কবিতা আবৃত্তি ||প্রিয় বাবা😭🥺||সাজিদুর রহমান

in hive-129948 •  4 months ago 

Picsart_24-07-05_21-11-46-620.jpg

picsart থেকে এডিট

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে প্রিয় মানুষের উপলক্ষে আমি সাজিদুর রহমান এর "প্রিয় বাবা "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।সকালে হঠাৎ একটা দুঃসংবাদ শুনে খুবই খারাপ লাগতেছে 😭😭আমাদের সকলের প্রিয় দাদার বাবা মারা গেছে তার জন্য মন থেকে অনেক দোয়া রইল।প্রতিটা সন্তান একসময় বাবা হয় বাবার যে দায়িত্ব সন্তানরা কখনোই বুঝতে পারে না, তেমনি বাবা চলে গেলে বোঝা যায় মাথার উপরের ছায়াটাই জীবন থেকে চলে গেল। আমরা এখন বাপের হোটেলে খাচ্ছি কিছুই মনে হচ্ছে না আমরাও যখন এক সময় বাবা হব তখন বুঝতে পারব বাবা হওয়ার কি গুরুত্ব । বাবার হাত মাথার উপর থেকে হেঁটে গেলে বুঝতে পারি দুনিয়াটা কত কঠিন। সৃষ্টিকর্তা দাদার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান দিক।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।এখন মোটামুটি বেশ সুন্দরভাবে আবৃত্তি করতে পারি।প্রতিটা মানুষ শুরুতে কিছুই পারে না।বেশ কয়েকদিন আমি অনেকটাই ছিটকে পড়েছি কাজ থেকে।পারিপার্শ্বিককে ঝামেলা ও ব্যস্ততা ও অসুস্থতার জন্য আমি ঠিকমতো কাজ করতে পারি নাই , এখন আমি ঠিকভাবে কাজ করার চেষ্টা করব আপনারা সকলেই চেষ্টা করবেন আমাকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য। প্রতিটা মানুষ নিজ নিজ কর্ম ব্যস্ততায় দিন কাটাচ্ছে।দিন শেষে এখানে কাজ করতে না পারলে মনের ভিতরে ভীষণ অশান্তি লাগে কিছুই ভালো লাগেনা। প্রতিটা মানুষ চেষ্টা করে ব্যর্থ হচ্ছে কিন্তু আমার বাংলা ব্লগের প্রতিটা ইউজার এই কাজে সফল হয়েছে প্রথমত কেউ কিছুই পারত না এখন সবাই কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছে।আমার বাংলা ব্লগ ভালবাসার আরেক নাম এখানে প্রতিটা ইউজার নিজের দক্ষতার বহিঃ প্রকাশ ঘটাতে পারতেছে,আশা করি আপনারা এগুলো পছন্দ করবেন । সকলের দোয়া করবেন আমার জন্য আমি যেন বেশ সুন্দরভাবে আস্তে আস্তে কবিতা আবৃত্তি করতে পারি প্রতিনিয়ত।আজকের মত আমি এই কবিতাটি আবৃত্তি করছি।

কবিতার নাম :প্রিয় বাবা
কবি: সাজিদুর রহমান
আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

আমায় নিয়ে সারাক্ষনই,
…. ভাবতে থাকেন যিনি।
এই জগতে সবচেয়ে আপন,
…. বাবা আমার তিনি।
কষ্ট করে আমার জন্য.
…. করে উপার্জন।
নিজের সুখটাও আমার জন্য,
…. দেয় সে বিসর্জন।
তিনি আমার প্রয়োজন মেটায়,
…. যখনই যা লাগে।
একটিবারও দেয়না খেয়াল,
…. পড়ল কি তার ভাগে।
আমার দুঃখে সে দুঃখী,
…. আমার সুখে হাসে।
নিজের জীবন থেকেও বেশী,
…. আমায় ভালবাসে।
তার কোলেতে প্রস্রাব করতাম,
…. আমি শিশু কালে।
তবুও সে করেনি রাগ,
…. চুমু দিত গালে।
বাবা আমায় করল মানুষ,
…. আদর যত্ন শাষনে ।
তার মত হয়না কেউ
…. এইনা সারা ভুবনে।
কখনো জানি শোধ হবে না,
…. বাবার এই ঋন।
তার কাছে ঋনি আমি,
…. থাকব চিরদিন।
তার দ্বারাতে দেখলাম আমি,
…. এই পৃথিবীর মুখ।
তাকে ঘিরেই এই জীবনে,
…. আমার যত সুখ।
দু’হাত তুলে প্রভুর কাছে,
….. এই দোয়াই করি।
জীবন ভরে যেন বাবার,
…. সেবা করতে পারি।
Source

কবিতা আবৃত্তির লিংক

আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি।বাবাকে নিয়ে কবিতাটি বলার চেষ্টা করলাম দাদার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক সৃষ্টিকর্তা। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজের দক্ষতা গুলোকে ভালোভাবে প্রকাশ করার জন্য। কবিতা আবৃত্তি করতে আমি পারতাম না, আমি আবারো সুপার একটিভ লিস্টে আসার চেষ্টা করব আপনারা সকলে সমর্থন করবেন আমাকে। আবারো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। এখন আস্তে আস্তে বেশ ভালোই পারতেছি প্রতিটা ইউজরকে দেখে অনুপ্রেরণা পেয়ে নিজের ভিতরে দক্ষতা আনার চেষ্টা করতেছি। । মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেক সুন্দর একটি কবিতা আপনি দারুন ভাবে আমাদের মাঝে আবৃতি করে শেয়ার করেছেন ভাইয়া। বেশ ভালো লাগলো আপনার আবৃতি করা এই কবিতা। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আবৃতি টা। খুবই খুশি হলাম আপনার কন্ঠে আবৃত্তি শুনে।

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপন মানুষগুলোকে হারানোর কষ্ট অনেক বেশি। যারা বাবা হারিয়েছে তারাই হয়তো সেই কষ্টটা বেশি উপলব্ধি করতে পারছে। সত্যি ভাইয়া খবরটি শোনার পর আমারও অনেক খারাপ লেগেছে। যাই হোক ভাইয়া আপনার কবিতা আবৃতি শুনে ভালো লাগলো। দারুন কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটি সত্যি অসাধারণ।

আপনি বেশ দারুন একটি মন্তব্য করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। আশা করি সব সময় এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন।

শ্রদ্ধেয় দাদা বাবার মৃত্যুতে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আমরা প্রয়াত আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা করি 🤲 🤲 🙏। আপনার কবিতা আবৃত্তি বেশ দুর্দান্ত হয়েছে। বেশ সুন্দর করে আমাদের মাঝে মিষ্টি কন্ঠে কবিতাটি আবৃত্তি করেছেন ধন্যবাদ আপনাকে।

দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ দারুন মন্তব্য করার জন্য।

খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার এই কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে অসাধারণ এই কবিতাটি আবৃত্তি করেছেন।

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে আশা করি এভাবেই সব সময় পাশে থাকবেন।

সত্যি ভাইয়া দাদার বাবার মৃত্যুর কথা শুনে নিজের কথা অনেক খারাপ লাগলো। আর প্রিয়জন হারানোর কষ্ট এমনিতে অনেক বেশি বেদনার। আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে। যদিও আপনি এমনিতে কবিতা চমৎকার আবৃত্তি করে থাকেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমিও হঠাৎ করে শুনে ভীষণ কষ্ট পেয়েছি। অনেক খারাপ লাগতেছে দাদার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান দিক সৃষ্টিকর্তা। ধন্যবাদ।

কবিতার লাইনগুলো যেমন হৃদয় স্পর্শী ঠিক তেমনই আপনার আবৃত্তি। দারুণ করেছেন আবৃত্তি টা ভাই। আবৃত্তি টা ভালো করেছেন। বাবার প্রতি একটা ভালোবাসা একটা ভালোলাগা ফুটে উঠেছে কবিতার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।