বন্ধুদের সাথে বানিজ্য মেলায় একটু ঘোরাঘুরি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in hive-129948 •  3 years ago 

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুদের সাথে বানিজ্য মেলায় ঘোরাঘুরির অনুভূতি। আশা করি সাথেই থাকবেন।


IMG_20220128_203356_Bokeh.jpg

বানিজ্য মেলায় আমি।
https://w3w.co/bumps.inflamed.paddlers

images (17).jpeg

বানিজ্য মেলা

আপনারা অনেকেই জানেন আমাদের দেশে প্রতি বছর জানুয়ারি মাসে আন্তর্জাতিক বানিজ্য মেলা হয়ে থাকে। গত ২৫ বছর ধরেই এই মেলা হয়ে আসতেছে। এবার এই মেলার ২৬তম আসর বসেছে। প্রতিবার এক যায়গায় হলেও এইবার প্রথম বানিজ্য মেলার স্থান পরিবর্তন করে পুর্বাচল এর এইদিক ঠিক করা হয়েছে। বানিজ্য মেলায় বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশগ্রহন করেন। নানান দেশের নানান সংস্কৃতির জিনিশ পত্র এই মেলায় পাওয়া যায়।

images (17).jpeg

মেলায় যাওয়ার প্ল্যান

অনেকদিন ধরেই ভাবতেছিলাম মেলায় যাবো। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। মাঝে আমার কিছু বন্ধু গিয়ে মেলায় ঘুরেও আসে। কিন্তু সেদিন আমার টিউশনি থাকায় আমি যেতে পারিনি। তো আমি আর আমার আরেক বন্ধু আকাশ ঠিক করতেছিলাম একদিন মেলায় যাবো। কথা ছিলো আজকে যাওয়ার। কিন্তু দু দিন আগে আমি আর ও আমার কানাডার এক বন্ধুর সাথে কথা বলার সময় দুপুরে বলি যে আকাশ চল মেলায় যাই। ও বললো যাওয়া হয়। এই প্ল্যান হয়ে যায়। তবে ও বলে সচিন এর সাথে ঘোরার কথা আছে। আমি বললাম তাহলে সচিন রেও বলে দেখ যদি যায় ঘুরতে। তাইলে তো ভালোই। তারপর আকাশ জানায় যে সচিন ও যাবে।


IMG_20220128_180816.jpg

বাসের জন্য দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম।
https://w3w.co/loaders.reputable.brightens


images (17).jpeg

আমাদের রওনা দেওয়া

আমাদের কথা ছিলো সন্ধায় বেলায় যাবো। যদিও বেপার টা একটু অন্য রকম। কিন্তু কি করা ঠিক করেছি দুপুরের পর। তাছাড়া সচিন এর টিউশনি একটু লেট এ আসবে টিউশনি শেষ করে। তো যাই হোক আমি রওনা দেই। হেঁটে হেঁটে যাইতে থাকি। রিকশায় যেতাম কিন্তু রোড এ এই সময় অনেক জ্যাম থাকে। তাই রিকশায় উঠে বসে থাকার চেয়ে আমার কাছে হেঁটে এগিয়ে যাওয়া টাই ভালো মনে হয়। তাই দিলাম হেঁটে হেঁটেই।


IMG_20220128_175501.jpg

সব সময় জ্যাম থাকে এই রোডে। তাই হেঁটেই রওনা দিলাম।
https://w3w.co/collected.risks.banana


৩০ মিনিট এর ভিতর আমি ৩০০ফিট রোড এ পৌছে যাই। সেখানে অপেক্ষা করতে থাকি ওদের জন্য। সচিন এর বার হতে একটু দেরি হয়। তাই ওদের আসতেও দেরি হয়। মাঝে দিয়ে কিছু ফাকা বাস চলে যাওয়া তে আমি একটু রাগ করি ওদের সাথে। তার উপর রোড এর ধুলা তো আছেই। আর আমার ডাস্ট এলার্জি আছে তাই বেশি রাগ হচ্ছিলো। যদিও মাস্ক পরাই ছিলাম। তাও ধুলা তো যায়ই ভিতরে। একটু পর ওরা এসে যায়। ভাগ্য ভালো থাকায় একটু পরেই একটা বিআরটিসি বাস পেয়ে যাই দোতালা। আমরা দোতালায় উঠে সিট এ বসে পরি। তারপর গল্প করতে করতে মেলায় চলে যাই।


IMG_20220128_194709.jpg

মেলায় ঢুকে আমরা ৩ জন একটি সেলফি নেই।
https://w3w.co/bumps.inflamed.paddlers


কিছুক্ষন এর মধ্যে আমরা মেলার কাছা কাছি চলে আসি। তারপর বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে মেলার গেট এর কাছে চলে আসি। বিকাশ পেমেন্ট করে দুইটি টিকিট কাটি। এতে আমরা ৫০% ক্যাশ ব্যাক পাই। আর সচিন তার বিকাশ দিয়ে টিকিট কাটে। তারপর আমরা মেলায় ঢুকি। ৮ টা বেজে যাওয়ায় ঢোকার সময় তেমন ভির ছিলোনা গেট এ । তবে ভিতরে ঢুকার পর দেখি মানুষ আর মানুষ।

IMG_20220128_194736.jpg

মেলায় অনেক মানুশ।
https://w3w.co/bumps.inflamed.paddlers


ভেবেছিলাম মেলাতে করোনার জন্য মানুষ কম থাকবে। কিন্তু ভিতরে ঢোকার পর আমরা অবাক। মেলায় ঢুকে প্রথমে আমরা সাইড এর দোকান গুলোতে ঘুরতে থাকি আর জিনিশ পত্র দেখতে থাকি। দাম মোটামুটি ভালোই দেখলাম। তাই আর কেনা হলোনা। বাজেট ছিলো খুবই কম। কারন মাসের শেষের দিক। তাই ভাবলাম ঘোরা ঘুরি করে কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো। এবার আমরা ভিতরের দিকে ঢুকলাম ভেতরেও কিছু দোকান ছিলো সেগুলো দেখার জন্য। অনেক রকম এর দোকান ছিলো।


IMG_20220128_200616.jpg

ভিতরে ঢুকে ৩ বন্ধু মাস্ক খুলে একটি সেলফি তুললাম।
https://w3w.co/bumps.inflamed.paddlers


এ পর্যায়ে আমরা ভিতরের দোকান গুলো ঘুরে দেখি। ভালোই লাগে। অনেক রকম এর দোকান সেখানে। আমরা মোটামুটি সব দিকের দোকান গুলোই ঘুরে দেখি। এক দোকানে একটি কলম দেখলাম। সেটির কালি আবার মোছাও যায়।ভিতরের দিকেও অনেক মানুশ ছিলো মেলাতে।

IMG_20220128_200944.jpg

হল এর ভিতরের ভির।
https://w3w.co/bumps.inflamed.paddlers


ভিতরে ঘুরে আমরা খুজতে থাকলাম নাবিস্কোর শো-রুম। একটু খোজা খুজির পর পেয়ে গেলাম। ভাবলাম নিজে তো কিছু কিনি নাই তাহলে বাসার জন্য কিছু বিস্কুট কিনে নিয়ে যাই। বাসার জন্য একটি ছোট সাইজ এর আর ২ ডজন গ্লুকোজ বিস্কুট কিনি আর ৩ প্যাকেট চকলেট কিনি। তারপর আমরা সেখান থেকে বার হয়ে যাই। *


IMG_20220128_202931.jpg

বিস্কুট এর ব্যাগ হাতে আমি।
https://w3w.co/bumps.inflamed.paddlers

তারপর আমরা বাসার দিকে রওনা দেই। কারন অনেক রাত হয়ে যাচ্ছিলো। আর রাতে বাস পেতে অনেক কষ্ট হয়। তবে আমাদের ভাগ্য ভালো ছিলো। আমরা অল্প কিছুক্ষন এর মধ্যেই বাস পেয়ে যাই। তারপর বাসায় চলে আসি।


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের জেলাতেও বাণিজ্য মেলা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই যাব। ঢাকার বাণিজ্যমেলা সবচেয়ে বেশি আলোচিত তাদের খাবারের জন্য। প্রত‍্যেকটা ফুড ব্লগার এখানে ব্লগ করে। যাইহোক একটু ব‍্যস্ত থাকার পরও সময় করে গিয়েছেন বাণিজ্য মেলায়। যাইহোক একটু সাবধানে ঘুরবেন ওদিকে আবার করোনা পরিস্থিতি খুব একটা ভালো না।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত এর জন্য।

বন্ধুদের সাথে বাণিজ্য মেলায় ঘোরাঘুরি সময়টুকু অনেক সুন্দর ছিল । আপনার সেই সুন্দর ও মধুময় সময়টুকু পড়ে সেই আগের কথা মনে পড়ে গেল । ঠিক আমরাও এরকম কোন একদিন সব বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম । কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না । তাছাড়া আপনার সুন্দর সময়টুকু আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

আপনাদের বাণিজ্য মেলায় ঘোরাঘুরির অভিজ্ঞতা বেশ ভালই লাগলো। মেলা প্রাঙ্গণ আগারগাঁও থেকে সরিয়ে নেয়ার পর এখন আর মেলায় যেতে ইচ্ছে করে না। এমন একটা জায়গায় মেলা চলে গেছে যেখানে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টের। সুন্দর একটা মেলা থেকে এভাবেই আমরা বঞ্চিত হলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত এর জন্য।

আমাদের এখানে ও বানিজ্য মেলা হয়ে গেল আমি দুই দিন মেলায় গিয়েছিলাম। মন চাইছিল আর একদিন যাবো।কিন্তু এর মধ্যে শুনি মেলা নাকি শেষ। আমার আর যাওয়া হলো না আপনার মেলায় ঘোড়া ঘুরি দেখে আমার মেলার কথা মনে পড়ে গেল। তিন বন্ধু মিলে মেলায় ঢুকেই সেলফি তুলেছেন এবং বাসার জন্য কিছু নাবিস্কো বিস্কুট কিনেছেন চকলেট কিনেছেন। বন্ধুদের সাথে খুব সুন্দর একটি মহত্ত্ব কাটিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করে মেলা দেখার সুযোগ করে দেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু। এতো সুন্দর মন্তব্যের জন্য।

এখন পুরো বাংলাদেশের অনেক জায়গায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে আপনারা বাণিজ্য মেলাতেও অনেক আনন্দ করেছেন। ধন্যবাদ ভাইয়া বাণিজ্যমেলার কিছু ছবি এবং আপনার অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করার জন্য।

আপনার বাণিজ্য মেলার দৃশ্য টা আমার কাছে অনেক ভালো লেগেছে।আমিও বাণিজ্য মেলায় যেতে ভালোবাসি। আপনার যাওয়া বাণিজ্যমেলার মানুষের কোলাহল দেখতে বিশেষ করে অনেক ভালো লাগছে।
আপনাকে অসংখ্য ধ্যনবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

জ্বি ভাইয়া মোটামুটি ভালোই আনন্দ করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আমিও কিছুদিন আগে গিয়েছিলাম মেলায়।আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন।সুন্দর একটি সময় পার করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া । আপনার মতামত এর জন্য।

আপনার বাণিজ্যমেলাতে ঘুরাঘুরি দেখে তো আমারও মেলায় যেতে ইচ্ছে করছে। শুনলাম আমাদের এখানেও বাণিজ্য মেলা শুরু হয়েছে। অনেক ইনজয় করেছেন মনে হচ্ছে। চকলেট কিনেছেন শুনে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ঘুরে আসুন একবার। মন ফ্রেশ হবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে সবারই ভালো লাগে। আপনার দিনটি হয়ত ভাল কেটেছে তা আপনার ছবিগুলো দেখে আন্দাজ করতে পারলাম। বানিজ্য মেলায় এইবার যাওয়া হয়নি আমার । তবে আপনার পোস্ট এর মাধ্যমে মেলার কিছু ছবি দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মেলায় যাওয়ার কথাগুলো শেয়ার করবার জন্য।

ধন্যবাদ ভাই। আপনার মুল্যবান মতামত এর জন্য।