ভিডিওগ্রাফি পোস্ট ||ধান কাটা মেশিনের ফটোগ্রাফি ♨️♨️

in hive-129948 •  last month 

IMG20240829141116.jpg

IMG20240829141115.jpg

IMG20240829141113.jpg

ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

Device : Realme 8 5G

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

ধান কাটা মেশিন এর ভিডিওগ্রাফি 🤗🤗

Screenshot_2024-08-30-19-16-22-57_dba69a5e82e939c3ddef13f99a115ca3.jpg

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে ধান কাটা মেশিন এর ভিডিওগ্রাফি তুলে ধরব। বর্তমানে আমরা প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির ওপর নির্ভর করে আর একটা দিক দিয়ে সাধারণ মানুষের আয় কমে গিয়েছে তারা বঞ্চিত হচ্ছে দৈনিক কাজ থেকে। মেশিনের মাধ্যমে খুব আরামেই ধান, গম সবকিছুই কাটা যায়।এখন আর আগের মতো কষ্ট করতে হয় না শুধু বাড়ি থেকে বস্তাটা নিয়ে গেলেই ধান রেডি হয়ে যায়। তাদের এত সুন্দর প্রযুক্তি দেখে আমি আর বসে থাকতে পারলাম না, আমি সাথে সাথে এই ভিডিওগ্রাফি করে ফেললাম। আমরা যারা এই প্লাটফর্মে কাজ করি তারা কিছু দেখলেই ভিডিওগ্রাফি ও ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে পড়ি। আজকে প্রকৃতি অনেকটা সুন্দর ছিল। প্রচন্ড রোদ ছিল। আকাশ অনেক সুন্দর রূপ ধারণ করেছে। আকাশের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে।আশা করি আপনাদের ভিডিওগ্রাফি টা ভালো লাগবে। আমি আস্তে আস্তে আপনাদের মাঝে দারুন দারুন ভিডিওগ্রাফি তুলে ধরার চেষ্টা করব।

🔥 ধান কাটা মেশিনের ভিডিওগ্রাফি🔥

আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমিও খুব সুন্দর ভাবে ভিডিওটি উপভোগ করেছি।মাঝে মাঝে চেষ্টা করি নতুনত্ব কিছু তুলে ধরার জন্য।আজকে প্রচন্ড রোদ ছিল দুপুর থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও রোদের তাপমাত্রা কমতেছে না। মাঠে যারা কাজ করতেছে তাদের জন্য জীবন অনেক কষ্টকর। আমি একটু মাঠে যেয়ে দেখলাম অনেক কষ্টকর। আজকের মত এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো সুন্দর ভিডিও গ্রাফি শেয়ার করার চেষ্টা করব।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আধুনিক প্রযুক্তি ফলে আমাদের দেশে কৃষি কাজে অনেক উন্নয়ন হচ্ছে। ধান কাটা মেশিনে ধান কাটা সময় এবং পরিশ্রম দুটোই কম হয়ে থাকে। আপনার ধান কাটা মেশিনের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন। ধন্যবাদ আপনাকে ভাই। ‌

সামনাসামনি অনেক আগে আমি ধান কাটার মেশিন দেখেছি। আজকে আবার আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। খুবই ভালো লাগে ধান কাটা দেখতে এভাবে। আপনি অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

ধান কাটা মেশিনের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বর্তমানে সবকিছুর উন্নয়ন হয়েছে। আর কৃষি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আমাদের এদিকেও বেশ কিছু মেশিন এবার দেখেছি ভাইয়া। চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এইভাবে ধান কাটার কারণে বর্তমান সময়ে কৃষকের পরিশ্রম অনেক কমে গিয়েছে। আগে যে ধান কাটতে প্রচুর পরিমাণে সময় লাগতো এখন সেই পরিমাণে ধান কাটা খুব কম সময়ের শেষ হয়ে যায়। প্রযুক্তির উন্নতির কারণে এখন আমরা খুব সহজে চাষাবাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি।

কৃষি ক্ষেত্রে এত আধুনিকতার ছোঁয়া এসেছে যা আমাদের জন্য খুবই মঙ্গল কর। কারণ কৃষি ক্ষেত্রে যান্ত্রিকতার কারণেই চাষবাদ পদ্ধতি অনেক সহজ হয়েছে। আপনি বেশ সুন্দর দৃশ্য শেয়ার করলেন ভিডিওর মাধ্যমে ধান কাটার দৃশ্য। অনেক ভালো লেগেছে দেখে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই টেকনোলজি টা বাংলাদেশে নতুন বললেই চলে। তবে সত্যি বলতে আপনার ভিডিওতে ধান কাটার চেয়ে চার পাশের সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য গুলো আমার নজর কেড়েছে। পরিবেশ টা বেশ চমৎকার। দারুণ করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। ধন্যবাদ আপনাকে আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

ধান কাটার এই মেশিনটা সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনার ভিডিওগ্রাফিতে পুরো মেশিনটার কাজ দেখে ভালো লাগলো। খুব কম সময়ের মধ্যে ধানগুলো কাটা হয়ে যাচ্ছে। আর সেদিনের ওয়েদার তো ভালো ছিল যার কারণে ভিডিওগ্রাফি টা দেখতে আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি এবং সেই সাথে ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

বর্তমান সময়ে প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে। এবং বিভিন্ন ধরনের প্রযুক্তির কারণে যারা দৈনিক দিন কাজ করে তারা কাজ থেকে বঞ্চিত হয়েছে। আপনি দেখতেছি ধান কাটা মেশিন এর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। এই মিশন গুলো দিয়ে ধান এবং গম ও অন্যান্য কাজ খুব সহজে করা যায়। তবে আপনার ভিডিওগ্রাফিটি সত্যিই অসাধারণ ছিল। এবং অনেক সুন্দর করে ভিডিওগ্রাফিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

এখন তো সব জায়গাতেই আধুনিক টেকনোলজি ঢুকে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম লোকে কাস্তে দিয়ে ধান কাটতো। তবে ধান কাটার এই মেশিনটা আমি আগে কখনো দেখিনি, আজকেই প্রথমবার দেখলাম। নতুন একটা জিনিসের সাথে পরিচিত হলাম আর কি। যাইহোক, ভিডিওগ্রাফি টা খুব সুন্দর হয়েছে ভাই।

এই মেশিনের মাধ্যমে এখন খুব সহজেই ধান কাটতে পারি।আপনি ধান কাটার মেশিনের দারুণ ভিডিওগ্রাফি করছেন।ভিডিওগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।