আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব- ২

in hive-129948 •  3 years ago  (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তবে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। এতো গরম পরতেছে যা বলার বাইরে। তো আজো একটি সংগ্রহশালা পোস্ট নিয়ে হাজির হলাম। এর আগের পর্বে অনেকের সারা পেয়েছি। আসলে এই সংগ্রহশালার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দিন এর পর দিন কিভাবে আমি আমার আর্ট গুলো ভালো ভাবে করার চেস্টা করেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি।



Caramel Brown Torn Paper Fall Memories Photo Collage.png

ক্যানভা প্রো দিয়ে বানানো।


আমার সংগ্রহশালা

#১


একটি রাতের দৃশ্য অঙ্কন (Night Landscape) || ডিজিটাল আর্ট #6

final art.png

এটি আমার ৬ নং আর্ট ছিলো। তখন আমি ধিরে ধিরে আমার স্কিল বাড়ানোর চেস্টা করছিলাম। কারন যত প্র্যাকটিস করবো আমার নিজের জন্যই ততো ভালো। সেদিন আমি কিভাবে উইন্ডমিল বানাতে হয় এটা শিখেছিলাম। তারপর শিখেই আর দেড়ি করিনি। আঁকা শুরু করে এই আর্ট টি বানিয়েছিলাম।


#২


একটি প্রাকৃতিক সূর্যাস্তের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #7

sun set.png

এই দৃশ্যটি বানিয়েছিলাম সন্ধ্যা বেলার কথা মাথায় রেখে। হঠাৎ করে ভাবতে ভাবতে একে ফেলা আরকি। তখনো আমি নৌকা দেইনি। সব কিছু শেষ করার পর ভাবলাম যদি একটা ফিশিং বোট দেওয়া যায় সূর্য মামার সামনে তাহলে মানাবে ভালো। তারপর চলে গেলাম ব্রাশ খুজতে । দেখলাম কপিরাইট ফ্রি ব্রাশ আছে ফিশিং বোট এর। তা দিয়েই বানিয়েছি।


#৩


একটি রাতের দৃশ্য অঙ্কন || ডিজিটাল ল্যান্ডস্ক্যাপ আর্ট #8

nightscape.png

রাতের দৃশ্য গুলো কেমন যেনো সবই ভালো লাগে। তাই এটি বানিয়েছি। ভাবলাম উইন্ডমিল দেওয়া যায়। এতে করে সুন্দর দেখা যাবে। সব দিক থেকে সাজিয়ে গুছিয়ে ছবিটি একে ছিলাম। যদিও এখন আর তেমন ধরনের আর্ট বানানো হয়না অনেক দিন হলো। সাথে চাদের আলো তে একটু প্রতিফলন হচ্ছে পানিতে। এই ইফেক্ট শিখেছিলাম।


#৪


অমর ২১ শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #9

final.png

ভাষা দিবস ছিলো আমাদের সেদিন। আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য ও লড়েছি। সেই দিন এর স্মরণে এই ছবিখানা বানিয়েছিলাম। আমি জানি তেমন ভালো হয়নি। তবে আমার কাছে এটা আমার সেরা ছবি। কারণ একটা দিন কে সামনে রেখে একেছিলাম।


#৫


একটি রোমান্টিক দৃশ্য অঙ্কন (@shopon700 এর হাতে আঁকা ছবির আদলে) || ডিজিটাল আর্ট #10

love.png

এটি আমাদের কমিউনিটির একজন এর করা হাতে আঁকা ছবি দেখে আমি ডিজিটাল ভার্সন করেছিলাম আরকি। এটি দিয়েই শুরু হয়েছে। এর পর আমি আরো অনেকের ছবি থেকে ধারনা নিয়ে একে গিয়েছি। তবে স্যালুট তাদের যারা হাতে ছবি আকেন। যা খুব কষ্ট সাধ্য।


তো এই ছিলো আমার আজকের সংগ্রহশালার ছবি। পরবর্তী কোনো এক পোস্ট এ আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন সবাই ।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ডিজিটাল আর্ট গুলো সব সময়ই খুব সুন্দর হয়। খুব সুন্দর ভাবে এবং নিখুঁতভাবে আপনি ডিজিটাল আর্টগুলো করেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। আজকের ডিজিটাল আর্ট গুলোর মধ্যে সর্বশেষ ডিজিটাল আর্টটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আবার আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আসলে আপু সবই আপনাদের সাপোর্ট এর কারণে ধীরে ধীরে হয়েছে আরকি। আমি ভালো করার চেস্টা করি।

image.png

thank you so much...

মাশাআল্লাহ ভাইয়া আপনার প্রতিটি ডিজিটাল আর্ট গুলো অনেক সুন্দর হয়েছে। কোনটা থেকে কোনটা বলবো সেটা বুঝতে পারছি না। সবগুলো খুবই নিখুঁত ভাবে তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য অনেক।

জ্বি ভাইয়া। আল্লাহর রহমতে ধিরে ধিরে উন্নতি করার চেস্টা করেছিলাম।

আপনার ডিজিটাল আর্টের সংগ্রহশালা গুলো অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্ট করেছেন। এই ডিজিটাল আর্ট গুলোর মধ্যে রোমান্টিক দৃশ্যের আর্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।

