DIY-এসো নিজে করি:৷ পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন /@razuan12 /১০% @shy-fox

in hive-129948 •  3 years ago 

🦊🦊🦊🦊🦊

🗼

🦊🦊🦊🦊🦊

আসসালামু আলাইকুম

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি পান্ডার ম্যান্ডেলা চিত্র অঙ্কন করব। আশাকরি আপনারা সকলে দেখবেন

♠️পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন ♠️

IMG20211106151617-01.jpeg

images_1.png

প্রয়োজনীয় উপকরণ

IMG20211106152342.jpg

  • সাদা কাগজ
  • মার্কার পেন
  • স্কেল

siam,.png

images_1.png

১ম ধাপ

IMG20211106144548.jpg

প্রথমত সাদাকাগজ নিলাম এবং 12 সেন্টিমিটার মাপ নিয়ে লম্বা একটা দাগ টেনে নিলাম মার্কার পেন দিয়ে

২য় ধাপ

IMG20211106144626.jpg

তারপর আমি এক দাগ টেনে নিলাম।

৩য় ধাপ

IMG20211106144907.jpg

👈তারপর আমি পান্ডারা মুখের আকৃতি অঙ্কন করলাম এবং পান্ডার দুটি পা এবং মাথার কানের ছবি অঙ্কন করলাম ।

৪র্থ ধাপ

IMG20211106145045.jpg

তারপর পান্ডার দুইটা চোখ এবং নাক ও ঠোট অঙ্কন করে নিলাম।

৫ম ধাপ

IMG20211106145212.jpg

👈তারপর কানের অংশটুকু আমি মার্কার পেন দিয়ে মোটা করে গাড় করে কালো করে দিলাম।

৬ষ্ঠ ধাপ

IMG20211106145413.jpg

👉তারপর আমি পান্ডারা নাক এবং ঠোট কালো করে দিলাম।

৭ম ধাপ

IMG20211106145512.jpg

তারপর একটি পায়ের অংশ এবং আরেকটি পায়ের ভেতর আমি ফুটা ফুটা দিয়ে পায়ের নখ তৈরি করলাম।

৮ম ধাপ

IMG20211106145924.jpg

এরপর আমি গোল গোল করে ৭ টি ধাপ তৈরী করলাম।এবং 8 নম্বর ধাপে নকশা তৈরি করলাম।

৯ম ধাপ

IMG20211106150231.jpg

তারপর প্রথম ধাপটা আমি পূরণ করে দিলাম। দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে নকশা তৈরি করলাম।

১০তম ধাপ

IMG20211106151116.jpg

তারপর আমি গোল গোল করে মাঝখানে নকশা তৈরি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এবং সপ্তম ভাবে ফাকা জায়গা গুলা কালো কালি দিয়ে পূরন করে ফেললাম।

১১তম ধাপ

IMG20211106151553.jpg

তারপর আমার সম্পূর্ণ অংকনটি শেষ হয়ে গেল ।
অংকনের সাথে আমার একটি ছবি

IMG20211106151710.jpg

অবশেষে আমার অংকন টি শেষ হয়ে গেল।একটি পান্ডার ছবি অংকন করলাম।আশা করি সবাই ভাল থাকবেন আবার সামনে আপনাদের মাঝে হাজির হব নতুন কিছু নিয়ে

images_1.png

♠️

♥♥♥♥♥

আমার বাংলা ব্লগ

♥♥♥♥♥

♠️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পন্ডার ম্যান্ডেলা চিত্র অংকন খুব সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যমে বুঝিয়েছেন। আপনার পান্ডা টি খুব গুল গুল টাইপের । দেখলেই মনে হয় আদর করি। সুন্দর অংকন করেছেন। শুভ কামনা রইল । ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

বাহ্,, আপনার লেজি পান্ডার ম্যান্ডেলা আর্টটা অনেক সুন্দর হয়েছে। এটা অনেক ধৈর্য সহকারে করতে হয় যেটা আপনে খুব সুন্দর ভাবে করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার আর্টটা।

শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য এর জন্য

আপনি বরাবর ভালো আর্ট করেন আপনার এই পান্ডার ম্যান্ডেলার টা আমার অনেক ভালো লাগছে ।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে ম্যান্ডেলার টি সম্পন্ন করেছেন। আর তাছাড়াও ছোটবেলা থেকে আমার পান্ডা ভালো লাগতো অনেক অনেক ধন্যবাদ আপনি আমার একটি পছন্দের জিনিস অংকন করছেন।

  ·  3 years ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।আপনার পছন্দমত আঁকতে পেরেছি যাই হোক ধন্য হলাম 🥰

ভাইয়া আপনি খুব সুন্দর একটি পান্ডার মান্ডালা আর্ট করেছেন। খুব অসাধারণ হয়েছে আপনার পান্ডার চিত্রটি। আমার কাছে বেশ ভালো লেগেছে। নিখুঁতভাবে
আপনি চিত্রটি সম্পূর্ণ করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত সুন্দর মন্তব্যের জন্য

আপনার ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সুন্দর হয়। আজকের পান্ডা ম্যান্ডেলা খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এতে করে কারো বুঝতে অসুবিধা হবে না। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

রেজওয়ান ভাই আপনার পান্ডার মেন্ডালাটি অসাধারণ হয়েছে প্রতিটি আপনি খুব নিখুঁতভাবে এঁকেছেন।

আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ওয়াও কি কিউট একটা পান্ডা আমারতো দেখে আদর করতে ইচ্ছা করছে ।খুব সুন্দর হয়েছে আপনার পান্ডার মান্ডালা আর্টটি আপনি খুবই ইজি ভাবে আর্টটি ধাপে ধাপে তৈরি করেছেন আমাদের বোঝার সুবিধার্থে দেখে খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

যাক অবশেষে পান্ডাটি আদর পেল। অনেক ধন্যবাদ আপু

পান্ডার চিত্র অনেক সুন্দর হয়েছে। পান্ডার চোখ গুলো বেশ লক্ষণীয় হয়েছে। পুরোপুরি চিত্র দেখে মনে হচ্ছে পান্ডা একটি পাখা ধরে রেখেছে। সুন্দর চিত্র অঙ্কন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া খুব সুন্দর হয়েছে আপনার আঁকা পান্ডার মান্ডালা চিত্রটি। আর অনেক বেশি কিউট ও লাগছে। এভাবেই সুন্দর কাজগুলো নিয়ে এগিয়ে যান ভাইয়া অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

পান্দার খুব সুন্দর এবং কিউট একটি চিত্র একেছেন ভাই যা আমার খুবই পছন্দ হইছে।আর আপনি প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

বাহ ভাইয়া অনেক সুন্দর হয়েছে পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন। সত্যি অনেক ভালো হয়েছে-ভালো লেগেছে আমার। প্রত্যেকটি ধাপেই অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

খুব চমৎকার একটি অংকন ছিল ♥️
আপনিতো দিন দিন খুব চমৎকার অংকন শিল্পী হয়ে উঠছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য 💌
এগিয়ে যান।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ওয়াও আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। পান্ডা টাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।পান্ডার মান্ডালা আর্ট এর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখি আমরা খুব সহজে আপনার অঙ্কন পদ্ধতি বুঝতে পারছি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পান্ডার মান্ডালা আর্ট শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত সুন্দর মন্তব্য করার জন্য

বাহ আপনি তো বেশ সুন্দর অঙ্কন করতে পারেন। যদিওবা এর আগেও আপনার অনেক ' অংকন দেখেছি। তারমধ্যে আজকেরটা সেরা মনে হয়েছে আমার। এডি পান্ডা তো নয় একদম লেজি পান্ডা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া🥰🥰

পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন অসাধারণ ভাইয়া।
অনেক সুন্দর করে ধাপে ধাপে পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন করছেন ভাইয়া।

আপনার প্রতিটি চিত্র অংকন মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে।

আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

চমৎকার হয়েছে মান্ডালা আর্টটি।আপনি মান্ডালা আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। যা দেখে অতি সহজেই যে কেউ বুঝতে পারবে।শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

খুব সুন্দর পান্ডার ম্যান্ডেলা তৈরি করেছেন ভাই। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। মার্ক ডাউন এর ব্যবহারও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

জাষ্ট অসাধারণ একটি মান্ডালা আর্ট করেছেন। পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। পান্ডার আর্ট আমিও করতে চাচ্ছি কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ

শুনেছি পান্ডা নাকী খুবই বুদ্ধিমান এবং শান্ত প্রকৃতির প্রাণী। পান্ডা দেখতেও অনেক সুন্দর যদিও আমার সরাসরি কখনো দেখি নাই। পান্ডার মান্ডালা আর্টটা অনেক সুন্দর করেছেন। এবং মার্কডাউনের ব‍্যবহারটাও অনেক ভালো ছিল।

হুম ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ

ওয়াও অসাধারণ হয়েছে আপনার অংকন। ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখি আমরা খুব সহজে যে কেউ অঙ্কন পদ্ধতি বুঝতে পারবে।
শুভকামনা রইল।

ধন্যবাদ

দেখে মনে হচ্ছে ছোট্ট পান্ডা বাচ্চাটি আমাদের সকলকে হাই দিচ্ছে। প্রথমত বলবো পান্ডা বাচ্চাটিকে দেখেই অনেক বেশি কিউট লাগছে। বিশেষ করে তার চোখ আঁকাটা আমার কাছে কেমন যেনো অন্য রকমের ভালো লেগেছে। আর মান্ডালাটিও দারুণ হয়েছে। আপনি কাজ গুলো বেশ মনোযোগ সহকারে করেন যা দেখতে ভালো লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,

অনেক সুন্দর হয়েছে আপনার এই পান্ডার ম্যান্ডেলা আর্ট টি। আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। সত্যিই অসাধারণ একটা আর্ট তৈরি করেছেন আপনি। আপনার হাতের কাজ ও অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

আপনার পান্ডার আর্টটা সুন্দর হয়েছে। কুংফু পাণ্ডা, কুংফু পাণ্ডা একটা ফিলিং আসছে। পোস্টটি আপনি এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন যে দেখতেই ভালো লাগছে। প্রতিটি ধাপই খুব ভালোভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন ভাই দেখে ভালো লাগলো আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

পান্ডা আমার খুব পছন্দ। আপনি এত্তো সুন্দর করে পান্ডার ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন যা দেখে আমি মুগ্ধ হলাম ভাইয়া। দারুণ ছিলো অংকন টি বলতেই হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু