"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার মুখের হাসি 💖

in hive-129948 •  15 days ago 

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা একটি কবিতা শেয়ার করলাম। আর এই কবিতাটি হল ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে লেখা। আসলে প্রিয় মানুষের জন্য মনের ভিতরে অনেক অনুভূতি তৈরি হয়। সেই অনুভূতি নিয়ে লেখা আমার আজকের এই কবিতাটি। আসলে প্রিয় মানুষের মুখের মিষ্টি হাসি, আমার অনেক বেশি ভালো লাগে। তার মুখের হাসি দেখলে মনের ভিতরে যেন শান্তি খুঁজে পায়। তাই মনের অনুভূতিগুলো দিয়েই আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি। আমার কবিতা হলো তোমার মুখের হাসি।আর ভালোবাসার প্রিয় মানুষের মুখের হাসি দেখলে মনের ভিতরে অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়। সেই অনুভূতি নিয়ে আমার লেখা আমার আজকের এই কবিতাটি।


তোমার মুখের হাসি
মোঃরায়হান রেজা

টোল পড়া ঐ মুখের হাসি,
আমি খুবই ভালোবাসি।
তাইতো আমি দেখতে থাকি,
তোমার মুখের ওই মিষ্টি হাসি।


তোমার মুখের হাসি দেখলেই,
মন হয়ে যায় ভালো।
তাইতো আমার অনেক অনেক,
লাগে তোমার মুখের ঐ মিষ্টি হাসি গুলো।

তোমার মুখের মিষ্টি হাসি,
আমি খুবই ভালোবাসি।
তাই তো আমি দেখতে থাকি,
তোমার মুখের ঐ টোল পড়া হাসি।

কি সুন্দর তোমার মুখের হাসি,
দেখলে লাগে ভালো।
তাইতো আমার পরাণটা জুড়িয়ে যায়,
দেখলে তোমার মুখে ঐ হাসি।

তুমি আমার জীবন সাথী,
থাকবে জীবনঘরে।
তাইতো তোমার মুখের হাসি দেখলেই,
মন হয়ে যায় ভালো।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে।
তাই তো তোমার মুখের হাসি দেখলেই,
লাগে আমার অনেক অনেক ভালো।

তোমার মুখের মিষ্টি হাসির,
প্রেমে পড়েছি আমি গভীর ভাবে।
ভালবাসার হাসি দেখলেই,
মন ছুটে যায় আমার তোমার কাছে।

সকল কষ্টের মাঝেও আমি,
শান্তি খুঁজে পাই।
তোমার মুখের মিষ্টি হাসি,
দেখলেই দুঃখগুলো দূর হয়ে যায়।

তাইতো আমি দেখতে থাকি,
তোমার মুখের ওই টোল পড়া হাসি।
আমি খুবি ভালোবাসি,
তোমার মুখের ঐ মিষ্টি হাসি।

fox-ga73d03b37_1920.png

source

আসলে ভালোবাসার প্রিয় মানুষের মুখের হাসি দেখলেই মনের ভিতর শান্তি খুঁজে পাওয়া যায়। আর এই শান্তি যেন হৃদয় থেকে তৈরি হয়। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের ভিতরের অনুভূতিগুলোই আমি প্রকাশ করেছি এই কবিতার মাধ্যমে। প্রিয় মানুষের মুখের হাসি দেখলে যেন হৃদয়ের ভিতরে আনন্দ তৈরি হয়। সেই অনুভূতি নিয়ে লেখা আমার এই কবিতাটি। তো বন্ধুরা আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মনের মানুষকে নিয়ে আপনার মনের ভিতরে যে অনুভূতি তা খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। অনেক সময় মুখে যা বলা যায় না, তা কবিতার মাধ্যমে সুন্দর ভাবে তুলে ধরা যায়। যাই হোক আপনি খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

image.png

বাহ ভাইয়া প্রিয় মানুষের হাসি সর্বদাই বেশি ভালো লাগে। প্রিয় মানুষের হাসি কে কেন্দ্র করে দারুন সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন দারুন হয়েছে। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর একটি কবিতা লিখেএছেন ভাই। আপনার লেখা এই কবিতাটি পড়ের খুবই ভালো লেগেছে। কবিতাটির মধ্যে দারুন একটি অনুভূতি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে এবং একই সাথে কবিতার ভাষাগুলো অত্যন্ত সাবলীল হয়েছে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা প্রায় সময় পড়া হয়। আপনি সত্যি অসাধারণ কবিতা লিখেন। আজকের কবিতার প্রত্যেকটা লাইন পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর কিছু শব্দ দিয়ে আজকের কবিতাটা সাজিয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

ভালোবাসার মানুষের মুখের হাসিটা সব সময় প্রশান্তি এনে দেয়। তাইতো সকল কষ্টের মাঝখানে ভালো লাগার মানুষের মুখের হাসিটা যেন বেঁচে থাকার অন্যতম মাধ্যম। বেশ দারুন লিখেছেন। ভালো লাগলো কবিতার লাইনগুলো আবৃত্তি করে।

প্রিয় মানুষের মুখের হাসি সব সময় অনেক বেশি স্পেশাল।প্রিয় মানুষের মুখে হাসি থাকলে পৃথিবীর সবকিছু যেন ভাল মনে হয়।এবং নিজেকে সুখী মনে হয়। আপনি আপনার প্রিয় মানুষের মুখের হাসি নিয়ে চমৎকার সব বাক্যের মিলন ঘটিয়ে সুন্দর একটি কবিতা রচনা করেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

আজ আপনি আমাদের মাঝে দারুণ একটা কবিতা নিয়ে হাজির হয়েছেন। আপনার প্রতিটা লাইনের মধ্যে একটা দারুন সুন্দর অনুভূতি লুকিয়ে আছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

GridArt_20250114_010219558.jpg

ভালোবাসার মানুষকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। ছন্দে খুবই সুন্দরভাবে মিলিয়ে লিখে।

আপনার লেখা কবিতা গুলো আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে ভাইয়া।আজকের কবিতাটি ও অসাধারণ হয়েছে।এইরকম ছোট ছোট অনু কবিতা গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

আপনার তোমার মুখের হাসি কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি কবিতার প্রতিটি ছন্দ খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

তোমার মুখের মিষ্টি হাসির,
প্রেমে পড়েছি আমি গভীর ভাবে।
ভালবাসার হাসি দেখলেই,
মন ছুটে যায় আমার তোমার কাছে।

এতো সুন্দর কবিতা আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রিয় মানুষের মুখের হাসি সত্যি অতুলনীয়। আর আপনি এত সুন্দর করে কবিতা লিখেছেন কবিতা পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন হয়েছে আপনার লেখা কবিতা।

ভাইয়া প্রতি সপ্তাহে আপানার কবিতার খাতা থেকে আজও দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটির নাম যেমন সুন্দর। কবিতাটির প্রতিটি লাইন আর ভাষা গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।

অনেক সুন্দর অনুভূতি নিয়ে আপনি আজকের এই কবিতা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সুন্দর সুন্দর কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ভালোবাসার টপিক নিয়ে কবিতা লিখলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। যেগুলো অনেক দারুন হয়ে থাকে।

বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন।আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।