আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ তে $PUSS কয়েন ব্যানার তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ

in hive-129948 •  2 months ago 
আসসালামু-আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


$Puss কয়েন আমাদের ভালোবাসার কয়েন। আমার বাংলা ব্লগের নিজস্ব কয়েন পুস। আর এই পুস কয়েন ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে। সকলের হৃদয়ের জায়গা করে নিয়েছে আমাদের প্রিয় পুন কয়েন। আর পুস কয়েন নিয়ে আজকে আপনাদের মাঝে ব্যানার তৈরি করার প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করলাম। আসলে পুস কয়েন ব্যানার গুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। অনেকেই খুবই সুন্দর সুন্দর ব্যানার তৈরি করেছে। তাই ব্যানার গুলো দেখে আমারো তৈরি করার ইচ্ছা জাগলো। যার কারণে আমি মোবাইল দিয়ে এই ব্যানার তৈরি করেছি। আমার ব্যানারটি হয়তো বেশি ভালো লাগছে না। তবে এই পুস কয়েন নিয়ে কাজ করতে পেরে এবং পুশ কয়েনের ব্যানার তৈরি করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে আমার তৈরি করা এই ব্যানারটি আপনাদের মাঝে শেয়ার করলাম।


IMG_20240911_150420.png

প্রয়োজনীয় উপকরণসমূহ

১) Banner maker

Apps এর লিংক👇

ধাপ-১👇
Screenshot_2024-09-11-09-46-19-686_com.android.vending.jpgScreenshot_2024-09-11-09-17-52-238_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpg
  • পুস কয়েনের ব্যানার কিভাবে তৈরি করা যায়, সেটা নিয়ে আমি অনেকটাই ভাবতেছিলাম। ভাবতে ভাবতে আমি এই ব্যানারয়ের খোঁজ পেলাম। যার কারণে আমি প্রথমেই ব্যানার তৈরি করার জন্য আমার প্লে স্টোরে গিয়ে ব্যানার মেকার এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নিলাম।
ধাপ-২👇
Screenshot_2024-09-11-09-19-44-304_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpgScreenshot_2024-09-11-09-18-16-651_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpg
  • তারপরে আমি ব্যানার মেকারের অ্যাপসটি ওপেন করলাম। এরকম একটা পেজ আসলো, সেখানে ব্যানারের বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে। আমি আমার পছন্দের মত puss কয়েন ব্যানার তৈরি করার জন্য, ব্যানারের সাইজটি নিয়ে নিলাম।
ধাপ-৩👇
Screenshot_2024-09-11-09-25-10-092_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpgScreenshot_2024-09-11-09-23-18-531_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpg
  • তারপরে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছিলাম। কোন কালারটা ভালো লাগবে, আমি বিভিন্ন কালার সিলেক্ট করে দেখতে ছিলাম এবং সেখান থেকে আমি আমার পছন্দের একটি কালার নিয়ে নিলাম।
ধাপ-৪👇
Screenshot_2024-09-11-09-29-28-952_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpgScreenshot_2024-09-11-09-26-04-474_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpg
  • তারপরে আমি ডিসকোড এর মিডিয়া চ্যানেল থেকে পুস কয়েনের লোগো গুলো নিয়েছিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমি রিমুভ করে নিয়েছিলাম।তারপর এই পুস কয়েন এর লোগো গুলো আমি সুন্দরভাবে আমার মন মত বসিয়ে দিলাম।
ধাপ-৫👇
Screenshot_2024-09-11-09-35-16-003_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpgScreenshot_2024-09-11-09-32-26-063_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpg
  • তারপরে লোগোর মধ্যে আমি প্রয়োজনীয় লেখাগুলো সুন্দর ভাবে বসিয়ে দিলাম।
শেষের-ধাপ👇
IMG_20240911_144542.jpgScreenshot_2024-09-11-09-45-25-044_com.cutewallpaperstudio.thumbnail.creater.banner.maker.jpg
  • এভাবে আস্তে আস্তে আমাদের সবার প্রিয় এই puss কয়েনের ব্যানার আমি তৈরি করে নিলাম। আসলে ব্যানারটি আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে।
👇উপস্থাপন👇

IMG_20240911_144542.jpg

IMG_20240911_144542-removebg-preview.png

আমার বাংলা ব্লগের পুস কয়েন ব্যানার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর এই পুস কয়েনের ব্যানার তৈরি করতে পেরে আমাি অনেক আনন্দিত। তৈরি করার মুহূর্ত আমার খুবই ভালো লেগেছে। কারণ পুস কয়েন আমাদের প্রাণের কয়েন। আমাদের ভালোবাসার কয়েন। এই কয়েন নিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমার। যার কারণে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করলাম। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনাদের মাঝে আমার তৈরি করা এই ব্যানারটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে puss কয়েন অনেক দূর এগিয়ে যাবে এই দোয়া করি এবং সবার মাঝে ছড়িয়ে পড়ুক এইটাই কামনা করি।🙏🎴🙏

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণডাই পোস্ট
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

diy steemexclusive

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

চমৎকার একটি ব্যানার তৈরি করলেন ভাইয়া আপনি দেখে মুগ্ধ হয়ে গেছি। কারণ আপনি খুব সুন্দর ভাবে পুসের ডিজাইন দিলেন এবং আমার দেখতে বেশ ভালো লাগলো। বিশেষ করে মাথায় ক্যাপ দেওয়ার কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

আপনাকে প্রথমে কনটেস্ট এর জন্য শুভকামনা জানাই।আপনার তৈরি ব্যানার টি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ

আপনি ব্যানার তৈরীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লেগেছে। আমাদের প্রিয় কমিউনিটিতে খুব সুন্দর একটি আয়োজন করা হয়েছে। যেখানে প্রিয় কয়েনকে ভালোবেসে এত সুন্দর আয়োজন। আর এদিকে প্রতিনিয়ত তার দাম বেড়েই চলেছে এতে যেন আরো মনের মধ্যে ভালোলাগা বিরাজমান। অনেক অনেক খুশি হলাম সুন্দরবেলার তৈরি করতে দেখে।

আপনাকে অনেক ধন্যবাদ আপু

খুবই সুন্দর একটি ব্যানার তৈরি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি ব্যানার দেখে খুবই ভালো লাগছে ৷ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আজকে আপনি খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি বানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