হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি। এ সপ্তাহে ৯ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৯ জন পার্টিসিপেট করেছে । ৯ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @nevlu123
ক্যামেরা মডেল:- m32
ফোকাল লেন্থ:- 4.6mm
ফ্ল্যাশ :- ব্যবহৃত হয় নি।
এডিট:- নন- এডিট
শীতের ভারি কুয়াশায় ছাদের উপর থেকে এই দৃশ্যটি ক্যাপচার করেছিলাম।
By: @nazmul01
শীতকালে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি অপরূপ রূপে সেজে থাকে। সকাল বেলা ঘন কুয়াশার কারণে মন হয় চারপাশে যেন সাদা মেঘে ঢেকে আছে। এটাই শীতের সৌন্দর্য। আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। চোখের সামনে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির অপরূপ মেলা দেখতে পাই এবং আমি ফটোগ্রাফি করি।
By: @kausikchak123
By: @green015
বিবরণ:এটি হচ্ছে কুয়াশাচ্ছন্ন ভোরের প্রকৃতির ফটোগ্রাফি।সাদা কুয়াশায় ঢেকে গিয়েছিল চারিদিক আর আকাশ ফেটে যেন সূর্যের আলো ছড়িয়ে পড়ার চেষ্টা করছিলো।খেজুর গাছ, কুল গাছ ও ঘরটি সবই কুয়াশার চাদরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।সবুজ গাছের ফাক দিয়ে আমাদের এখানের জলের বড় ট্যাংকটি দেখা যাচ্ছে।
By: @ah-agim
বিবরণ: কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি টি ভোরবেলা তুলেছি। এখানে সাদা বক গুলো জমিতে মাছ খাচ্ছে। বক গুলো জমিতে মাছ খাওয়ার দৃশ্য বেশ দারুন লাগছে। কুয়াশাচ্ছন্ন থাকার কারণে গাছ গুলো স্পষ্ট বুঝা যাচ্ছে না। প্রকৃতির সবকিছু কুয়াশা চাদরে ঢাকা।
By: @riyadx2
বিবরণ: বেশ কয়েকদিন ধরে আমাদের উত্তরবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে।আর এই কুয়াশা কে উপেক্ষা করে আমাদের এলাকার কৃষক মানুষেরা আলু তোলার কাজে লাগিয়ে পড়েছে ।আমি কিছু দিন আগে রংপুর শহরের মধ্যে যাওয়ার সময় এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম। তাদের শীতের মধ্যে আলু তোলার কাজ দেখে বেশ ভালো লাগছিলো আমার কাছে।
By: @kazi-raihan
বর্ননা: সকালবেলা এই প্রতিযোগিতার পোস্ট দেখার পরে বাইক নিয়ে এক কিলোমিটার দূরে গিয়েছিলাম এই ছবি তোলার জন্য। মূলত রাস্তার পাশে অনেক লম্বা ফাকা জায়গায় একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে সরিষা ফুলের সৌন্দর্য সেই সাথে আখ ক্ষেতের অনেক লম্বা জমি আছে। আশপাশের পুরোটা অংশ কুয়াশা ঘেরা ছিল যার কারণে এই ছবিটার সৌন্দর্য আরো ভালো এসেছে।
By: @shahid540
কিছু কথা: গত কয়েকদিন যাবত আমাদের উত্তরবঙ্গে কি পরিমানের শৈত্য প্রবাহ চলতেছে কেবলমাত্র উত্তরবঙ্গের মানুষ বলতে পারবে। মানুষের সাথে সাথে প্রকৃতিও যেন এই শীতের প্রকোপে ঝিম হয়ে গেছে। প্রকৃতির মাঝেও যেন শীতের প্রভাব পড়ে গিয়েছে। শীতকালীন সময়ের এই প্রকৃতিময় ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
By: @srshelly0399
সকাল বেলা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এই ফুল গাছটি লক্ষ্য করলাম নাম জানা নেই তবে কুয়াশায় গাছটির পাতা রঙ বদলায়। সূর্যের আলোর সাথে সাথে পাতার রঙের আবার পরিবর্তন হয়। তাই ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি।
উক্ত ৯ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @srshelly0399 - 3 STEEM -
- 2nd Prize - @riyadx2 -2 STEEM -
- 3rd Prize - @kazi-raihan - 2 STEEM -
- 4th Prize - @nevlu123 - 2 STEEM -
- 5th Prize - @green015 - 1 STEEM-
- 6th Prize - @shahid540 - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এইবার চমৎকার একটি টপিক্স নির্ধারণ করেছিলেন ভাইয়া। প্রত্যেকেই দেখতেছি দারুন ফটোগ্রাফি শেয়ার করেছিল। শীতের প্রকৃতির চমৎকার কিছু রূপ দেখতে পেলাম। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। নিজের অবস্থান ষষ্ঠ পজিশনে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের মাঝে প্রতিনিয়ত এরকম কনটেস্ট গুলো আয়োজন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি - দারুণ একটি টপিক ছিলো এবারের মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার। সকলের অংশগ্রহণ করা ছবি গুলোই বেশ সুন্দর ছিলো। একেক জন একেক রকমের সৌন্দর্য ক্যাপচার করেছিলেন। এর মাঝে আসলে বিজয়ী নির্ধারণ করাটা বেশ মুশকিল ই বটে। সকলকেই অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার ফটোগ্রাফি প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন আর যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের শুভেচ্ছা জানাই। ভাইয়া আপনি প্রতি সপ্তাহে একটি টপিক ও ফটোগ্রাফি কে কেন্দ্র করে খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমিও এখন থেকে চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। ধন্যবাদ ভাইয়া প্রতি সপ্তাহে এত সুন্দর একটি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ফটোগ্রাফি শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। বিশেষ করে গ্রামীন পরিবেশে শীতকালের দৃশ্য গুলো খুব ভালো লাগে দেখতে। অনেকেই অংশগ্রহণ করলেন এই প্রতিযোগিতায়। সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। যারা প্রতিযোগিতায় ভালো ফলাফল করেছেন সবার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত বারের মতো এবারও আপনি আমাকে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আসলে আপনার এতো সুন্দর একটি উদ্যোগ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকলেই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সকল বিজয়ীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল দেখে ভীষণ ভালো লেগেছে ভাই। শীতের কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল, সবাই খুব চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। যারা পুরস্কার পেয়েছেন তাদের কে অভিনন্দন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় অবস্থান অর্জন করতে পেরেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হতে পেরে বেশ ভালো লেগেছে আশা করি পরবর্তী প্রতিযোগিতায় ভালো করব ইনশাল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইচ্ছে ছিলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠেনি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট টা আমি দেখেছিলাম। তবে ঐ মূহূর্তে আমার কাছে কোন সকালের কুয়াশার ফটোগ্রাফি ছিল না। তবে অন্যদের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ হয়েছে। চমৎকার করেছে তারা সকালের কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফি গুলো। রায়হান ভাইয়ের টা আমার কাছে বেশি সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit