"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মানুষ তুমি 💖

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

গতকাল বিকেল বেলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। শীতের আভাস যেন আমাদের মাঝে এসে গেছে। আসলে আর কিছুদিন পরে হয়তো শীত আমাদের মাঝে এসে যাবে। আর শীতের আভাস যেন আজকে আমি পাচ্ছিলাম। তাই বিকেল বেলা রুমে বসে থেকে আমি কবিতা লেখা শুরু করে দিলাম। আর কবিতাটি হল ভালোবাসার কবিতা। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের মানুষ তুমি এই কবিতাটি লেখা শুরু করে দিলাম। আসলে ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। মনের অনুভূতিগুলো যেন আমি প্রকাশ করার চেষ্টা করেছি। তাই আপনাদের মাঝে আমার কবিতাটি শেয়ার করলাম।


মনের মানুষ তুমি
মোঃরায়হান রেজা

আমার মনের মানুষ শুধুই তুমি,
তাইতো তোমায় ভালোবাসি আমি।
ভালোবাসা দিয়ে ভরে দেবো,
তোমার জীবনখানি।


জীবনের সকল চাওয়া পাওয়া,
শুধু তোমায় নিয়ে।
তাইতো তোমায় ভালোবাসি,
আমি মন উজার করে।

তোমায় নিয়ে সকল চাওয়া পাওয়া,
আমার এই মনের মাঝে।
তাই তো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি দুচোখ ভরে।

মনের মানুষ তুমি হয়ে,
থাকবে আমার জীবন ঘিরে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবন জুড়ে।

মনের মানুষ তুমি আমার,
রেখেছি মনের ঘরে।
ভালোবাসার যত্নে তোমায়,
আগলে রাখবো সারা জীবন জুড়ে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে।
সারা জীবন রাখব তোমায়,
আমার মনের এই ছোট ঘরে।

fox-ga73d03b37_1920.png

source

প্রিয় মানুষকে কেন্দ্র করে ভালোবাসার কবিতা লেখার অনুভূতি সত্যিই অসাধারণ। মনের ভিতরে যেন অনুভূতিগুলো আমরা প্রকাশ করে থাকি। তাই মনের মানুষ তুমি নামে কবিতাটি লিখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শীতের আবহাওয়া যেন পাচ্ছিলাম। সেই অনুভূতিগুলো যেন অসাধারণ ছিল। তাই আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি শেয়ার করতে পেরে আমি আনন্দিত।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মনের মানুষ নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।কবিতার লাইনগুলো অপরূপ সুন্দর ছিল।একদম সকলের মনের কথা গুলো লিখেছেন।পড়ে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এদিকে বৃষ্টির কোন আভাস ছিল না তবে আকাশ কিছুটা মেঘলা ছিল হয়তো শীতের আগমন ঘটবে যার কারণে আবহাওয়া এরকম পরিবর্তন হচ্ছে। যাইহোক কবিতাটা দারুন লিখেছেন ভাই যদি একজন মানুষকে এই কবিতা পড়ে শোনানো যায় তাহলে নিশ্চিত সে পটে যাবে হা হা হা।

ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। প্রতিনিয়ত আপনি ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লিখে থাকেন যেগুলো অনেক সুন্দর হয়। অনেক সুন্দর অনুভূতি আপনি তুলে ধরেছেন কবিতার সবগুলো লাইনের মধ্যে। যতই পড়ছিলাম ততই ভালো লাগছিল আপনার লেখা এই কবিতা। ছন্দ মিলিয়ে দারুন ভাবে পুরোটা সবার মাঝে তুলে ধরেছেন।

আমার মনের মানুষ তুমি
তুমি'ই প্রিয়জন,
পাশে তুমি থাকলে আমার
জুড়িয়ে যায় মন।
কবিতাটি হয়েছে ভাইয়া
সত্যিই অসাধারণ। 👌

ভালোবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। এটি প্রেমের কবিতা। আত্মসমর্পণের কবিতা। অন্তমিল রয়েছে কবিতায়। আগাগোড়া বেশ ভালই লাগলো।

image.png

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা সহজ-সরল ভাষায় কবিতা পড়তে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। আসলে জীবনে একটি মানুষকে মন উজার করে ভালোবাসা উচিত তাহলে সেই ভালোবাসা দীর্ঘদিন বহাল থাকবে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে চমৎকার কবিতা লিখে শেয়ার করার জন্য।

গুড়ি, গুড়ি বৃষ্টি ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া। এই মিষ্টি পরিবেশে আপনি খুব সুন্দর ভালোবাসার কবিতা লিখেছেন। আপনার ভালোবাসাকে খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন।

ভাইয়া আপনি দেখতেছি মনের মানুষকে কেন্দ্র করে খুব সুন্দর কবিতা লিখেছেন।মনের মানুষ তুমি কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আসলে আমরা যদি প্রিয় মানুষকে মনের মধ্যে রেখে কোন কিছু ভেবে লিখি তখন ওই জিনিসটি খুব চমৎকার হয়। তবে আপনার কবিতার ভাষা সত্যি অসাধারণ। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন পড়ে অনেক ভালো লাগলো।

ভালোবাসার মানুষকে কেন্দ্র করে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই মনের মানুষ তুমি কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।

হ্যাঁ ভাইয়া চারদিকে হালকা কুয়াশা জানান দিচ্ছে শীত এসে পড়েছে। এই সময়টা সত্যি খুব ভালো লাগে। বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময়ে ঘরে বসে প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়তে খুব ভালো লাগে। আজকের কবিতাটা খুব সুন্দর হয়েছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার বরাবরই প্রিয় মানুষকে কেন্দ্র করে এতো সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রথমকার অনুকবিতা টি দারুণ হয়েছে ভাই।সব গুলো লাইন সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।