অসুস্থতা যেনো কমতেছেই না।

in hive-129948 •  2 years ago 

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই। জ্বর সেরে গেলেও শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছে। বিছানা থেকেই উঠতে পারছিনা।



smiley-3058590_1920.jpg

Image by Alexa from Pixabay

জ্বরের পর এখন শরীর দুর্বল

আপনারা জানেন কয়দিন আগে প্রচন্ড জ্বর এ ভুগি আমি। এমন জ্বর আমার আগে কখনো হয়নি। জ্বর এর জন্য আপনাদের থেকেও দূরে থাকতে হিয়েছে। এমন কি কাল হ্যাংয়াউট এ ও বেশিক্ষন থাকতে পারিনি। এর আগে আপনাদের সাথে আমার জ্বর এর প্রথমদিনের অনুভুতি শেয়ার করেছিলাম। যেটা হিসেবে কিছুই ছিলোনা। আসল কষ্ট শুরু হয় এরপর দিন থেকে। এই কয়দিন এর অনুভুতি আজ আপনাদের সাথে শেয়ার করবো।

সেদিন রবিবার হাই পাওয়ার এর ঔষধ খেয়ে পরীক্ষা দিয়ে বাসায় আসি। হেটেছি খুব কম রাস্তা। ভেবেছিলাম আর জ্বর আসবেনা। কারন আমার জ্বর খুবই ক্ষনস্থায়ী হয়। ১-২ দিন জ্বর হয়ে ভালো হয়ে যায়। রাতে তাও প্যারাসিটামল খেয়ে ঘুমাই পরলাম। কিন্তু সব কিছু পালটে দিয়ে পরেরদিন সকালে জ্বর আমাকে কাবু করে ফেলে। আবারো ১০৪ ডিগ্রি ফারেনহাইট জ্বর। অবস্থা খুবই খারাপ আমার। না পারছিলাম নরা চরা করতে। না পারছিলাম চোখ মেলে থাকাতে। অনেক মাথা ব্যাথা ছিলো।

cold-2722002_1920.jpg

Image by Katrina_S from Pixabay

খুবই কষ্ট হচ্ছিলো আমার। আমি কখনো জ্বর হলে গোঙ্গানি দেইনি। তবে সেদিন অনেক জোরেই গোঙ্গানি দিচ্ছিলাম। তো বুঝেন শরীর এর কন্ডিশন কতটা খারাপ হয়েছিলো আমার। আব্বু আম্মু খুব চিন্তিত হয়ে পরে। জ্বর এর সাথে শরীর এতোই দুর্বল যে উঠে যেয়ে ডাক্তারের কাছে যাবো তা সম্ভব হয়ে উঠছিলোনা। যাক আব্বু এসে মাথায় পানি দিয়ে দেয়। তারপর আম্মু রুটি এনে দেয়। ওগুলা কোনো মতে খেয়ে ঔষধ খেয়ে নেই। খারন খাবার তিতা লাগছিলো। কিন্তু তিতা লাগলেও খেতে তো হবেই। খালি পেটে ঔষধ খাওয়া যায়না। সেদিন সারাদিন ছেড়ে ছেড়ে জ্বর আসে। তবে জ্বর একদম যায়না। এমন জ্বর আমি জীবনে দেখি নাই।

syringe-1884784_1920.jpg

Image by Arek Socha from Pixabay

এভাবে আমার জ্বর থাকে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার সকালে আল্লাহর রহমতে আর জ্বর আসেনি। তবে সমস্যা হচ্ছে শরীর প্রচুর দুর্বল ছিলো। বিছানা থেকে উঠতে পারছিলাম না৷ সন্ধায় পরীক্ষা ছিলো। কিন্তু দুর্ভাগ্যবসত এই পরীক্ষা দিতে যেতে পারলাম না শরীর দুর্বলতার জন্য। জ্বর কে না হয় হাই পাওয়ার এর ঔষধ খেয়ে পাশ কাটানো যায়। তবে দুর্বলতাকে পাশ কাটানো সম্ভব নয় কোনো ভাবে। এই দুর্বলতা আজ শুক্রবারও কমলোনা। অনেক কষ্টে শুয়ে শুয়ে পোস্ট খানা লিখলাম। দোয়া করবেন আমার জন্য সবাই। এই পোস্ট এর ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ দুর্বলতা নিয়ে লিখেছি হয়তো তেমন ভালো হয়নি। সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png