লেভেল ৪ হতে আমার অর্জন - By @redwanhossain

in hive-129948 •  last month 

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ স্রষ্টার দয়ায় আমিও ভালো আছি। আমি স্টিমিট প্লাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেল ০৩ থেকে সফলভাবে ভেরিফাই হয়ে আসি। এবং তার-ই ধারাবাহিকতায় লেভেল ০৪ এর ক্লাস সম্পন্ন করতে সক্ষম হই। উক্ত ক্লাসের লেভেল ফোরে আমাদের যে বিষয়গুলো শেখানো হয়েছে, Steem/Sbd/Trx Transfer, Internal Market এ SBD থেকে Steem এ Convert করা,External Market এ Steem এবং TRX Exchange করা ।

আমি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করেছি । ক্লাসটি করে আমি আরো অনেক কিছু জেনেছি এবং শিখেছি। তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রফেসরকে, ‍ যিনি খুব সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের সবকিছু শিখিয়েছেন।

WhatsApp Image 2024-11-27 at 18.49.33_587c6c57.jpg


-p2p কি?

p2p বলতে person to person যা একজন ইউজারের ওয়ালেট হতে অন্য ব্যক্তিকে steem, SBD বা trx পাঠানোকে বোঝায়।


  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করতে আমি আমার ওয়ালেটে লগইন করবো। তারপর সেখানে এসবিডি এর পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে সেখানে ক্লিক করি । এখানে ক্লিক করার পর আমি ট্রান্সফার নামে একটি অপশন পাবো সেখানে ক্লিক করবো পরে যে বক্সটি আসবে সেখানে আমি আমার প্রয়োজন মত তথ্য দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমাকে আরেকটি কনফার্মেশন প্রিভিউ দেখাবে। সেটা আমি ভালোভাবে দেখে নিয়ে ওকে বাটনে ক্লিক দিব। নিচে স্ক্রিনশট এর মাধ্যমে ধাপ গুলি তুলে ধরার চেষ্টা করা হলো:

ধাপ - ০১
number 1.PNG

ধাপ - ০২
number 2.PNG

ধাপ - ০৩
number 3.PNG

ধাপ - ০৪
number 4.PNG

ধাপ - ০৫

number 5.PNG


  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

আমি আমার একাউন্টের ওয়ালেটে লগইন করি। তারপর সেখান থেকে স্টিমের পাশে যে ড্রপডাউন রয়েছে সেখানে ক্লিক করি, ক্লিক করার পর সেখানে ট্রান্সফার সিলেক্ট করে আমি level4test এ ০.০০১ স্টীম পাঠাবো তাই টু তে level4test এবং এমাউন্টে ০.০০১ স্টীম লিখেছি এবং মেমোতে learning purpose দিয়েছি। তারপর নেক্সট ক্লিক করার পর ফাইনাল প্রিভিউ দেখায় এবং আমি সেটা চেক করে ওকে ক্লিক করি। সর্বশেষ ধাপে ট্রান্সফার কমপ্লিট করার জন্য একটিভ কি দিয়ে ওকে করে দেই। নিচে স্ক্রিনশট এর মাধ্যমে ধাপ গুলি তুলে ধরার চেষ্টা করা হলো

ধাপ - ০১
number 1.PNG

ধাপ - ০২
number 2.PNG

ধাপ - ০৩
number 3.PNG

ধাপ - ০৪
number 4.PNG

ধাপ - ০৫
number 5.PNG


  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

P2P এর মাধ্যমে স্টিম একাউন্ট হতে আপাতত TRX সেন্ড অপশনটি skip করতে বলা হয়েছে


  • Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার জন্য আমি আমার ওয়ালেটে লগইন করি । তারপর আমার প্রোফাইলে ডান পাশে আইকনে ক্লিক করি সেখানে আমি currency market option পাব । সেখানে ক্লিক করি, ক্লিক করার পর সেখানে দুটি অপশন পাবো একটি Buy Steem এবং অপরটি হলো Sell Steem। যেহেতু এখানে SBD কে steem এ কনভার্ট করতে বলা হয়েছে তাই আমি Buy steem সিলেক্ট করি। সেখানকার লোয়েস্ট আস্কে ক্লিক করি। নিচে স্ক্রিনশট এর মাধ্যমে ধাপ গুলি তুলে ধরার চেষ্টা করা হলো

ধাপ - ০১
number 1.PNG

ধাপ - ০২
number 2.PNG

ধাপ - ০৩
number 3.PNG

ধাপ - ০৪
number 4.PNG

ধাপ - ০৫
number 6.PNG

ধাপ - ০৬
number 7.PNG


  • Poloniex Exchange site এ একটি Account Create করুন।
    Poloniex Exchange site এ একটি Account Create দুইভাবে করা যায় একটি হলো poloniex অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে । আমি এখানে ওয়েবসাইটের মাধ্যমে একাউন্টে কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখাবো।

ধাপ- ০১
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErXAD3nrMaCw77Tjx8E3929PQ16Rkord9rYRfm783Yfuk3UaMJExF9guYvL49jVLBAjYZuzJz4MTvk4rGWaWVgj7jDZbLhfYgBCz.jpeg

ধাপ- ০২
2.jpeg

ধাপ- ০৩
3.jpeg

ধাপ- ০৪
4.jpeg


  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

Steemit account থেকে Poloniex Exchange site এ Steem Transfer তার জন্য সবার আগে আমি Poloniex লগইন করি এবং সেখান থেকে ওয়ালেটে ক্লিক করি। ওয়ালেট থেকে আমি ডিপোজিট অপশনে ক্লিক করি। সেখানে একটি সার্চ বার আসে যেখানে আমি স্টিম লিখে সার্চ করি এবং নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করি । সেখানে আমি এড্রেস এবং মেমো দেখতে পাই এবং তা কপি করে রাখি । এরপর পুনরায় আমি আমার স্টিমিট ওয়ালেটে লগইন করি। স্টিমের পাশে যে ড্রপটা ডাউন রয়েছে সেখান থেকে ট্রান্সফার অপশনটি ক্লিক করি। সেখানে একটি বক্স আসে যেখানে আমার আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নেক্সট দিই। এই বক্সটিতে আমি poloniex থেকে কপি করা এড্রেস এবং মেমো পেস্ট করে এমাউন্ট বসিয়ে দিই।এরপর আমাকে ফাইনাল প্রিভিউ দেখায় যা আমি ওকে করে দেই। সবশেষে আমি আমার প্রাইভেট কি দিয়ে ট্রান্সফারটি সম্পন্ন করি।

ধাপ- ০১
number 1.PNG

ধাপ- ০২
number 2.PNG

ধাপ- ০৩
number 3.PNG

ধাপ- ০৪
number 4.PNG

ধাপ- ০৫
number 5.PNG

ধাপ- ০৬
number 6.PNG

ধাপ- ০৭
number 7.PNG

ধাপ- ০৮

number 8.PNG


  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

TRX অপশনটি skip করতে বলা হয়েছে


  • Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Poloniex Exchange site এ Steem কে USDT তে Exchange করার জন্য আমি আমার Poloniex একাউন্টে লগইন করি। সেখান থেকে আমি ট্রেড Trade অপশনটিতে ক্লিক করি। সেখান থেকে স্পট Spot option। সেখানে একটি সার্চ বার আসে যেটায় আমি Steem/USDT লিখে সার্চ দেই এ দুটোর এবং পেয়ার সিলেক্ট করি। সেখানে বাই এবং সেলর দুইটি অপশন থাকে। আমি Sell অপশনে ক্লিক করি। তারপর আমি যে পরিমাণের steem USDT তে exchange সেই অ্যামাউন্ট লিখবো। সবশেষে আমি Sell steem অপশনে ক্লিক করে আমার steem USDT তে Exchange করবো।

ধাপ- ০১
number 1.PNG

ধাপ- ০২
number 2.PNG

ধাপ- ০৩
number 3.PNG

ধাপ- ০৪
number 4.PNG

ধাপ- ০৫

number 5.PNG

ধাপ- ০৬
number 6.PNG

অনুরূপ একইভাবে trx কে USDT তে Exchange করার জন্য আমি আমার উপরের পদ্ধতিটি অনুসরণ করবো । শুধু স্পট অপশনের সার্চ অপশনে steem / USDT এর পরিবর্তে TRX/ USDT pair টি select করবো। সেখানে বাই এবং সেলর দুইটি অপশন থাকে। আমি Sell অপশনে ক্লিক করবো। তারপর আমি যে পরিমাণের TRX USDT তে exchange করবো সেই অ্যামাউন্ট লিখবো। সবশেষে আমি Sell TRX অপশনে ক্লিক করে আমার TRX USDT তে Exchange করবো।


ধন্যবাদ সবাইকে

ধন্যবাদান্তে,
@redwanhossain

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আপনি আমাদের মাঝে লেভেল ৪ এর পরীক্ষা পত্র উপস্থাপন করেছেন। আপনার এমন পরীক্ষা পত্র দেখে খুবই ভালো লেগেছে আমার। চমৎকারভাবে আমাদের মাঝে পরীক্ষার উত্তর পরিবেশন করেছেন। আশা করবো এভাবে আপনি ভেরিফাইড হয়ে যাবেন খুব শীঘ্রই।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপু। এমন প্রশংসা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি চেষ্টা করবো আরো ভালোভাবে কাজ করতে।

প্রতিদিনের বাধ্যতামূলক টাস্কগুলো আপনি পূরণ করেননি, সেটা অবশ্যই পূরণ করে আমাকে জানাবেন....

টাস্ক - ০১

puss twitt.PNG

টাস্ক - ০২

belish vote.PNG

টাস্ক - ০৩

rocket vote.PNG

লেভেল ৪ এর প্রতিটা বিষয় সুন্দরভাবে তুলে ধরেছেন প্রতিটা বিষয় সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করেছেন সেটা প্র্যাকটিক্যালি উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই পরবর্তী লেভেল পার করতে পারবেন ইনশাল্লাহ।

আপনার প্রশংসাসূচক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দোয়া ও সমর্থন আমার জন্য অনুপ্রেরণা।