সময় গেলে সাধন হবে না"

in hive-129948 •  3 years ago 


hourglass-1703349_1280.jpg

সময় গেলে সাধন হবে না, এটা একটা বিখ্যাত গানের কলি। যার স্রষ্টা, ধর্ম-বর্ণ-গোত্র না মানা বিখ্যাত বাউল গুরু লালন শাহ। তার এই কথাটার মর্ম আমাদের জীবনচক্রে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা সফলতায় বিরাজমান । আমরা মানব, সময়ের সঠিক মূল্যায়ন না করায় যে সমস্যাটা তৈরি করি বা সেই সুযোগটা হাতছাড়া করি সেটা আর পরবর্তীতে কখনোই পুষিয়ে নেওয়া যায় না।

খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের ছাত্র জীবনেই সময়ের মূল্য টা আমরা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি।কেউ সঠিক সময়ে উপলব্ধি করতে পারে, আবার কেউবা দেরিতে। যারা দেরিতে উপলব্ধি করতে পারে তারা জীবনে শুধুই শিক্ষাটাই পায় যে সময় গেলে সাধন হবে না। কিন্তু তার সিদ্ধি সাধন আর হয়ে ওঠে না। এটা শুধুমাত্র আমাদের ব্যক্তিজীবনেই লক্ষ করা যায় না। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও এটা দারুন ভাবে লক্ষণীয়। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করুন আমাদের দেশের জনসংখ্যা খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রতিনিয়ত আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। আবাদি জমিতে কল কারখানা স্থাপন করা হয়েছে, বসতবাড়ি স্থাপন করা হচ্ছে আবার অনেক সময় দেখা যায় কৃষিজমির মাঝখান দিয়ে অপরিকল্পিতভাবে যাতায়াত ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ইন্সি ইন্সি জায়গার সুপরিকল্পীত ব্যবহার নিশ্চিত না করলে ভবিষ্যৎ জেনারেশন হুমকির মুখে পড়বে।আর এটার দায়ভার আমাদেরকে নিতে হবে, আমাদের রাষ্ট্রকে নিতে হবে।

বিগত ২৫ বছরের মধ্যে আমাদের দেশে আবাদি জমির পরিমাণ ৯ শতাংশ কমে গেছে। এটা খুবই চিন্তার বিষয়। এভাবে যদি প্রতিনিয়ত কমতে থাকে তাহলে একসময় গিয়ে খাদ্যাভাবে আমাদের সবাইকেই ভুগতে হবে। কারণ প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। ফলশ্রুতিতে খাদ্যের চাহিদা বাড়বে কিন্তু খাদ্য উৎপাদন কমে যাবে। এসকল বিষয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং রাষ্ট্রকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য। পরিকল্পিত নগরায়ন এবং আবাদি জমির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ।

sheep-690198_1280.jpg

সময়ের সঠিক মূল্যায়ন না করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করলে কত বড় মহা বিপদ হতে পারে আমাদের জন্য,উপরের আলোচনায় সেটার একটা উদাহরন ছিল মাত্র।আমাদের জীবন পরিচালনায় প্রত্যেকটা সেক্টরেই যথার্থভাবে সময়ের মূল্যায়ন আমাদেরকেই নিশ্চিত করতে হবে । তাছাড়া আমরা প্রতিটা সেক্টরেই পিছিয়ে পড়বো। কারণ এই প্রতিযোগিতার বাজারে কেউ না কেউ আপনার পজিশনটা ছিনিয়ে নেবে, যদি আপনি সময় মত সময়ের সঠিক মূল্যায়ন না করে সে অনুযায়ী কাজ না করতে পারেন। কেউ আপনার জন্য বসে থাকবে না। সময়ের সঠিক ব্যবহার আপনাকে নিশ্চিত করেই আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। আমার জীবনে বাস্তব অনেকগুলো অভিজ্ঞতা আছে যেখানে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পেরে আমি অনেক বড় বড় সফলতা হারিয়েছি।

আমি নিজেকে শোধরানোর চেষ্টা করছি এবং চেষ্টা করে যাবো। আপনারাও সবাই সময়ের সঠিক মূল্য দিতে শিখবেন এ প্রত্যাশাই করি। আর আমাদের দেশের প্রতি যেন আমরা সবাই যত্নশীল হই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ভবিষ্যত প্রজন্মকে আমরা কি উপহার দিচ্ছি সেটা আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে। আমরা যদি এখন সময়ের সঠিক ব্যবহার করি তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে পারব।


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকের পোস্টে অনেক সুন্দর একটা টপিক নিয়ে কথা বলেছেন ভাইয়া। সময় থাকতেই সব কিচ্ছু সাধন করা উচিত। কিন্তু আমরা সেটা জেনে ও জানিনা। আমরা প্রত্তাহ সব কিছুতেই অবহেলা করছি। এভাবেই সময় আর দিন পার করছি। কিন্তু সময় একদিন না একদিন আমাদের সেই জায়গাই দার করাবেই যেই সময় টুকু আমরা অবহেলা করে উড়িয়ে দিয়েছি। অনেক ভাল লাগলো কথা গুলু। আর জীবনের অনেক কিছু মনে পরে গেল।

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সময় গেলে সাধন হবে না। আসলে সময় গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না। সময়ের মূল্য দিতে হবে যারা সময়ের মূল্য দেয় না। তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। একবার সময় চলে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময়ের মূল্য দেওয়া, তাহলে জীবনে উন্নতি সম্ভব। তাছাড়া জীবনে কখনো উন্নতি সম্ভব নয়। আপনাকে অনেক ধন্যবাদ।

বিগত ২৫ বছরের মধ্যে আমাদের দেশে আবাদি জমির পরিমাণ ৯ শতাংশ কমে গেছে। এটা খুবই চিন্তার বিষয়।

ভাইয়া এই ব্যাপারটা তো ভাবিইনি! এখন চিন্তা করলেও কেমন লাগছে। এভাবেই যদি কমতে থাকে তাহলে আমাদের একদিন তো সব শেষ হয়ে যাবে। তখন লোকে খাবে কি! সময়গুলো এভাবে নষ্ট করে ভবিষ্যৎ এর বিপদ ই ডাকি আমরা সবসময়।

সময় বড় অদ্ভুত। সময় তার নিজের নিয়মে বয়ে চলে যায়। আমরা আমাদের সফলতায় থেমে থাকলেও সময় কখনো থেমে থাকে না। আমাদের জীবনের সাথে পাল্লা দিয়ে বয়ে চলছে সময়। আর আমরা যদি সময়ের সঠিক ব্যবহার না করতে পারি তাহলে হারিয়ে যাবো অন্ধকারের নীল সাগরের তলায়। আমরা যদি সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি তবে সফলতা অর্জন করতে পারবো। সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো লক্ষ্য নির্ধারণ ও সময়ের মূল্যায়ন। আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো।"সময় গেলে সাধন হবে না"এই কথাটি আমরা সবাই জানি কিন্তু মানি কয়জন এটাই ভাববার বিষয়।

  ·  3 years ago (edited)

দাদা,আপনি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।আসলে কথায় আছে -সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।তাই সময়ের কাজ সময়ে করা উচিত।কিন্তু সেটি হতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত।সিদ্ধান্তে ভুল হলে সারা জীবন ভুল বহন করে যেতে হবে।আপনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন।আমাদের সর্বদা সময়ের যথাযথ মূল্যায়ন করা উচিত।ধন্যবাদ দাদা।

ভাই দিনদিন আমাদের আবাদী জমি কমছে ঠিকই।কিন্তু স্বল্প জমিতে বৈজ্ঞানিক উপায়ে প্রচুর ফলন ফলানো হচ্ছে। তবে এমন এক সময় আসবে প্রচুর ফলন ফলাইয়েও কোন লাভ হবে না।
অনেক ধন্যবাদ ভাই দেশ-জাতি সম্পর্কে লেখনির মাধ্যমে প্রকাশ করার জন্য।

বাহ অসাধারণ ভাই। আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। কথায় আছে, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যে সময়টা একবার চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না।

প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে।

আপনার এই কথার সাথে আমি একমত ভাই। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিকই সেই সাথে আবাদি জমির পরিমান কমে যাচ্ছে। আর এই জমির পরিমান কমে যাওয়ার প্রধান কারন হলো যখন তখন যেখানে সেখান কারখানা স্থাপন করা। এটা খুবই বেদনাদায়ক মনে হয় আমার কাছে

ভাই একদম সঠিক কথা আপনি তুলে ধরেছেন আজকে। ঠিক বলেছেন সময় গেলে সাধন হবে না কথাটা একদম সত্য, কারন সময়ের কাজ সময়ে না করলে অসময়ে সেটা করে কোন লাভ হয় না ভাইয়া। আসলে মানুষ সময় থাকতে অনেক কিছু বুঝেনা কিন্তু সময় যখন চলে যায় তখন ঠিকই বুঝতে পারে।
খুবি চিন্তার ব্যাপার দিন দিন ফসলি জমি যদি কমে যায় তাহলে তো দেশে ভয়ানক একটি সমস্যার সৃষ্টি হবে।।। 😔😑

আসলেই তাই ভাই ৯% আবাদি জমি কমে যাওয়া এটা আমাদের জন্য খুব দুঃখ জনক ব্যাপার। সময় গেলে স্বাধন হবে না। এখন মনে হয় স্কুল লাইফ টা যদি আবার পেতাম তাহলে সব কিছু সুন্দর ভাবেই ঘুছিয়ে নিবো। ঠিক যেদিন জীবনের শেষ প্রান্তে আমরা চলে যাবো সেদিন এই কথাই মনে হবে🥺🥺কিন্তু লাভ হবে না। খুব সহজ ভাষায় লিখেন আপনি।

ঠিক বলেছেন ভাই ।সময় থাকতে যদি কাজ না হয় ।তখনি শুরু হয় বিপদ ।তখন থাকে একুল না ওকুল ।আর জীবন এর তখন দূরভোগের শেষ থাকেনা ।তাই সবার উচিৎ সময়ের সৎ সধান করা ।ধন্যবাদ ভাই

"সময় গেলে সাধন হবে না" ।উক্তিটি যথার্থ।

সময় ও নদীর স্রোত কখনো কারো জন্য থেমে থাকে না । এরা তাদের নিজের গতিতেই বয়ে চলে। সময় পৃথিবীর কোন কিছুর মূল্যেই ফিরে পাওয়া সম্ভব নয়। তাই আমাদের সবাইকেই সময়ের কাজ সময়ে করা উচিত।

জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলি জমি নষ্ট করে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে ,বন-জঙ্গল উজাড় করে ঘরবাড়ি নির্মাণ হচ্ছে কিন্তু এতে যে আমাদের খাদ্যের ঘাটতি পড়বে ভবিষ্যতে তা আমরা ভাবছি না। এই ব্যাপারটি নিয়ে আমাদের এখনই ভাবনা চিন্তা করা উচিত। কারণ সময়ের কাজ সময়ে না করতে পারলে কোন কিছুই সাধন হবে না। ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ,আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া, আপনি আপনার পোস্টে আমাদের নাগরিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। আমি আপনার পোষ্টটি পড়ে সত্যি মুগ্ধ হয়েছি। আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ পৃথিবীটাকে বসবাসের উপযোগী করে তোলার চেষ্টা করা প্রয়োজন। তাই আমাদের সকলের উচিত সময় থাকতে সময় উপযোগী কাজগুলো সাধন করা। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সময় গেলে সাধন হবে না এই কথাটি এখন আমি অক্ষরে অক্ষরে বুঝতে পারছি।
আমি অনেক কিছুই সময় এ করিনি। তবে আশা করছি এখন আমি সবকিছু গুছিয়ে নিজেকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আপনি খুব ভালো কথা বলেছেন ভাই কথাগুলো একদম সত্যি।

লেখাটা পড়ে সত্যি খুব ভালো লাগলো দাদা। আমরা কজনই বা আছি বলুন এত গভীর ভাবে চিন্তা করি!! যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। হ্যা, একটা সময় আসে যখন আমরা আমাদের ভুল বুঝতে পারি কিন্তু তখন আমাদের হাতে আর কিছুই করার থাকে না। ব্যাপারটা শুধু মাত্র আমাদের আবাদি জমি দিয়ে না, সব ক্ষেত্রেই এমন। মানুষ জাতির শুভ বুদ্ধির উদয় হোক।এই কামনাই করি।

সময় ও স্রোত করো জন্য অপেক্ষা করে না এটা ১০০% সত্য এবং এটা সকলকে মেনে নিতে বাধ্য।সময়ের মূল্য বুঝতে পারলেই জীবন রঙিন আর সময়ের কদর না করলেই জীবন যাপন কষ্ট কর।আপনার পোস্টটি থেকে অনেক কিছুই শিখতে পারছি ভাইজান।অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

যারা দেরিতে উপলব্ধি করতে পারে তারা জীবনে শুধুই শিক্ষাটাই পায় যে সময় গেলে সাধন হবে না। কিন্তু তার সিদ্ধি সাধন আর হয়ে ওঠে না।

আপনি একদম ঠিক বলেছেন এই ব্যপারগুলো কেবলমাত্র যে আমাদের ব্যক্তিগত জীবনে ঘটে তা নয় এটি পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অনেক আমরা দেখে থাকি। যারা পরিকল্পনা করেন তাদের পরিকল্পনায় যখন ভুল থাকে তখন সেটাকে পরবর্তীতে আর শুধরে নেওয়া সম্ভব হয়ে ওঠেনা। অনেক চমৎকার করে কথাগুলো বলেছেন আসলেই আমাদের পরবর্তী জেনারেশন এর জন্য আমাদেরকে একটা ভালো অবস্থা রেখে যেতে হবে অন্তত তারা যাতে আমাদের চেয়ে ভালো থাকতে পারে।