😍হঠাৎ যখন আইফোনের ছোঁয়া পেলাম💔🥺||১০% @shy-fox এর জন্য বরাদ্দ ||@razuan12

in hive-129948 •  3 years ago 
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবো। সত্যিই আমি এই ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না।

🙈হঠাৎ যখন আইফোনের ছোঁয়া পেলাম 💔

IMG20220206202344.jpg

iPhone 11 pro max


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

হঠাৎ সন্ধ্যায় আমি রুমে বসে আছি। রাত আটটার সময় ফোন আসলো আব্বুর ফোন থেকে আমি রীতিমত হঠাৎ চমকে গেলাম। আব্বু রাত আটটার সময় কেন ফোন দিল আমাকে। আমি তো বাসায় আছি। তারপর ফোনটা রিসিভ করলাম তারপর আমি শুনতে পেলাম আব্বু বলছে যে তুমি কি আইফোন নিবা।আমি থমকে গেলাম। তখনই একদম চুপ হয়ে গেছিলাম।তারপর আমি মনের ভিতর অনেক আশা নিয়ে আব্বুর জন্য অপেক্ষা করতে থাকলাম কিন্তু আব্বু যখন বাসায় আসলো বলল যদি দামে দরে হয় কিনে দেবো। এখন ঘুমাও।আইফোনের স্বপ্নে কি ঘুম আসে আপনারাই বলেন? তারপর আর কোন কথা নাই।এভাবে একটা দিন কেটে গেল। আব্বু আমাকে মানা করল যে তোমার আম্মু কে যেন বলোনা। আমি বললাম আচ্ছা বলব না অতিরিক্ত দাম।

তারপর হঠাৎ সন্ধ্যায় আব্বু বাসায় আসলো দিয়ে আমাকে বলল এই নাও তোমার আইফোন 🥺🥺🥺আমি এতটাই খুশি হয়েছি। জীবনে সত্যি বলতে আমি এতটা কোনদিন খুশি হই নাই। আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি তারপর আব্বু বলল দাম চাচ্ছে তো 55000 নতুন তা কিনেছিল 110000 এখন 55 হলে দিয়ে দিবে।তারপর আমি বললাম টাকার সমস্যার জন্য যেন ক্যানসেল করিয়েন না। আমি টাকা দিয়ে দেবো। আব্বু বলল টাকা দিতে হবে না আমি দেখছি কি করা যায়। ফোন তোমার হয়ে গেল। আমি রীতিমত অনেক স্বপ্ন দেখে ফেললাম। আমি ছবি তুলে ফেসবুকে স্টোরিও দিলাম আব্বু গিফট করলো।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

IMG20220206195633.jpg

তারপর আসলে প্রতিটা ছেলের একটা আইফোনের স্বপ্ন থাকে। কেউ বাস্তবতার কারণে তার স্বপ্ন গুলো পূরণ করতে পারে আবার কেউ পারেনা। আসলে প্রতিটা মানুষের ভেতর স্বপ্ন আছে।তারপর আমি সবাইকে বললাম কিনেই ফেললাম। সকল এ এসএমএস দিতে লাগল। কত নিলো মনের ভিতরে একটা আনন্দ কাজ করছিল। আমি কখনোই আশা করি নাই। আমি এত তাড়াতাড়ি আইফোন পেয়ে যাব। সত্যিই আমার মনের ভিতর ঈদ লেগে গেল। আমি এতটাই খুশি হয়েছিলাম।

তারপর হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো সবকিছু যেন চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল🥺🥺💔💔

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

আব্বু কনফার্ম করে দিলো 50000 দিয়ে দেবে কিন্তু একটা সময় এর পর জানতে পারলাম। যে ফোনটির মেমো নাই। দেখাতে বললে বলছে মেমো নাই। তাও ফোনটি ইন্ডিয়া থেকে কিনেছে। আসল দাম এটাও বলছে না।এটাই সব থেকে একটি না নেয়ার কারণ আর সত্যি বলতে আব্বু বলল যদি ফোনটির দাম এক লাখ টাকাও হতো আমি কিনে দিতাম ছেলের শখ পূরণের জন্য।আসলে তারপর হঠাৎ মনটা ভেঙ্গে গেলো। আমি তাড়াতাড়ি স্টরি গুলো কেটে দিলাম।মনটা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল আসলেই আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম।

তারপর ফোনটা ঘুরায় দিয়ে আসলো তারপর আমি আব্বুকে বললাম আসলে পেয়ে হারানোর কষ্ট টা কতটা আমি বুজছি এখন। আপনি যখন ফোনটা নেবেন না। কেন আনলেন আমার কাছে। সত্যিই আমি অনেক ভেঙ্গে পড়েছিলাম তারপর আম্মু বলল যে টেনশন করার কিছু নাই ফোনের মেমো নাই।কোথায় কে বেঁচে দিছে। কেউ জানে না। আল্লাহ যদি বাঁচায় রাখে টাকা পয়সা হলে নিজেই নিজের ফোন কিনবা। সব গুলো পূরণ করে নিও।এখন ভাল মত ক্যারিয়ারের দিকে নজর দাও। স্বপ্নপূরণের অনেক সময় আছে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

iphone-g063400377_1920.jpg

Sourch



আসলে একটা জিনিস বুঝলাম. টাকাপয়সা থাকলেও সৃষ্টিকর্তা যদি না চায়। কপালে যতদিন না লেখে তা কখনোই সম্ভব না। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম হয়তো এটি এসেছিল আমার জন্য এক ঘন্টার জন্য। আমি একঘন্টায় আনন্দিত হয়েছিলাম।হাতে যখন একবার এসেছে আমি আমার স্বপ্ন পূরণ করবোই। যেভাবেই হোক। যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচায় রাখে।

আসলে যা কল্পনায় করেছিলাম না কিন্তু স্বপ্ন ছিল কিন্তু এত তাড়াতাড়ি পেয়ে হারিয়ে ফেললাম। আসলে এই কষ্টটা অনেক কষ্ট দিচ্ছিল আমাকে। যাইহোক আমি এখন স্থির হয়ে গেছে। এখন আমি আমার স্বপ্নপূরণের জন্য সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।যেন পূরণ করতে পারি। সকলে দোয়া করবেন। আসলে পেয়ে হারানো কষ্টটা অনেক কষ্টের।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে জীবনের কিছু কিছু সারপ্রাইজ মানুষকে অবাক করিয়ে দেয় ।আপনার বাবার আইফোন গিফট করার গল্প আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার ভালোবাসার জন্যই আইফোন গিফট করলো। জীবনের অনুভূতি খুব ভালভাবেই বুঝতে পেরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

এই জন্যই সবাই বলে পোস্ট সম্পূর্ণ না পড়ে কমেন্ট করা উচিত না ভাই। এখানে উনি কি লিখেছে আপনি পড়েন নাই সম্পূর্ণ টা ফোন টা উনি পেয়েছিলো ঠিক কিন্তু পড়ে দিয়ে দিতে হয়েছে।🙏🙏🙏🙏🙏।

🤲🤲

ভাইয়া আপনার কথার সাথে আমি একদম সহমত। পোস্ট পুরোপুরি না পড়ে কমেন্টস করলে এরকমই হবে।

🤲🤲

🥀🥀

একটি সত্যি কথা কি ভাইয়া মেমো ছাড়া এইসব ফোন কেনা উচিত নয়। অনেক সময় দেখা যায় এসব চোরাই ফোন হয় তখন আপনি অনেক বিড়ম্বনায় পড়তে পারেন। এত বড় একটা এমাউন্ট চলে যাবে অন্যদিকে ঝামেলায় জড়াবেন মানে দুই দিকেই লস। আপনি ফোনটি নিতে পারেননি হয়তো সাময়িক খারাপ লাগছে আপনাকে আশা দিয়ে দিতে না পেরা আপনার বাবার ও খারাপ লাগছে কিন্তু হয়তো অনেক বড় একটি বিপদ থেকে বেঁচে গেলেন। ধন্যবাদ বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন মেমো ছাড়া না নেওয়ায় বেটার হবে😍

পেয়ে হারানোর কষ্ট আসলে অনেক বেশি। তারপরও আমি মনে করি আপনার জন্য বিষয়টি অনেক ভালো হয়েছে। চোরাই ফোন কিনে আমি একজনকে একরাত্রি জেল খাটতেও দেখেছি। হতাশ হওয়ার কিছু নেই। আমি মনে করি আপনি খুব শীঘ্রই লেটেস্ট মডেলের একটি আইফোন কিনতে পারবেন। শুভেচ্ছা রইল

ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আমার জন্য

  • ইনশাআল্লাহ আপনার আইফোনের স্বপ্নটা খুবই দ্রুতই পুরণ হবে। মন খারাপ কইরেন না। সত্যি ভাই পেয়ে হারানোর কষ্ট অনেক। তবে যে সমস্যা বললেন ফোনটা নি নিয়ে ঠিকই করেছেন। এখন এটা নিলে ভবিষ্যতে সমস‍্যায় পড়তে পারতেন।।

হ্যাঁ ভাইয়া হারানো কষ্টটা অনেক বেশি। ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া

কষ্ট নিয়েন না ভাই। একটা বিষয় খেয়াল করেছেন আপনার মূখে হাসি দেখার জন্য আপনার বাবাই কিন্তু এই ফোন নিয়ে এসেছিলো। এমন না যে আপনি আগে পেরা দিছেন। নিজের বাবাকে জড়িয়ে পারলে এটা বইলেন আব্বা আপনি আমাকে এতো ভালোবাসে আমি কি দিলাম আপনাকে। বাবার কাছে দোয়া চেয়ে এটা বইলেন বাবা আমার আইফোন লাগবে না আমি আপনাকে সব সময় ভালো দেখতে চাই। বিশ্বাস করেন ভাই আপনার বাবা অনেক খুশি হবে। ইনশাআল্লাহ বাবা মায়ের দোয়া থাকলে এর চাইতে ভালো কিছু পাবেন। আর হ্যা আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি এমন হতো চোরাই ফোন ছিলো আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতো। তাহলে কিন্তু সেটা বেশি কষ্টের হয়ে যেতো।

আসলেই ভাইয়া ইমোশনাল হয়ে গেলাম। আপনি ঠিক বলেছেন আমার কিচ্ছু চাইনা। মা-বাবা বেঁচে থাকলে। ইনশাল্লাহ সবকিছু হবে।তাদের জন্য দোয়া করাটাই আমাদের একমাত্র কাজ। তারা কখনোই চায় না সন্তান কষ্টে থাকুক

ইশ আপনার পোস্টটি পড়ে খুবই কষ্ট পেলাম ভাইয়া। এভাবে আইফোন পেয়ে আবার না পাওয়ার কষ্ট টা খুবই বেশি। তবে ফোনটি না নিয়ে ভালোই করেছেন। কাগজ ছাড়া না নেয়াই উত্তম। ধৈর্য ধরুন সৃষ্টিকর্তা দিলে আপনি কিনতে পারবেন দোয়া রইলো আপনার জন্য।

হুম ঠিক বলেছেন ভাইয়া

সত্যিই প্রথমে আইফোন গিফট পাচ্ছেন, এইটা দেখে খুব ভালো লেগে উঠল, কিন্তু শেষে এসে যে টুইস্ট টা হল তা আসলে দুঃখজনক। তবে, রেজোয়ান ভাইয়া মোটেও মন খারাপ করবেন না, তাকদীরে থাকলে সামনে ইনশাআল্লাহ আইফোন আপনার হবে। জীবনের প্রতিটি পদক্ষেপ ই এক একটি পরীক্ষা। এটিও হয়তো আপনার জন্য একটি পরীক্ষা। ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে সামনে এর চেয়ে ভালো কিছু পাবেন। দোআ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।

হুম ইনশাআল্লাহ ভাইয়া।ধন্যবাদ

একটু বেশিই কষ্ট লেগেছে হাতে পেয়ে আবার চলে গেলো🥺। তবে মন খারাপের কিছু নেই ভাইয়া।
দেখবেন ইনশাআল্লাহ একদিন সপ্নটা পূরন হবেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া 🙂

ইনশাআল্লাহ আপু।দোয়া করবেন।ধন্যবাদ

সত্যি ভাই আপনার ভাগ্য টা অনেক ভালো আমাদের মত ছেলেদের জন্য আইফোন তো একটা স্বপ্নের বিষয়। যাইহোক আপনার স্বপ্নটা পূরণ হয়ে গেল এটাই অনেক খুশি লাগতাছে। হঠাৎ করে গিফট পাওয়া জিনিস গুলো এভাবেই আসে। আপনার আব্বুর প্রতি রইল ভালোবাসা এবং শ্রদ্ধা এবং আপনার প্রতিও রইল ভালোবাসা আপনার আগামী দিনগুলো শুভ হোক ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া পোস্ট টা ভাল ভাবে পড়ার জন্য অনুরোধ করছি।আমি আইফোন কিনি নাই।দোয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

কষ্ট পাওয়ার কিছু নেই ভাই। আজ হাতে পেয়েও রাখতে পারেন নাই তো কি হইছে। আল্লাহ চাইলে দেখবেন ঠিকই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ইনশাআল্লাহ ভাইয়া।ধন্যবাদ

আসলেই ভাই আইফোনের স্বপ্ন প্রতিটা ছেলের থাকে এবং এই স্বপ্নটা পূরণ করতে আমরা সবসময়ই আগ্রহ প্রকাশ করি। আজকে আপনার এই পোস্টটি পড়ে খুবই খারাপ লাগল। প্রথমে অনেক ভালো লেগেছিল। যাই হোক আপনি কষ্ট পেয়েন না। আপনার এই স্বপ্ন একদিন পূরণ হোক। এই দোয়া রইল।

হুম ভাইয়া ধন্যবাদ।

বেপার না ভাই অপেক্ষা করুন স্বপ্ন অবশ্যই পুরন হবে আমারো স্বপ্ন আইফনের। ২০২৩ এ ইনশাল্লাহ সপ্ন টা পুরন হবে।আপনার জন্য শুভ কামনা রইলো।

ইনশাআল্লাহ ভাইয়া

স্বপ্ন থেকে দুঃস্বপ্নের দূরত্বটা বেশি দূর নয়। মাঝখানে একটি লেখা শুধু 'দু'। দোয়া করি আপনার স্বপ্নের আগের "দু" যেন তাড়াতাড়ি কেটে যায়।

হঠাৎ যখন আইফোনের ছোঁয়া পেলাম ক‍্যাপশনটি দেখেই অধির আগ্রহ নিয়ে গল্পটি পরতে বসলাম। যতই পরছিলাম আমাকে খুব টানছিলো গল্পটি সম্পর্কে আরো জানার জন‍্য। কিন্তু হঠাৎ আমার ও মন খারাপ হয়ে গেলো। না পাওয়ার যন্ত্রণা এক রকম আর পেয়ে হারানোর যন্ত্রণা বেশি কষ্টদায়ক। আপনার কষ্টটা আমি অনুভব করতে পারছি ভাইয়া। টেনশন নিয়েন নাহ ইনশাআল্লাহ হয়ে যাবে কোন একদিন। আপনার স্বপ্নটা যেন সৃষ্টিকর্তা পুরন করেই সেই প্রত‍্যাশাই করি।

অনেক ভালো লাগলো মন্তব্যটি পড়ে। দোয়া করবেন

কোনো কিছু পেয়ে হারিয়ে ফেলা যে কী কষ্ট তা আমি একটু হলে ও অনুভব করতে পারছি ভাইয়া।মন খারাপ করবেন না, আশা রাখি আপনি খুবই শীঘ্রই আপনার মনের আশা পূরণ করতে সক্ষম হবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

ইনশাল্লাহ আপু আপনার দোয়া যেন কবুল হয়।ধন্যবাদ প্রিয় আপু

ভাইয়া আমি যখন প্রথম লেখাগুলো পড়ছিলাম তখন খুবই আনন্দ লাগছিল যে আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু যখন আমি সম্পূর্ণ পোস্টটি পড়লাম তখন খুবই খারাপ লাগলো। তবে যাই হোক আপনার বাবা চেষ্টা করেছে আপনার ইচ্ছাগুলো পূরণ করার জন্য। বাবা মায়ের দোয়া যদি সাথে থাকে আপনি অবশ্যই আপনার ইচ্ছে গুলো খুব সহজেই পূরণ করতে পারবেন এবং আইফোন কিনতে পারবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন