পরিচয় পর্ব।। আমার বাংলা ব্লগ কমিউনিটি।। ২৫ জুন ২০২১

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুলাইকুম

আপনারা সকলে কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন. আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আমার পরিচয় পর্ব আপনাদের মাঝে তুলে ধরব আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। এখানে খুবই ভালো লাগছে নিজের মাতৃভাষায় আমি এখানে পোস্ট করতে পারবো নিজের স্বাধীনতা তো চলুন শুরু করা যাক।

20210825_190328_mfnr-01.jpeg

আসলে আমার দেখামাত্র খুবই ভালো লাগলো আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমরা নিজের মাতৃভাষায় সবকিছু প্রকাশ করতে পারবো। আমরা যদি অন্য জায়গায় কাজ করতে চায় তাহলে কিন্তু আমরা বিভিন্ন ভাষায় নিজের প্রভাব মতামত প্রকাশ করতে পারি না কিন্তু যারা আমরা বাংলাদেশী এবং বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য এই কমেনিটি টা অত্যন্ত ভালো। সহজতর এখানে অনেক কিন্তু নতুন পোস্ট দেখলাম খুবই ভালো লাগলো সকলে মন্তব্য করছে। আমার এখানে চার-পাঁচ মাস হলো কাজ করা এবং অনেক ধন্যবাদ জানাই এমন একটি কমিনিটি গঠন করার করার জন্য এডমিন @rme এবং মডারেটরস @winkles @blacks, @photoman, @royalmacro,@curators,আন্তরিক ভাবে জানাই।যাতে করে আমরা বাংলা ভাষায় সবকিছু প্রকাশ করতে পারি মনের ভাব।

IMG_5026.JPG

  • আমার নাম হচ্ছে রেজওয়ান। আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি এবং আমার বাসা হচ্ছে বাংলাদেশ মেহেরপুর জেলার গাংনী থানায়। আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার আব্বু কাজ করে সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। এবং আমার আম্মু হচ্ছে গৃহিণী এবং আমার দুই ভাই আমিই বড় এবং আমার একটি ছোট ভাই আছে এবং তার নাম ইয়ানুর ইসলাম। আমি পড়াশুনার পাশাপাশি এই প্লাটফর্মে কাজ করার মাধ্যমে সত্যি নিজের জীবন একদম শেষ হয়ে গেছে আমি এখন নিজের মতো করে চলতে পারি।আমার ছোটকাল থেকেই অনলাইনে কাজের প্রতি একটা ঝোঁক ছিল আমি সবসময় চাইতাম অনলাইনে কাজ করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য যাতে করে আমি নিজের মতো করে চলতে পারে একটা হাতখরচ থাকে তারপর সত্যি বলতেই আমি এই প্লাটফর্মে খোঁজ পাওয়ার পর

  • সত্যি আমি খুবই আনন্দিত এবং নিজেকে অলটাইম খুশি মনে হয় এবং আমি নিজের হাত খরচ চালাতে পারি নিজের ফ্যামিলিকে সহয়তা করতে পারি এবং খুবই ভালো লাগে আর আমাদের এখন দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় একদম এলোমেলো হয়ে গেছে সবকিছু আমি এসএসসি এসএসসি এবং তারপর থেকে পড়াশোনা একদম অফ এখন কি হবে আল্লাহই জানে।এখন আমাদের অ্যাসাইনমেন্ট নিচ্ছে এখন বলা যাচ্ছে না আমাদের সামনে এক্সাম হবে নাকি এবং আমি যখন অবসর সময়ে বসে থাকি আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি সেই সাথে আমি বাড়িতে কাজ কাম করে এভাবে দিন চলে যায় আমার এখনো আমি অনেক ছোট আমার এখনো অনেক বয়স আছে কাজ করার এবং আমি ধৈর্য ধরে আছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু একটা হবে ইনশাল্লাহ

