DIY- (এসো নিজে করি) ||পেন্সিল দিয়ে একটি পাখির চিত্র অংকন|| (১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  4 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুর
আমি@razzak00 বাংলাদেশের নাগরিক


আজঃ সোমবার
তারিখঃ ৯-কার্তিক- শরৎকাল-১৪২৮ বঙ্গাব্দ

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো। কিভাবে পেন্সিল দিয়ে একটিপাখির চিত্র অংকন করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করি

IMG_20211022_214210-01.jpeg

অবস্থানঃhttps://w3w.co/ordinaries.inflow.campaigning

Device:Itel vision 1pro

IMG_20211022_202318-01.jpeg

  • ধাপ-১ঃ প্রথমে দুইটা দাগ দিয়ে পাখির ঠোঁট এঁকে নিলাম।

IMG_20211022_202609-01.jpeg

  • ধাপ-২ঃএবার ঠোঁটের ওপর এবং নিচ থেকে হালকা গোল করে দুইটা দাগ দিয়ে পাখির মাথা আঁকলাম।

IMG_20211022_203052-01.jpeg

  • ধাপ-৩ঃ এবার একটু বাঁকা করে পাখির পিঠ এঁকে নিলাম।

IMG_20211022_203543-01.jpeg

  • ধাপ-৪ঃ এবার নিচের দিকে একটু ঘোর করে পাখির বুক আঁকলাম।

IMG_20211022_203804-01.jpeg

  • ধাপ-৫ঃ এবার পাখির গলার কাছে সুন্দর করে গলার ফুল এঁকে নিতে হবে।

IMG_20211022_204618-01.jpeg

  • ধাপ-৬ঃ এবার গোল করে দাগ দিয়ে পাখির পাখনা এঁকে নিলাম।

IMG_20211022_205145-01.jpeg

  • ধাপ-৭ঃ এবার পাখির দুটি পা আঁকলাম।

IMG_20211022_210219-01.jpeg

  • ধাপ-৮ঃ এবার পাখিটির পায়ের নিচে লম্বা একটা ঢাল এবং ঢালের দুই মাথাই দুটি পাতা এঁকে নিলাম।

IMG_20211022_210525-01.jpeg

  • ধাপ-৯ঃ এবার দুইটা বড় এবং একটা ছোট দাগ দিয়ে পাখির লেজ আঁকলাম।

IMG_20211022_212337-01.jpeg

  • ধাপ-১০ঃ এবারে পাখিটির পাখনায় পেন্সিল দিয়ে ছোট ছোট গোল বৃত্ত দিয়ে পাখনার সাজ দিলাম।

IMG_20211022_214210-01.jpeg

  • ধাপ-১১ঃ এবার পাখির ঠোঁট বাদে পুরোটাই পেন্সিল দিয়ে কালার করে দিলাম। যাতে একটি পরিপূর্ণ পাখি হয়ে গেলো।
  • আজকের পোস্ট এই পযন্ত। আগামী পোস্টে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
  • ধন্যবাদ সকল ইস্টমিট বন্ধুরা
    @razzak00
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চিত্রটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটি আপনি মাটির উপর অংকন করেছেন।পরে দেখলাম না।আপনার আকা অনেক অনেক বেশি ভালো লেগেছে ভাই ধাপ উপস্থাপন খুবই ভালো ছিলো।

ধন্যবাদ আপনাকে

পেন্সিল দিয়ে আপনার আর্টটি খুবই চমৎকার হয়েছে ।পাখিটি দেখতে খুবই সুন্দর লাগছে ।দারুন একটিআর্ট আপনি করে দেখিয়েছেন ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ

পেন্সিল দিয়ে আকানো পাখিটি ছবি অনেক সুন্দর হয়েছে। এবং পাখিটি আর্ট এর ধাপগুলো অনেক সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই

আপনার পাখি অংকটি খুব সুন্দর হয়েছ। তবে পাখিটি অনেক বেশি ফুটে উঠত যদি আপনি পাখিটি আরেকটু গাড় করে আঁকতেন অথবা একটি সাদা কাগজ নিতেন। তবে আপনার পাখিটি সুন্দর হয়েছে এটাই মূল বিষয়। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি অঙ্কন শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

আপনার অংকন এর উপর বেশ দক্ষতার রয়েছে। ছবিটি আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর একটি ঘুঘু পাখি এঁকেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

আসলে সত্যিই পেন্সিল অনেক সুন্দর অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি থাকে পেন্সিলের সাথে সুন্দর অঙ্কনের হাতটি। থাকতে হবে আরও গভীর মনোযোগ। সত্যিই অনেক সুন্দর পাখির চিত্র অঙ্কন করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন।

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

সত্যি ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম। পেন্সিল দিয়ে পাখির ছবি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। যা সহজে ইচ্ছা করলে যে কেউ অংকন করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া

পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর একটি পাখি তৈরি করেছেন। দেখে খুবই সুন্দর লাগছে। কি দারুন ভাবে আর্ট করেছেন ভাই শুভকামনা রইলো

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার পাখি টি। তবে আরো অনেক বেশি সুন্দর লাগত যদি আপনি আউটলাইন গুলো গাঢ় করে করে ফুটিয়ে তুলতেন। তবুও ভালই লাগছে পাখি টি দেখতে।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে