৭ টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম #14|| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in hive-129948 •  2 years ago 

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।


GridArt_20221005_154932524.jpg



সবাইকে শুভেচ্ছা। কি অবস্থা সবার। কেমন আছেন সবাই। আমি ভালো আছি অনেক। আজকের আবহাওয়াটা কিন্তু বেশ। একটু বৃষ্টি আবার দুপুরের দিকে একটু গরম। আবার বিকেলের দিকে একটু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব। একদিন ৩০০ ফিট রাস্তায় দিয়েছিলাম। সেখানে কিছু রেনডম ফটোগ্রাফি করি। আজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সব ছবি বিকেল বেলাকে কেন্দ্র করে তোলা।


#১

IMG_20220916_180614.jpg

Location

যেহেতু বলেছিলাম ছবিগুলো বিকেল কেন্দ্রিক তাই এই ছবিটি ও বিকেলে তুলেছিলাম। সেদিন ৩০০ ফিট হাটতে গিয়েছিলাম অনেকদিন পর। যেয়েই দেখলাম খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউ গুলো। তাই ক্লিক করে নিয়েছিলাম সাথে সাথেই।


#২

IMG_20220916_180816.jpg

Location

৩০০ ফিট থেকে খিলক্ষেত এর দিকে কিছু রোড এ সংযোগ সড়ক করা হচ্ছে যতদুর শুনেছি। সেখানেই এরকম গেট করা হয়েছে। বিকেল বেলা এই গেট দেখতে অনেক সুন্দর লাগে। অনেকে এই গেটের সাথে ছবি তুলছিলো। তবে আমি দূর থেকে ছবি তুলেই শান্তিতে আছি।


#৩

IMG_20220916_181115.jpg

Location

নৌবাহিনীর দপ্তর রয়েছে এখানে। সেখানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এমন খাম্বা ব্যবহার করা হয়েছে। আমি এই ধরনের খাম্বা খুব কমই দেখেছি। এটি দেখে একটু অবাক হয়েই ছবিটি তুলেছিলাম। আর এখন আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম।


#৪

IMG_20220916_180623.jpg

Location

অনেকেই শুধু ৩০০ ফিট রাস্তার নাম শুনেছেন। তবে কেউ দেখেননি হয়তো। কয়দিন আগে আমাদের মডারেটর রুপক ভাই ও এখানে এসেছিলেন। আমি আগে জানতাম না। জানলে ভাই এর সাথে দেখা করে আসতাম। তো এটি সেই ৩০০ ফিট রাস্তার কিছু অংশের ছবি।


#৫

IMG_20220916_181700.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

৩০০ ফিট রাস্তার পাশ দিয়ে চলে যাওয়া পানি নিষ্কাশনের খাল বা নালা। আগে এই খাল দখন করে অনেক অসাধু ব্যবসায়ী রেস্তোরা খুলেছিলো। তবে আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক স্যার এটা দখলদার থেকে মুক্ত করার পর আর কারো সাহস হয়নি। এখন এসব নিয়ে অনেক উন্নয়ন এর কাজ চলছে। বৃষ্টির পানি নিষ্কাশন হতে অনেক সাহায্য করে এই নালা।


#৬

IMG_20220916_181231.jpg

Location

এই ছবিটিও তার কেন্দ্রিক৷ এটিও ৩০০ ফিট রাস্তাতেই তোলা। সেখান থেকেই এই ছবি তোলার ভিউ পেয়েছিলাম। ছবিটি দেখতেও কিন্তু বেশ লাগছে। আর ভালো লাগা মানেই তো মনের মতন ছবি।


#৭

IMG_20220916_181746.jpg

Location

এটি আজকে শেষ ছবি ছিল। এটি ৩০০ ফিট থেকে ফিরে আসার সময় তুলেছিলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে আবছা আলোতে আকাশকে খুব সুন্দর দেখাচ্ছিল।ক্যামেরাতে হয়তো অতটা ভালো ওঠেনি। তবে আমি সরাসরি দেখতে পেরেছিলাম। প্রায় ২০-৩০ মিনিটের মত শুধু চেয়েছিলাম এক ধ্যানে এত ভালো লেগেছিল।



