সিদ্ধান্তহীনতাই সব কিছু ভেস্তে দেয় || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in hive-129948 •  3 years ago 

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ আপনাদের সাথে শেয়ার করবো সিদ্ধান্তহীনতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। আশা করি সাথেই থাকবেন।।



yes-7057558_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay

images (17).jpeg

সিদ্ধান্তহীনতা

আমরা মানুষ নানান কাজে আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সিদ্ধান্ত নিতেই আমরা যেনো দ্বিধায় পরে যাই। কোনটা করা উচিৎ আর কোনটা করা উচিৎ নয় এসব মাথায় আসেনা। আসলে বেশির ভাগ সময় আমাদের ভাবার ক্ষেত্রেই ভুল টা হয়ে থাকে। বেশি ভাবতে গিয়েই আমরা সিদ্ধান্তহীনতায় পরে যায়। যা থেকে উঠটে পারা যায়না সব সময়। আর এই এক কারনেই আমরা অনেক অনেক পিছিয়ে যাই কিছু কাজে। সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় আমরা অনেক সময় সাফল্যের খুব কাছা কাছি এসেও সাফল্যের দেখা পাইনা। আমি ভাবি এক আর হয়ে যায় আরেক। সিদ্ধান্তের মার পেচ এ আটকেই আমাদের জীবনের অনেক টা সময় অতিবাহিত হয়ে যায়। যা আমি সময় এর বৃহত অপচয় মনে করি। আর করারই বা কি আছে। দোটানায় থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় আরো বেশি কঠিন কাজ হয়ে দাড়ায়।

images (17).jpeg

decision-1697537_1920.jpg

Image by waldryano from Pixabay


একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আমরা অনেক কিছু বেশি ভেবে ফেলি। এটা করলে কি হবে। এটা না করলে কি হবে। এখানে গেলে কি হতো আর না গেলে কি হতো। এসব ভাবতে ভাবতেই এক গোলক ধাধায় পরে যাই আমরা। আর এই গোলক ধাধা থেকেই বেড় হতে পারিনা আমরা। চাইলেও বেড় হওয়া যায়না। তখনই আমাদের সিদ্ধান্তহীনতার সম্মুখীন হতে হয়। আর তারপর এই সিদ্ধান্তহীনতা আমাদের গ্রাস করে ফেলে।

images (17).jpeg

good-1123013_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay


যেকোনো বিষয়ে ভালো খারাপ নিয়ে বেশি ভাবতে ভাবতে আমরা মূলত ভুলটা করে ফেলি। এই ধরুন আমার কথাই বলি। আমি অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমি সেই সুযোগ গুলো কাজে লাগাতে পারিনি শুধু মাত্র সিদ্ধান্তহীনতায় থাকার কারণে। অথচ আমি যদি তখন সিদ্ধান্তহীনতায় না ভুগে একটা পথ বেছে নিতাম তাহলে আজ আমার অবস্থান হয়তো এমন নাও হতে পারতো। তবে কি হতো সেটা হয়তো জানিনা। কারণ ভাগ্য সৃষ্টি কর্তার হাতে। তবুও আমাদের কাছে পথ থাকে বেছে নেওয়ার। কিন্তু আমরা নিবো কি নিবোনা যাবো কি যাবোনা, করবো কি করবোনা। এসব চিন্তা করতে করতেই অনেক সুযোগ যেমন সুন্দর করে আসে আমাদের কাছে তেমনি সুন্দর করে চলেও যায়।


images (17).jpeg

choice-2692466_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay

সঠিক সিদ্ধান্ত

জীবনে সঠিক সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি। বলা চলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের বিভিন্ন সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয়। তাড়াহুড়ো করে যেমন সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তেমনি দেড়ি করেও সিদ্ধান্ত নেওয়া ঠিক না। যেমন ধরুন আমরা পরীক্ষার হলে কিন্তু প্রথমেই ঠিক করে রাখি কোন কোন প্রশ্নের উত্তর দিবো আর কোন প্রশ্নের উত্তর দিবোনা। এখন যদি শেষে এসে ভাবেন এটা দিবো নাকি অন্যটা দিবো তখন দেখবেন। এটা ভাবতে ভাবতেই আপনার উত্তর লেখার সময় চলে গেছে। তাই কখনোই সিদ্ধান্তহীনতায় থাকা যাবেনা।

