হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজ আপনাদের সাথে ডাই প্রজেক্ট তৈরি করার জন্য কিছু জিনিশপত্র কিনেছিলাম সেগুলো নিয়েই কথা বলবো। কথা বলতে অনুভূতি শেয়ার করবো। আর আপনারা জানতে পারবেন আমি কতটা অলস একজন ব্যাক্তি। হেহেহে 🤣😂।
DIY অর্থাৎ *Do it yourself। যার বাংলা অর্থ দাঁড়ায় নিজে করো। আমিও বলি নিজে করো। নিজের কাজ নিজে করাই ভালো। প্যারা হলেও শান্তি আছে একটা। আপনি যখনই নিজের জিনিশ গুলো নিজে করবেন দেখবেন আলাদা একটা শান্তি কাজ করবে আপনার মনে। আমাদের এই কমিউনিটিতে অনেক ভালো মানের ব্লগার আছেন যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ডাই প্রজেক্ট উপহার দিয়ে আসছেন আমাদের। আপনাদের ডাই প্রজেক্ট গুলো দেখার মতন হয়। এগুলো দেখে আমিও ডাই প্রজেক্ট তৈরির খুব উৎসাহ পাই। আমার কাছে অনেক ভালো লাগে। তবে ভাই। আমি একখান অলস মানুষ। মাঝে মাঝে তো মনে হয় আমার থেকে অলস কেউ মনে হয় আর এই দুনিয়াতেই নাই। কেনো অলস এবার সেটাও ব্যাখ্যা করা দরকার। আসলে আমি কাজ জমাইতে ভালোবাসি। মানে আলসেমি করতে করতে কাজ অনেক জমে যায়। শেষে আর করাই হয়না। এই ধরুন ভাবলাম একটা আর্ট করবো। সেটা নিয়ে ভেবেই গেলাম। করলাম আর না। দেখা গেলো ৫-৬ দিন পর মনে পরলো। আরে আমি তো একটা আর্ট ভেবে রেখেছি । সেটাই তাহলে করি। কিন্তু তখনো আবার করা হয়না। মনে হয় যে অন্য কিছু করি।
এইতো আমি ডাই প্রজেক্ট তৈরি করার জন্য যে জিনিশ গুলো লাগে সেগুলো কিনবো কিনবো বলে আজ ৫-৬ মাস হতে চলল। ভাবুন আমি কতটা অলস হলে এই সামান্য কয়টা জিনিশ কিনতে এতো মাস ধরে আলসেমি করেছি। আমার কাছে মনে হয় এ তো গিনেস বুক এর ওয়াল্ড রেকর্ড যে একটা কাজ আলসেমি করতে করতে ৫-৬ মাস পর সম্পন্ন করা। কিছু দিন পর পরই মনে হতো কিনে আনি। তখনই আলসেমি বলে না থাক এখন আর কেনার দরকার নাই। এভাবেই আমার দিন গুলো পার হয়েছে। কিন্তু অবশেষে সিদ্ধান্ত নিলাম কিনেই ফেলবো। গত সপ্তাহে ভাবেছিলাম ওয়াল্ড কাপ এর ডাই প্রজেক্ট এর জন্য কিনে আনবো। কিন্তু আবার সে আলসেমি। এভাবে করে শেষ দিন মনে পরেছে। কিন্তু ভাবলাম এখন কিনবো কখন আর বানাবো কখন। তখন ভাবলাম থাক । কিন্তু ভাগ্য আমার সহায় ছিলো। এই প্রতিযোগিতার সময় বাড়িয়েছে। তাই আর দেড়ি করলাম না। প্রয়োজনীয় কিছু জিনিশ পত্র কিনেই ফেললাম।
গতকাল ভার্সিটি থেকে পরীক্ষা শেষে ফেরার পথে কিনে ফেললাম। তখনো আলসেমি করে ভাবছিলাম আজ এসে নিবো। কিন্তু মনকে শক্ত করে চলে গেলাম লাইব্রেরিতে। সেখান থেকে কিনলাম একটি কেঁচি, একটি গ্লু স্টিক, নানান রঙ এর কিছু কাগজ। ১৩০ টাকার মতন লেগেছিলো এগুলো কিনতে। এর পর তো বাসায় এসে পরলাম। পরের দিন সকালে বাসার কাছের একটি দোকান থেকে এন্টি কাটার এর জন্য দুইটি ব্লেড কিনে আনলাম। এন্টিকাটার আগের ছিলো তাই আর কিনতে হয়নি। শুধু ব্লেড দিয়েই কাজ হবে। পরে বাসায় এসে হট গ্লু গান বের করে দেখি গ্লু স্টিক শেষ। তাই আবার দোকানে ছুটলাম। এবার দুইটা কিনে আনলাম। ১৫ টাকা করে নিয়েছে। অথচ টংগি গেলে এগুলো ৫ টাকা করেই পাওয়া যায়। কি আর করা লাগবে যেহেতু কিনেই ফেললাম।
আমি যে জিনিশ গুলো কিনেছি তার প্রতিটা জিনিশই ডাই প্রজেক্ট তৈরিতে অনেক হেল্প করবে। বিশেষ করে প্রতিযোগিতার জন্য আমি বড় একটি প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। সেখানে আমার অনেক কাজে দিবে জিনিশ গুলো। কাজ আজকে অনেকদুর এগিয়ে নিয়েছি। কাল পুরোটা সম্পন্ন করে পোস্ট করে দিবো ইন শা আল্লাহ। এটিই আমার হাতে নেওয়া সব থেকে বড় একটি প্রজেক্ট। আশা করি কাল অথবা পরশু দেখতে পাবেন সব।
তো এই ছিলো আজকে। আশা করি ভালো লেগেছে আপনাদের। কেমন হলো জানাবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই পোস্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ কিনে নিয়েছেন জেনে সত্যি খুব ভালো লাগলো । এবার আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট দেখতে পাবো আশা করি। অনেক কিছু তো দেখছি কিনছেন কাঁচি, কাঁটাল, রঙিন কাগজ, সুতা ইত্যাদি। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যে অলস ভাই। করা হবে কিনা কে জানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাইপোজেক্ট প্রস্তুত করতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের সরঞ্জামের প্রয়োজন। আমি তো অনেক পূর্বেই সব ধরনের সরঞ্জাম কিনে রেখেছি শুধু হাত বাড়ালেই সবগুলো পেয়ে যায় হাতের কাছে এবং ভালোমতো কাজগুলো করতে পারি। ডাই প্রজেক্ট এবং সরঞ্জামাদি সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম এগুলা অনেক কাজের জিনিশ। জানান কাজে ব্যবহার করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার মতো আমার একই অবস্থা। একটু পর করবো বললেই যেন একদম অলস হয়ে যাই। তারজন্য বলে সময়ের কাজ সময়ে করাই ভালো। আমারও মাঝে মাঝে মনে হয় আমার থেকে অলস আর কেউ নেই। এমনকি রান্নাবান্না করার ক্ষেত্রেও একই অবস্থা হয়। আপনি তো একদিকে অলস আর আমি সব দিকেই অলস হয়ে পড়েছি। সারাদিন শুধু ঘুমাতে ইচ্ছে করে। যাই হোক এত দিন পরে হলেও আপনি ডাই প্রজেক্টের জিনিস কিনেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অবশ্য ঘুমাতে মন চায়না। তবে এমনি শুয়ে বসে মুভি দেখে সময় কাঁটিয়ে দেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit