[আমার বাংলা ব্লগঃ-"আমার পরিচয় পর্ব "১৮-০১-২০২২]

in hive-129948 •  3 years ago 

সবাইকে-অভিনন্দন

আসসালামু-আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে, আজকে আমি আমার পরিচয় পর্ব পোস্ট করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।


আমার পরিচয়

IMG20220118193344.jpg

আমার স্টিমিট আইডি:-@rayhan4747। আমার নাম মোঃ রায়হান চৌধুরী আমার বাসা রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর থানার অন্তর্গত পার্বতীপুর উপজেলার পার্শ্ববর্তী গ্রাম উত্তর হুগলি পাড়ায়। আমার পরিবারে ৪ জন সদস্য রয়েছে, আমি, মা-বাবা, আর আমার ছোট বোন।আমার বাবা পেশায় একজন কৃষক। তিনি আমাদের নিজের জমিতে চষাবাদ করেন।আমার মা একজন গৃহিনী তিনি বাড়ির গরু,ছাগল,হাঁস,মরগি লালন পালন করেন।সেগুলো থেকে আমাদের নিজেদের আমিষ এর চাহিদা পুরন করে বাকিগুলো বিক্রি করে দেন।এ থেকে অর্জিত টাকা আমাদের লেখাপরার কাজে ব্যায় করেন। কৃষি কাজ করেই আমাদের সংসার চলে, তা ছারাও আমাদের একটা দোকান রয়েছে।আমাদের পরিবারের সকল খরচ এই দুই মাধ্যম হতেই আসে।

IMG20210723124410.jpg

IMG20210723171712.jpg

IMG20210723170243.jpg

IMG_20201031_160032.jpg


আমার লেখাপড়া

বর্তমানে আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পরালেখা করছি। এটি দিনাজপুর জেলার ফুলবাড়ি বাস স্ট্যান্ড এ আবস্থিত।এর আগে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশ করেছি।এটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত। আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কে,লো,কা) এর কেলোকা প্রিপারেটরি স্কুল হতে।এখানেই আমার শিক্ষা জীবনের শুরু হয়।

IMG20211109122723.jpg

IMG20211109115105.jpg

IMG20211109122456.jpg


আমার ইচ্ছা

আমার শখ বাগান করার, ফুলের বাগান। যেখানে নানা রকম, নানা প্রজাতির সুন্দর সুন্দর ফুল থাকবে। চারিপাশে ফুলের সুভাস ছড়িয়ে পরবে। এজন্য আমি আমার বাড়ির আঙিনায় কয়েকটি ফুলের গাছ লাগিয়েছি। গোলাপ,গাদা ও জবা ফুলের গাছ লাগিয়েছি, আমার ইচ্ছা পুরনের জন্য আরো গাছ লাগানোর পরিকল্পনা করছি। তাছাড়া ও আরো শাকসবজি, ফলমূল এর গাছও রোপন করবো।

IMG20201228152705.jpg

IMG20201228152843.jpg


আমার খেলাধুলা

আমি প্রায় সকল খেলাধুলায় পারদর্শী। নিয়মিত ফুটবল খেলি এতে করে আমার পরাশেনার একঘেয়েমি দুর হয়, আমার শরীর ও মন সুস্থ থাকে এর ফলে আমার পরাশোনায় মন দিতে পারি। শরীর ও মন ভালো থাকলে সকল কাজ কর্ম করতে সুবিধা হয়। এতে আমার শরীর সবল থাকে। অসুখ বিসুখ থেকে ভালো থাকা জায়। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।কথায় আছে, সুস্থ দেহ সুন্দর মন। এছাড়া সকল খারাপ কাজকর্ম হতে বিরত থাকা যায়, সকল খারপ নেশা থেকে বিরত থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই।

IMG20210822125307.jpg


আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি স্টিমিট এর কাজ সম্পর্কে জেনেছি। আমার বড় ভাইয়ের আইডির নাম হচ্ছে:-
@hayat221


আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@rayhan4747


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর নিয়ম কানুন ও দিকনির্দেশনা সম্পর্কে জানতে পেরেছেন ।আপনার আমার বাংলা ব্লগ কমিউনিটির অনুপ্রেরণা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক ধারণা নিতে অবশ্যই এবিবি স্কুলের ক্লাস গুলো করবেন ।সেটাই কামনা করি।

@hayat221 আপনি কি উনার রেফারার? রেফার করে থাকলে কমেন্টে অবশ্যই জানান আমাকে।

ধন্যবাদ।

জ্বি আপু-আমি উনার রেফারার।

ধন্যবাদ সহযোগিতার জন্য।

ধন্যবাদ সহযোগিতার জন্য।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশাকরি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ শুরু করবেন এই প্রত্যাশাই করি। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

Loading...

@rayhan4747,

আপনাকে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম। একজন ভেরিফাইড মেম্বার হবার জন্য অবশ্যই আপনাকে Discord এ জয়েন হতে হবে এবং @abb-school এর মাধ্যমে ক্লাস করতে হবে, সকল নিয়ম কানুন শিখে নিতে হবে। discord এ জয়েন না করলে আপনার পোস্ট এ কোনোও সাপোর্ট পাবেন না। খেয়াল রাখবেন, 'discord আইডি' আর 'স্টিমিট আইডি' যেনো একই হয়।

✔️সর্বপ্রথম Discord এ জয়েন হয়ে নিন ক্লাস এটেন্ড করার জন্য। নিচের লিংকে ক্লিক করুন।

👉আমাদের Discord Link:https://discord.gg/yuKDqwT9

ধন্যবাদ।

@rayhan4747

ডিস্কোড এ জয়েন হয়ে নিন।

লিংকঃ https://discord.gg/yuKDqwT9