images (17).jpeg

business-3188128_1920.jpg

Image by Pete Linforth from Pixabay


শেষ কথা

শেষ কথা বলতে একটি কথাই বলবো সেটা হচ্ছে। যাই করুন সিদ্ধান্তহীনতায় ভুগবেন না কখনো। খারাপ হোক ভালো হক সব সময় একটা সাইড আপনাকে বেছে নিতেই হবে। খারাপ হলে সেটা পরে দেখা যাবে। কিন্তু যদি সিদ্ধান্ত না নিতে পারার কারণে সেই সুযোগ তাই চলে যায় তখন কিন্তু ভালো হবে নাকি খারাপ হবে কোনোটাই দেখতে পাবেননা। তাই ভালো হোক মন্দ হোক। যেকোনো এক দিকে যাবো আমরা। এভাবেই সবার এগিয়ে যেতে হবে।



তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

টাইটেলটা যথেষ্ট সঠিক একটা কথা দিয়েছেন। সত্যিই আপনার কথাটি কে গ্রহণ করলাম। কারণ এই কথাটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি। এমন পরিস্থিতির শিকার আমিও হয়েছি। তাই কোন কিছুর পেছনেই সঠিক উদ্দেশ্য বজায় রেখে কাজে লাগতে হয়।

হ্যা ভাই আমিও এটি মনে প্রাণে বিশ্বাস করি।

পরিকল্পনা একটি শব্দ আছে। জীবনের ক্ষেত্রে পরিকল্পনা জরুরী । অপরিকল্পিত জীবন কখনও শুভ ফল বয়ে আনে না। সুতরাং পরিকল্পনা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। লেখার বিষয়বস্তু ভাল ছিল। ধন্যবাদ।

জ্বি ভাই পরিকল্পনা না থাকলে জীবনে আগানো সম্ভব নয়।

একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আমরা অনেক কিছু বেশি ভেবে ফেলি। এটা করলে কি হবে। এটা না করলে কি হবে

এই কথাগুলো আমার জীবনের সাথে অনেকাংশে মিলে যায। আসলে আমি মনে করি যে অনেকেই এরকম সিদ্ধান্তহীনতায় ভোগে। কারণ আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারি আসলে আমাদের জীবনে কখন কি হয় তা বলা অসম্ভব। কারণ সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। খুব সুন্দর একটি উপস্থাপনা করেছেন ভাই। ভালো লাগলো আপনার লেখা টি। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাই অধিকাংশ সময়ে সিদ্ধান্তহীনতার কারণে আমাদের পিছিয়ে পরতে হয়।

বেশি ভাবতে গিয়েই আমরা সিদ্ধান্তহীনতায় পরে যায়

আমার মতে কোনো কাজ শুরু করার আগে বেশি ভাবলে সত্যি সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। তবে ভারতীয় প্রথম শ্রেণির একজন শিল্পপতি বলেছিলেন আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াই বিশ্বাস করি না। আমি সিদ্ধান্ত নিয়ে সেটাকে সঠিক প্রমাণ করে দেয়। আমিও এটাই মনে করি। সিদ্ধান্ত ভুল না খারাপ এটা মূলত আমাদের কর্মের উপর নির্ভর করে। যাইহোক দারুণ সুন্দর গুছিয়ে লিখেছেন ভাই।।

সিদ্ধান্ত যাই হোক আমাদের এগিয়ে যাওয়া উচিত ভবিষ্যতে কি হবে তা পরে দেখা যাবে

সঠিক সিদ্ধান্তের অভাবে আমরা সাফল্যের কাছে এসেও আমাদের ব্যর্থতার গ্লানি স্বীকার করে নিতে হয়। যে কোন কাজ করার পূর্বেই সঠিক পরিকল্পনা করে করলে সেই কাজের সফলতা আসে। আর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদের সকলের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। ধন্যবাদ আপনাকে।

সঠিক সিদ্ধান্ত না নিতে পারলেও ভবিষ্যতে দেখা যাবে আমরা কিন্তু কোন একটা কিছু করতে পারবো। কিন্তু যদি সিদ্ধান্ত না নিতে পারি তাহলে আমাদের ক্ষতি হয়ে যায়।