হুম ভাই৷ রোমান্টিক দৃশ্যের আর্ট এর সম্পুর্ন ক্রেডিট আমাদের সপন ভাই এর।

আপনার ডিজিটাল আর্টের সংগ্রহশালার প্রতিটি আর্ট অনেক সুন্দর হয়েছে। তবে 5 নম্বর রোমান্টিক প্রেমের আর্টটি আমার কাছে দারুণ লেগেছে।♥♥

ধন্যবাদ আপু। এটি অবশ্য স্বপন ভাই এর আর্ট দেখে করেছিলাম। তাই সুন্দর হয়েছে।

কোনটা রেখে কোনটা ভালো বুঝতেছিনা । আপনার সব কটি ডিজিটাল আর্ট চমৎকার হয়েছে । বিশেষ করে মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের ডিজিটাল আর্টটি চমৎকার ছিল ।

অনেক অনেক শুকরিয়া ভাই। সব সময় দোয়া করবেন।

আপনার অংকন গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনি সব সময় আমাদেরকে দারুন দারুন কিছু ডিজিটাল অংকন আমাদের মাঝে উপস্থাপন করেন। সবগুলো ডিজিটাল অংকন একসঙ্গে দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাই এত সুন্দর
ডিজিটাল অঙ্কনের সংগ্রহশালা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

সবই আপনাদের দোয়াতে আপু। আমি সব সময় আমার সেরাটা দিতে চাই কমিউনিটিকে।

সুন্দর একটি রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ডিজিটাল অংকনের রিভিউ গুলো দেখেই বোঝা যায় আপনি এ ব্যাপারে অনেক বেশি দক্ষ। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক চমৎকার একটি ডিজিটাল অংকন করেছিলেন যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল।

এটা করতে অনেক সময় লেগেছিলো আমার ভাই।

আপনি সব সময় চমৎকার সব কিছুটার আর আমাদের মাঝে উপহার দেন আপনার প্রত্যেককে ডিজিটাল আর আমার অনেক পছন্দ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো একসাথে দেখে খুবই ভালো লাগলো।

জ্বি আপু। এভাবেই ধীরে ধীরে শুরু করেছিলাম।

অনেকদিন পরে আপনার ডিজিটাল আর্ট গুলো দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। তবে আমি বর্তমানে অনেক ব্যস্ত সময় পার করছি। তাই আর্ট করার সময় করতে পারছি না। আশা করছি সময় করে আবারও আর্ট শুরু করব। আপনার আর্ট গুলো আমাদের মাঝে প্রদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

ইন শা আল্লাহ ভাইয়া আপনার আর্ট এর অপেক্ষায়।

আপনার সংগ্রহশালার সবগুলো পোস্টটি অসাধারণ ছিল পূর্বেও আমি আপনার প্রত্যেকটা পোস্টটি দেখেছি পুনরায় আজকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো

জ্বি ভাইয়া। আমি চাই যেনো সবাই বুঝুক শুরুর দিক থেকে কিভাবে আমি এগিয়ে এসেছি।

আসলেই যে জিনিসটা যত প্র্যাকটিস করা হয় সেই জিনিসটা ততই ভালো হয়। আপনার সবগুলো ডিজিটাল আর্ট সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

এটা একদম খাটি কথা বলেছেন আপু। যত বেশি শ্রম তত উন্নতি।

সত্যি ও খুব ভালো লাগলো আমার একসাথে এতগুলো ডিজিটাল আর্টের সংগ্রহশালা দেখে। আপনার আর্ট গুলো সবগুলো আমার দেখা হয়নি। এখন দেখে খুব ভালো লাগলো আমার। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এভাবেই আমি অনেক গুলো সংগ্রহশালা বানাতে চাই আপু নিয়মিত।

আপনার প্রতিটি ডিজিটাল অংকন অসাধারণ সুন্দর ছিল। শহীদ মিনারের ডিজিটাল আর্ট টি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আমি প্রত্যাশা করি আপনি আগামী দিনেও এরকম আরো সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করবেন।

জ্বি ভাইয়া। সব সময় পাশে থাকবেন আশা করি।

আমি অনেকদিন ধরে লক্ষ্য করে আসছি আপনি অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করতে পারেন। আপনার এই বিষয়ে বিশেষ দক্ষতা দেখে আমার খুব ভালো লাগে। আজকেও ভালো লাগলো আপনার ডিজিটাল আর্ট গুলোর সংগ্রহশালা দেখে।

জ্বি ভাইয়া। তাই আপনাদের মাঝে সংগ্রহ শালা নিয়ে আসলাম।

আপনার অংকন করার চমৎকার কিছু ডিজিটাল আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ডিজিটাল আর্ট গুলোর মধ্যে থেকে আমার কাছে শহীদ মিনারের আর্ট এবং রোমান্টিক আর্টটি সব থেকে বেশি ভালো লেগেছে

জ্বি ভাইয়া। আশা করি আর্ট গুলো উপভোগ করেছেন।

ভাইয়া সত্যিই আপনার ডিজিটাল আর্টের সংগ্রহশালাতে খুবই সুন্দর ছিল । প্রতিটি ডিজিটাল আর্ট আপনি নিখুঁতভাবে অংকন করেছেন । সবগুলো ডিজিটাল আর্ট সত্যি অনেক সুন্দর ছিল । আপনি আপনার ডিজিটাল আর্টের সংগ্রহশালা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কমিউনিটির জন্য ভালো কিছু করার চেষ্টাতেই সুন্দর আর্ট গুলো করতে পেরেছি।