picsart থেকে এডিট করা
গানটির নাম :বিদায় বেলা
শিল্পী :আবু রায়হান
সুরকার: মহিউদ্দিন নুর
কভার :@razuan12
গজলের লিরিক্স :
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
আমিও তো পাবোনা ছাড়া
পৌছে যাবো জীবনের মহনায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
সে খবর আজও অজানা
আমিও তো চলে যাবো বেলা অবেলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
মোরে গহিন কবরে ফেলে হায়
সেই মহা মছিবতে ভুলনা আমায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
গজলের লিংক
ক্যাপকাট দিয়ে এডিট করা
আবু রায়হানের খুবই সুন্দর একটি গজল আপনি কভার করেছেন। আপনার এই গজলটি শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে ইসলামী সংগীত রোজার মাসে শুনতে খুবই ভালো লাগে। আপনার কন্ঠে এই সংগীতটি শুনতে পেয়ে আমি মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইসলামী সংগীত শুনতে আমার খুবই ভালো লাগে বিদায়বেলা এই সুন্দর একটি ইসলামী সংগীত আমাদের সাথে শেয়ার করলে। আসলে বন্ধু তোমার কন্ঠে ইসলামী সংগীত শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ইসলামিক গানটা আমার কাছেও দারুন লাগে আর আপনিও সুন্দরভাবে কভার করেছেন। সুন্দরভাবে ইসলামিক গানটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটা ইসলামিক গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। আপনি এই কমিউনিটির সঙ্গে যুক্ত হবার পর থেকেই নতুন নতুন অনেক কিছু শিখছেন এবং সেই শিখন প্রক্রিয়াটি আমাদের মাঝে প্রতিনিয়তই শেয়ার করছেন যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ইসলামিক সংগীত আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলরব শিল্পীগোষ্ঠীর আবু রায়হানের এই ইসলামী সংগীত টি একটি ভাইরাল ইসলামী সংগীত। আপনি খুবই সুন্দর করে ইসলামী সংগীত টি পরিবেশন করার চেষ্টা করেছেন। ভাইয়া আপনার কন্ঠ বেশ দারুন। আপনি খুবই সুন্দর করে ইসলামী সংগীত টি কভার করেছেন। আশা করছি আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ইসলামী সংগীত আপনার মাধ্যমে শুনতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে আমাদের মাঝে এত সুন্দর একটা নাতে রাসূল পরিবেশন করেছেন শুনে, মনটা একেবারে ভরে গেলো সম্পূর্ণ টা শুনে। খালি গলায় এরকম সুন্দর নাতে রাসুলগুলো শুনতে খুবই ভালো লাগে আমার কাছে। আমাদের এই কমিউনিটির বেশিরভাগ সদস্য অনেক সুন্দর সুন্দর গান করে, সেই সাথে ইসলামী সংগীত গুলো কভার করে। সবার কন্ঠে শুনতে খুবই ভালো লাগে। আর ঠিক তেমনি আপনার কন্ঠেও এটা শুনে খুব ভালো লেগেছে। আশা করছি সুন্দর সুন্দর নাতে রাসুল আপনি আমাদের মাঝে শেয়ার করবেন প্রতিনিয়ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছেন। আমার কাছে ইসলামিক সংগীত গুলো শুনতে সব সময় ভালো লাগে। এই গজল অনেকবার শুনেছি আর শুনতে খুবই ভালো লাগে। যত শুনি ততই যেন মুগ্ধ হয়ে যাই। আপনার কন্ঠে শুনে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি ইসলামিক সংগীত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ইসলামী সংগীত শুনতে এবং গাইতে দুটোই খুবই পছন্দ করি। আর আমিও এখন চেষ্টা করি আপনাদের মাঝে ইসলামী সংগীত শেয়ার করার। আপনি এত সুন্দর একটা ইসলামী সংগীত কভার করেছেন দেখে, পুরোটা শুনে আমার মনটা একেবারেই জুড়িয়ে গিয়েছে। যত শুনছিলাম ততই ভালো লাগছিল। আপনার কন্ঠে এই ইসলামী সংগীত একবার শুনে বারবার শুনতে ইচ্ছে করতেছে। আমি সম্পূর্ণটা ভালোভাবে শুনেছি। আর আপনার কন্ঠ কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। তাই তো এটা শুনতে আরো বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার পছন্দের একটা গজলের রিভিউ করছেন।আমি বেশির ভাগ সময় এই গজল শুনি এবং শুনতেও অনেক ভালো লাগে। যাইহোক আপনার কণ্ঠে এই গান শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit