়টা বেজে গেল হুজুর তার আলোচনা বন্ধ করে দিলেন এবং নামাজ শুরু করে দিলেন। আমরা আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য সবাই একসাথে নামাজ আদায় করলাম। সত্যিই এই নামাজের মধ্যে যেন আমাদের একটি মাসের ইবাদত এর সমাপ্তি ঘটল এবং নামাজ শেষে আমরা ঐভাবেই বসে থাকলাম। হুজুর খুতবা পড়তে থাকলো, এই খুৎবা শোনা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কোন কথা বলা যাবে না। আমরা চুপচাপ হুজুরের খুতবা শুনতে লাগলাম।


IMG-20230422-WA0062.jpg

তারপরে ঈদের নামাজ সমাপ্তি ঘটল। আমরা ঈদের নামাজ শেষ করে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম তার বিপরীত রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কারণ এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে বাড়ি আসা এটি একটি সুন্নত। তাই আমরা অন্য একটি রাস্তা দিয়ে বাড়ির পথে আসলাম এবং বাড়িতে এসে আমাদের বাড়ির চাচাতো বড়ভাই এবং বাবা সাথে আমরা সবাই মিলে ছবি উঠলাম। সত্যিই ফটোগ্রাফি গুলো করতে পেরে খুবই ভালো লেগেছে। কারণ আমাদের আজকে ঈদের দিন, আর ঈদের দিন মানে আমাদের খুশির দিন। আর এই খুশির দিনের স্মৃতি হিসেবে ফটোগ্রাফি গুলো করে রাখলাম।এখানে চারজনই হাজী।আর এই হাজী সাহেবদের সাথে ফটোগ্রাফি করলাম। তিনজন আমার চাচাতো বড় ভাই হয়।তার সাথে ছিল আমার কলিজার টুকরা, আমার পৃথিবীর বটগাছ যে আমাকে তার ছায়ার মাঝে রেখেছেন, আমার বাবা।সত্যিই এই মুহূর্তটা খুবই ভালো লেগেছে আমার। এই সময়টা আজকের দিনে সেরা মুহূর্ত ছিল আমার।


IMG_20230422_142328.jpg

IMG-20230422-WA0008.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

আমাদের মাঝ থেকে রমজান মাস বিদায় নিল। আর এই রমজান মাস আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষায় নিয়ে আমরা যেন আগামী পথচলা গুলো সুন্দর ভাবে পালন করতে পারি এটাই সবার জন্য দোয়া রইল এবং সবার বাবা মার জন্য দোয়া রইল। সবাই যেন তার বাবা-মার সাথে আনন্দময় মুহূর্ত গুলো উপভোগ করতে পারেন এবং পরিবারের সাথে নিয়ে যেন সারাজীবন আনন্দের সাথে চলতে পারেন। তাই আজকে এখানেই শেষ করছি, শেষ করার পূর্বে সবাইকে আবারো জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। 🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

ঈদের শুভেচ্ছা রইল ভাইয়া ঈদ মোবারক।
ঈদ মানে খুশি আর এই খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে আপনি পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর ভাবে ঈদ উদযাপন করছেন জানতে পেরে ভালো লাগলো।।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ।ঈদুল ফিতর সবাই মিলে ভাগাভাগি করে নেয়াটাই হচ্ছে আনন্দের বিষয়। আপনি খুব চমৎকারভাবে ঈদের আনন্দ উপভোগ করেছেন ছবি দেখেই বোঝা যাচ্ছে। আপনার ঈদ ভালো কাটুক এই কামনা করি।

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

ঈদ মোবারক ভাইয়া। দিনটি পরিবারের সাথে খুব সুন্দর কেটেছে এমনটাই আশাকরি। আপনাকে তো বেশ হুজুর হুজুর লাগছে। সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করলেন জেনে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

আপনাকে ও ঈদ মোবারক ভাইয়া।আসলে বড় উৎসব মানেই সুন্দর সময় কাটানো।আপনি আপনার পরিবারের সঙ্গে সুন্দর ঈদ কাটিয়েছেন আশা করি।আপনাদের হুজুরের খুতবা সম্পর্কে জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে।

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা ভাইয়া।আপনার ঈদের মুহূর্ত পড়ে অনেক ভালো লাগলো।আসলেই ঈদ মানে আনন্দ একে ওপরের সাথে মুলাকাত।আপনার বাবা এবং পরিবারের বড় ভাইদের সাথে ছবি তুলেছিলেন ঈদের নামাজ শেষে।আর এটা অনেক ভালো লেগেছে এখানে সবাই হাজী সাহেব।প্রতিটা বাড়িতে ঈদের দিন এরকম আনন্দ বহমান থাকে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