আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩//শরতের সেরা মুহূর্তগুলো ফটোগ্রাফি

in hive-129948 •  21 days ago 

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমার বাংলা ব্লগের আয়োজিত শরৎকালের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসলে ৬ ঋতুর মধ্যে শরৎকাল আমার খুবই ভালো লাগে। কারণ শরৎকালের প্রকৃতি যেন নতুন ভাবে জেগে ওঠে। আর প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে শরৎকালীন আকাশ, কাশফুলের দৃশ্যগুলো দেখলে মন যেন মুগ্ধ হয়ে যায়। নদীর পাড়ে যখন কাশফুলের এই সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে পায় তখন যেন খুবই ভালো লাগে। বিশেষ করে শরৎকালের আকাশের দৃশ্য থাকে অসাধারণ। আর এই শরৎকালীন মুহূর্তগুলো আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাই আমার বাংলা ব্লগের এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে থাকতে পারলাম না। তাই শরৎকালের এই সৌন্দর্যময় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করলাম। আর আপনাদের মাঝে শরৎকালের কিছু সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

SAVE_20241009_121752.jpg

শরতকালের সবচাইতে সুন্দরসয় দৃশ্য হলো কাশফুলের দৃশ্য। আর এই কাশফুলের দৃশ্য আমার খুবই ভালো লাগে। যার কারণে আমি যমুনা নদীর চরে কাশফুলের সৌন্দর্যময় এই দৃশ্য দেখার জন্য গিয়েছিলাম। বিশাল জায়গা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। এই কাশফুল গুলো দেখে খুবই ভালো লাগলো। যার কারণে সেখানে আমি কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর এই কাশফুল গুলোর মাঝে কিছু সময় পার করেছিলাম। আর সেই দৃশ্যগুলোর ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20241009_124152.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

SAVE_20241009_121731.jpg

কাশফুলের চরে এসে অনেক বেশি ভালো লাগলো। যার কারণে এই কাশফুলগুলো আমি নিয়েছিলাম। আসলে কাশফুল গুলো যারা দেখতে গিয়েছিলে প্রত্যেকের হাতে হাতে আমি কাশফুল দেখতে ছিলাম। কাশফুলের বনে গেলেই যেন কাশফুলগুলো ধরতে খুবই ইচ্ছা করে। আর এই কাশফুলগুলো অনেক সুন্দর ছিল, কাশফুলগুলো হাত দিয়ে স্পর্শ করতে পেরেই যেন অনেক বেশি ভালো লাগতেছিল আমার।
ফটোগ্রাফি-৪👇

SAVE_20241009_121737.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

SAVE_20241009_121756.jpg

দূর থেকে কাশফুল অনেক ঘন মনে হয়। যখন আমি কাছে এসে দেখলাম তখন অনেক ফাঁকা ফাঁকা লাগলো। তবে কাশফুলের সুন্দর্য উপভোগ করার জন্য আমার মনে হয় দূর থেকে এর সৌন্দর্য বেশি ভালো লাগে। আর কাশফুলের এই সৌন্দর্যময় দৃশ্যগুলোর দূর থেকে দেখে আমার কাছে বেশি ভালো লেগেছিল।
ফটোগ্রাফি-৬👇

SAVE_20241009_121804.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

SAVE_20241009_121747.jpg

তারপরে আমি নদীর পাড়ে আসলাম। শরৎকালের নদীর দৃশ্যগুলো অসাধারণ লাগে। নদী যেন একদম স্থির ছিল, নদীতে নৌকা চলতেছিল নদীর পাড়ে এসে নদীতে নৌকা চলার দৃশ্য আর নদীর পাড়ের এই ঢের শব্দগুলো শুনতে ছিলাম। সত্যি প্রকৃতি যেন এক নতুন ভাবে এই শরৎকালীন দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলে।
ফটোগ্রাফি-৮👇

IMG_20241009_124317.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20241009_124232.jpg

নদীর পাড় দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সবুজ ঘাসের দৃশ্য ছিলো খুবি সুন্দর। আর অন্য পাশে ছিল নদীর সৌন্দর্যময় দৃশ্য। তার পাশেরই ছিল কাশফুলের সৌন্দর্যময় দৃশ্য। যা আমার খুবই ভালো লেগেছে। নিরিবিলি এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ফটোগ্রাফি-১০👇

IMG_20241009_124330.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20241009_124505.jpg

শরৎকালের সুন্দরময় দৃশ্যগুলো দেখার জন্য আমি রাসেল পার্কে গিয়েছিলাম। রাসেল পার্কে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। শরৎকালীন ফুলগুলো আমি ফটোগ্রাফি করতে গিয়েছিলাম। তবে দুঃখের বিষয় পার্কে যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি নেমেছিল, আর বৃষ্টির মধ্যে আমি খুব একটা বেশি ফটোগ্রাফি করতে পারিনি। তবে কিছু সুন্দর ফুলের দৃশ্য দেখতে পেয়েছি আর এই সৌন্দর্যগুলোই ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।
ফটোগ্রাফি-১২👇

IMG_20241009_124437.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৩👇

IMG_20241009_160141.jpg

আসলে শরৎকালের সবচাইতে বেশি ভালো লাগে আকাশের দৃশ্য। সাদা মেঘ গুলো যেন ভেসে বেড়ায় এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গুলো খুবই সুন্দর লাগে। তবে আমি যেদিন বাইরে গিয়েছিলাম সেদিন মেঘলা আকাশ ছিল। যার কারণে আকাশের সৌন্দর্যময় দৃশ্যগুলো আমি উপভোগ করতে পারিনি। তবে যতটুকু সম্ভব সেই দিনের আকাশের কিছু সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।
ফটোগ্রাফি-১৪👇

IMG_20241009_160124.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

শরৎকালের সুন্দর্যময় প্রকৃতি ফুটে ওঠে, আর এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলোরই ফটোগ্রাফির প্রতিযোগিতা দেখতে পেয়ে আমি অংশগ্রহণ করলাম। আর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ এডমিন মডারেটরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি প্রতিযোগিতার মাধ্যমে শরৎকালে সৌন্দর্যময় দৃশ্যগুলো আমরা তুলে ধরতে পারবো এবং সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখতে পাব। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শরৎকালে পুরো প্রকৃতিটাই অসাধারণ লাগে। কাঁশফুল তার অন‍্যতম একটা অংশ। কাঁশফুল, নদী আকাশ সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে আপনার ফটোগ্রাফি গুলো। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। শরৎকালের এমন দৃষ্টিনন্দন ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম ভরে গেল। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।

অসাধারণ কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ। আসলে প্রকৃতি একেক ঋতুতে একেক রুপে ধরা দেয় আমাদের মাঝে। শরতের কাশবন এর সুন্দর ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আপনার পোস্টের মাধ্যমে শরতের সেরা ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। কাশফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ মনোমুগ্ধকর ছিল। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ করতে দেখে বেশ ভালো লেগেছে। যেখানে কাশফুলের সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন আপনি। মনোরম পরিবেশ থেকে ধারণ করা শরতের সব ফটোগুলো। যেন মন ছুয়ে যাওয়ার মত ছিল।

I like your writing very much. Your writing touches the heart like time. The blog family and community are always with you.
Thanks for sharing your post in this community. Hopefully here you will find feedback and evaluation results. I wish you the best.
Hope to vote for.
https://steemit.com/hive-199903/@digitalworlds/6jyobs

কাশফুল আমার অনেক ভালো লাগে। যখনই পুকুর পাড়ের দিকে উপস্থিত হয়েছিলাম তখনই সেখানে অনেক অনেক কাজফুল লক্ষ্য করেছিলাম। আর শরৎকাল আসলেই জানো প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। আকাশের মেঘ কাশফুল অন্যান্য ফুল এবং গাছপালার সৌন্দর্য যেন নতুন রূপ পায়। ঠিক তেমনই কনটেস্টে অংশগ্রহণ করে অনেক সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো দেখে।

আপনার তোলা শরতের সেরা ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে দেখতে। অনেক সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি আপনি করেছেন। শরতের অন্যতম ফুল কাজ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার কাছে। এত সুন্দর করে শরৎকালীন সৌন্দর্যের ফটোগ্রাফি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

প্রথমে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই শরৎকাল উপলক্ষে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিচ্ছে তা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমাদের ব্লগে শরৎকাল চলে এসেছে। এত সুন্দর সুন্দর ফটো গুলো একটু শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন কাশফুল হচ্ছে শরতের অন্যতম সৌন্দর্য। কাশফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি দেখে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে।

শরৎকালের সেরা মুহূর্তগুলো দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার মুহূর্তগুলো ফটোগ্রাফি করেছেন। অসাধারণ ভাবে ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর শরৎকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। শরৎকাল মানেই সাদা মেঘের আড়ালে নীল আকাশ আর কাশফুলের সমারোহ। এমন সুন্দর দৃশ্য দেখতে খুব ভালো লাগে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। রাসেল পার্কের ভিতরের দৃশ্য খুব সুন্দর। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আপনার এই পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফিগুলো যখন দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে গেলাম ৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

প্রথমে আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।
কাশফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।