20210703_142818.jpg

  • এই আমাদের বাংলাদেশে প্রাণহানি একটি ভাইরাস দেখা দিচ্ছে করোনাভাইরাস যারা সবকিছু ইনকাম বন্ধ করে দিচ্ছে এবং বাংলাদেশের প্রতিটা দোকান পাস আর একটাও ভালো সুবিধা অবস্থানে নাই সবাই দরিদ্রতায় ভুগছে এবং আমি এখান থেকে একটু আশ্বাস পাচ্ছি এই লকডাউন চললেও এটা চলবে এটা খুবই ভালো আমাদের স্বাস্থ্য ভাবে নিজের জীবনকে সুন্দর করতে স্টিমিট প্লাটফর্মে তুলনা হয় না আমরা আসলেই প্লাটফর্মে কাজ করার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি এখান থেকে বিনোদন দিতে পারে নতুন রেসিপি রান্না শিখতে পারি অন্যরা কেমন রান্না করছে তাও শিখতে পারি অন্যরা কেমন পোস্ট করছে তাও শিখতে পারে এটা খুবই ভালো লাগে আমাদের নিজের মতামত আমরা প্রকাশ করতে পারি অন্যের মতামত গ্রহণ করতে পারি এটা খুবই ভালো লাগে।

  • ছোটকাল থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে এবং ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু করার চেষ্টা আছে আপনারা যদি সকলের সহোদরের আমি ভালভাবেই প্ল্যাটফর্মের যেন দাঁড়াতে পারি এবং সব কিছু শিখতে পারি এবং কোথাও ভুল হলে তাও সুত্রনা চেষ্টা করি এবং এখানে কাজ করার মাধ্যমে সত্যিই আমি খুব আনন্দিত আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নিজের মাতৃভাষায় সবকিছু প্রকাশ করা যাবে এবং সহজে সবকিছু বুঝতে পারব এবং আমি এখন আমার 18 বছর চলছে এখনো আমার কাজের ওপর তেমন প্রভাব পড়েনি ইনশাল্লাহ সামনে অনেক চেষ্টা পরিশ্রম করে কাজ করব এবং আমি এখন বাড়িতে বসে আছে লন্ডনের কারণে দেখা যাক যদি খুলে তাহলে আমি আবার পড়াশোনা শুরু করব এবং পড়াশোনার ফাঁকে এই কাজ চালিয়ে যাবো।

  • এইখানে একটা জিনিস ভালো লাগলো সকল সবাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে সবাইকে কুমন্তব্য করে এবং খুবই ভালো লাগে এখানকার পোস্ট কোয়ালিটি গুলো অনেক সুন্দর এবং দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় কারণ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা দিয়ে সব কিছু লেখা হয় এবং এইটা খুবই ভালো লাগছে আমি আজকের মত আপনাদের মাঝে আমার পরিচয় পর্ব শেষ করছি আপনারা সকলে ভাল থাকবেন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রিজওয়ান, আপনি কি আমার বাংলা ব্লগে স্বাগতম। সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার পরিচয় পর্বটি। সুখী ফ্যামিলি এবং সুন্দর জীবন যাপন এর মধ্য দিয়ে যাচ্ছে আপনার দিনটি।

অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল আপনার আগামী ব্লকচেইন পৃথিবীতে

হুম আপনাকে স্বাগতম এবং খুবই ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে আপনার জন্য দোয়া রইল

সব সময় আমি আপনার জন্য শুভকামনা অবিরাম। সুন্দর হোক আপনার আগামী দিনের পথ চলা। শুভকামনা সাথী ভালোবাসা রইলো

ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য ও চেষ্টা করুন আমাদের ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার জন্য।

Loading...

আমার বংলা ব্লগে আপনাকে স্বাগতম।

আমার বাংলা ব্লগে অনেক অনেক স্বাগতম।

স্বাগতম আমার বাংলা ব্লগে।

আমার বন্ধু করোনা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। আপনার সম্পর্কে জেনে ভালো লাগল। আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। কমিউনিটির নিয়মগুলো মেনে চলবেন। ধন্যবাদ।

হুম ঠিক বলছেন বাংলাদেশ না পুরো পৃথিবী এখন করোনাভাইরাস আমাদের সাবধানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ।।পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। অবশ্যই নিয়মকানুন মেনে চলবো

ধন্যবাদ আপনাকে