আমি @redwanhossain আজ আমি আমার বড় ভাইয়া (মোঃ ফুয়াদ হাসান) সম্পর্কে কিছু না বলা কথা বলবো। যেটা কখনো বলা হয়ে ওঠেনি কাউকে। তবে তাঁর প্রতি আমার শ্রদ্ধা আর অনুগত্য সেটা আর বলা দরকার হয়ে ওঠেনি। পাড়ার সবাই আমাকে বলে আমার ভাইয়াকে কেনো আমি এতো ভয় পাই। আসলে আমি ভয় পাইনা, তাঁকে তাঁর সম্মানের জায়গায় রাখার চেষ্টা করি।
বড় ভাই, এই শব্দ দুটি যেন এক অদ্ভুত স্নেহ ও ভরসার প্রতীক। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বড় ভাইয়ের অবদান অপরিসীম। আমার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম। মানে আমার বাবা-মা যখন আমাকে দিয়ে কিছু করাতে পারেনা তখন আমার ভাইয়াকে দিয়ে সেটা আমাকে দিয়ে করায়। তাহলে বোঝেন সম্পর্কটা কেমন!
তবে আমার ভাইয়া আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মূহুর্তের সাক্ষী। যেমন শাষন করেন তেমন স্নেহ এখনো করে। তাঁর স্নেহময় ব্যবহারে আমি সবসময় অনুপ্রাণিত হই। আমি আমার বড় ভাইয়ের কাছ থেকেই শিখেছি কিভাবে জীবনের কঠিন মুহূর্তগুলোতে ধৈর্য ধরতে হয়। স্কুলের পড়াশোনা থেকে শুরু করে বন্ধুত্বের জটিলতা, সবকিছুতেই তাঁর পরামর্শ ছিল অমূল্য।
যখন কোনো বিষয়ে আমি হতাশ হই, আমার ভাইয়া আমাকে সাহস দেন, বলেন, "তুই পারবি, তোর ভেতরে সেই শক্তি আছে।" তাঁর সেই কথাগুলো আজও আমার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রেরণা হিসেবে কাজ করে। আমার বড় ভাইয়া শুধুমাত্র একজন রক্তের সম্পর্ক নয়, তিনি আমার জীবনের এক অনন্য শিক্ষক। স্কুল ও কলেজের পড়াশোনায় তিনি সবসময় আমার পাশে থেকেছেন এখনো আছেন।
যখন কোনো বিষয়ে আমি সমস্যায় পড়ি, তিনি সহজভাবে তা বুঝিয়ে দেন। পরীক্ষার আগে তাঁর সাথে বসে রিভিশন করা যেন এক আনন্দময় অভিজ্ঞতা ছিল। তাঁর সেই শিক্ষার ছোঁয়ায় আজ আমি আমার শিক্ষা জীবনে দারুন সুফল পাচ্ছি।
আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি কিভাবে নিজের প্রতি সৎ থাকতে হয় এবং কিভাবে অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। তাঁর জীবনযাত্রার ধরন, তাঁর আচার-ব্যবহার, সবকিছু থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি। তাঁর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন আমার জীবনের এক অমূল্য সম্পদ।
আমার বড় ভাই আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। তাঁর স্নেহ, ভালোবাসা, এবং প্রেরণার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। তিনি শুধুমাত্র আমার ভাই নন, তিনি আমার পথপ্রদর্শক, আমার মেন্টর, এবং আমার সবচেয়ে কাছের বন্ধু।
আমার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে তাঁর অবদান রয়েছে। বাবা-মার পরে তাঁর সেই নিরলস সহায়তা, প্রেরণা, এবং ভালোবাসার জন্য আমি আজ বেঁচে আছি নাহলে হয়তো কবেই দুনিয়ার মায়া ত্যাগ করতাম । আমার বেঁচে থাকার পিছনে আমার ভাইয়ার অবদান নিয়ে আরো একটা ব্লগ হয়তো অন্য কোনোদিন লিখবো ইনশা-আল্লাহ। আমি সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবো এবং তাঁর দেখানো পথে চলার চেষ্টা করবো। ভাইয়া, তোমার প্রতি আমার ভালোবাসা ও সম্মান অশেষ। তুমি সবসময় আমার জীবনের আলোকবর্তিকা হয়েই থাকবে।
আসলে একজন বড় ভাই থাকা ভাগ্যের ব্যাপার। একজন বড় ভাই চাইলে ছোট ভাইয়ের সকল সমস্যার সমাধান করতে পারে।বড় ভাই কে একটি বট গাছের সাথে তুলনা করা যায়। কেননা যখন বাবা নামক বট গাছ টি হারিয়ে যায়, তখন বড় ভাই নামক বট গাছ টি ছোট ভাই কে ছায়া দেয়। তুমি আজকে তোমার বড় ভাই কে নিয়ে খুবই সুন্দর একটি লেখা লিখছো। তোমার লেখা গুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ তোমার সুন্দর মন্তব্যের জন্য। বাবার মতো বড় ভাই সত্যিই একটি বট গাছের মতো, তিনিও সব সময় আমাদের পাশে থাকেন এবং আমাদের সুরক্ষা দেন। তোমার প্রশংসা আমাকে আরও ভালো লেখার প্রেরণা জোগাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit