অচেনার উদ্দেশ্যে - নৌকা বাইচের মেলায় #১

in hive-129948 •  4 months ago 

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এক অচেনার উদ্দেশ্যে যাত্রার গল্প শেয়ার করব। অনেকদিন হলো এই টপিক্সের পোস্ট শেয়ার করা হয় না। আগে আমি নিয়মিত এরকম একটি সিরিজ পোস্ট করতাম যেখানে নতুন নতুন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতাম।

সেদিন প্ল্যান করলাম দূরে কোথাও ঘুরতে যাব। বিকেল ৪ টার দিকে আমরা রওনা হলাম। আমরা মোট ৯ জন গেছিলাম। আমাদের এলাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে চলে গেলাম আমরা। হাইওয়ে থেকে যখন ভেতরের রাস্তায় নামলাম তখন পুরো রাস্তাটাই ছিল আমাদের কাছে অচেনা। আমাদের মধ্যে শুধুমাত্র একজন লাইফে একবার এসেছে এদিকে।

image0-3.jpg

রাস্তাঘাট গুলো বেশ ভালই। অচেনা কোন জায়গা দিয়ে যেতে এমনিতেই ভালো লাগে। নতুন একটা এলাকা চেনার অভিজ্ঞতা আমার সবসময়ই ভালো লাগে। বহু সময় পর আমরা একটা বিলের রাস্তায় ঢুকে পড়লাম। একটা জায়গায় দেখলাম ছোট্ট একটি ব্রিজ, আর জায়গাটা বেশ ফাঁকা।

image0-4.jpg

image0-7.jpg

ওখানে সবাই কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ঘোরাফেরা করলাম। ওখানে থাকা স্থানীয় একটা ছেলে জানালো সামনে তিন-চার কিলোমিটার দূরে এক জায়গায় নৌকা বাইচের মেলা হচ্ছে। যেখানে আমরা গিয়ে দাঁড়ালাম সেখানে তেমন কিছু ছিল না যার কোন সিদ্ধান্ত নিলাম মেলা থেকে ঘুরে আসা যাক। আবার যাত্রা শুরু করলাম। তিন চার কিলোমিটার দূরে সেই জায়গাটাতে পৌঁছানোর পর একটা গ্যারেজে সবার গাড়ি রেখে মেলার দিকে অগ্রসর হলাম৷

image0-6.jpg

image0-3.jpg

আমাদের এলাকায় এক সময় প্রত্যেক বছর নৌকা বাইচের মেলা হত। কোলে কম পানি থাকার কারণে এখন আর হয় না। বহুদিন পর কোন একটা নৌকা বাইচের মেলাতে আসলাম। তবে এখানে যে নৌকাগুলো এসেছে সেগুলো বেশি একটা বড় নৌকা না। মিডিয়াম সাইজের বাইচর
নৌকা। দুপাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। প্রচুর লোকজনের সমাগম, সাথে অনেক দোকানপাটও ছিল। আরো অনেক ফটোগ্রাফি, আর পরবর্তী গল্পগুলো দ্বিতীয় পর্বে শেয়ার করব। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

নৌকা বাইচের মেলা কখনো সামনা-সামনি দেখার সুযোগ হয়নি, তবে টিভিতে বেশ কয়েকবার দেখেছিলাম। অনেক বড় বড় নৌকাও থাকে নৌকা বাইচের মেলায়। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি ভাই। আপনার ফটোগ্রাফির দক্ষতা একদম টপ লেভেলের। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।