ক্যামেরা পরিচিতি
ক্যামেরাOneplus 7t
মোডওয়াইড
ফটোগ্রাফি এরিয়াঢাকা


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখার মতো ছিল। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমি খুবই সাছন্দ বোধ করি।

প্রাকৃতিক দৃশ্যের ছবি সব সময়ই আমারো খুবই ভালো লাগে। আমি খুব উপভোগ করি ছবি গুলো তোলার সময়।

আবার বিকেলের দিকে একটু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব। একদিন ৩০০ ফিট রাস্তায় দিয়েছিলাম

ঠান্ডা পরিবেশটাকে দারুন ভাবে উপভোগ করেছেন দেখছি আপনি ভাইয়া। এই জায়গাটিতে আমিও গিয়েছিলাম দারুন সুন্দর জায়গাটি। বৃষ্টির পানি নিষ্কাশন করার জন্য দারুন একটা ব্যবস্থা করেছে।

হুম। সামনে ৩০০ ফিট নাকি আরো সুন্দর ভাবে করবে। এখনই অনেক সুন্দর লাগে। আর কাজ শেষ হলো কতই না সুন্দর হবে।

তিনশত ফিট যাওয়া হয়নি,এমনকি বানিজ্য মেলাতেও না।যাই হোক আসলেই এই বৃষ্টি এই গরম এই বাতাস কোন সময় কি হয় কিছুই বুঝা যাচ্ছে না।ছবিগুলো বেশ সুন্দর তোলেছেন। ভালো ছিলো।ধন্যবাদ

আয় হায় বলেন কি। ব্যাপার না চলে আসেন একদিন। ৩০০ ফিট ঘুরে যেতে পারবেন। আর মেলার সময় যদি আসেন তাহলে তো এক সাথে দুইটাই হবে।

জি ভাই আপনার ঠিক বলেছেন এখনকার আবহাওয়াটা একটু অন্যরকম এই অনেক রোদ, অনেক গরম, আবার আকাশে মেঘ মেঘ, এই বুঝে আবার বৃষ্টি শুরু হচ্ছে। তবে আমার কাছে খুব ভালো লাগছে ওয়েদারটা। আপনি সাতটি নিয়ে ছবি নিয়ে একটা অ্যালবাম তৈরি করেছেন। সবগুলো ছবি খুব সুন্দর হয়েছে। তবে সুনীল আকাশের ছবিটা একটু বেশি ভালো লেগেছে।

হুম আপু। এখন কার আবহাওয়া বুঝা কঠিন।

আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি যেটা আমি সখ হিসেবে করে থাকি। আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। আসলে এই ধরনের কিছু করতে খুবই ভালো লাগে।

একদম মনের কথা বললেন ভাই। আমারো খুবই ভালো লাগে ফটোগ্রাফি করতে।

জি ভাই আপনার ঠিক বলেছেন এখনকার আবহাওয়াটা একটু অন্যরকম এই অনেক রোদ, অনেক গরম, আবার আকাশে মেঘ মেঘ, এই বুঝে আবার বৃষ্টি শুরু হচ্ছে। তবে আমার কাছে খুব ভালো লাগছে ওয়েদারটা। আপনি সাতটি নিয়ে ছবি নিয়ে একটা অ্যালবাম তৈরি করেছেন। সবগুলো ছবি খুব সুন্দর হয়েছে। তবে সুনীল আকাশের ছবিটা একটু বেশি ভালো লেগেছে।

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিলো দেখার মতন। ফটোগ্রাফি সৌন্দর্য দেখে সত্যি আমি খুব মুগ্ধ হলাম। বিশেষ করে পানি নিষ্কাশন এবং আকাশের ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লাগছে। এত দুর্দান্ত ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

হুম এখানে একদিন এসে ঘুরে যাবেন। দেখবেন খুবই ভালো লাগবে।

আপনার সব গুলো ফটোগ্রাফি চমৎকার ছিল। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তিন নাম্বার আর চার নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার।

চলে আসুন একদিন। আপনিও এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন।

ব্যস্ততার কারণে অনেকদিন হলো যাওয়া হয় না এই যায়গা গুলোতে, এই গেটগুলো নতুন মনে হচ্ছে আমি আগে দেখিনি কোন একদিন ফ্রি টাইমে ঘুরে আসতে হবে।

চলো একদিন ঘুরে আসি। আরো কিছু ছবি তোলাও হয়ে যাবে।