সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - ডিসেম্বর প্রথম সপ্তাহ (Weekly Plagiarism Report -December -1st week)

in hive-129948 •  3 years ago  (edited)

Tue_23_11_2021_13_43_02.png

02-12-2021

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@ratula922পদ্মায়..
100%
উৎস
@eisha33গোলাপ..
100%
উৎস
@tdas0জীবন..
100%
উৎস
রিপিট পোস্ট :
ক্রমিক নংনামরিপিট পোস্টপ্রধান পোস্ট
@abdul237পোস্ট লিংকপোস্ট লিংক
@hossam131313পোস্ট লিংকপোস্ট লিংক
@jaesunsangপোস্ট লিংকপোস্ট লিংক

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@hossam131313লিংক উৎস
@biplopaliলিংক উৎস
@de3pলিংক উৎস
@biplopaliলিংক উৎস
@tdas0লিংক উৎস
@pap-hadyলিংক উৎস
@jaesunsangলিংক উৎস
@sannemলিংক উৎস
@ustazkarimলিংক উৎস
১০@malkeetsinghলিংক উৎস
১১@mo11লিংক উৎস


যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই সপ্তাহের চৌর্যবৃত্তি প্রতিবেদন দেখে অবাক হলাম ভাইয়া। গত সপ্তাহে চৌর্যবৃত্তি একেবারেই কমে গিয়েছিল। আমাদের কমিউনিটির পরিবেশ স্বচ্ছ রাখতে চৌর্যবৃত্তি কঠোরভাবে নির্মূল করতে হবে। আশা করি আগামী সপ্তাহে চৌর্যবৃত্তির হার অনেকটা কমে আসবে। এত কঠোর পরিশ্রম করে চৌর্যবৃত্তি গুলো সনাক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

এই সপ্তাহের লিস্ট দেখে আমি হতাশ। এই সপ্তাহে এতগুলো সাসপেক্ট ধরেছেন। ভাবতেই অবাক লাগছে। তবে একদিকে ভালই লাগলো যারা ক্লাসের আওতায় আসছে তাদের এই লিস্টে নাম নেই। পুরাতন দেরতো কথা বাদই দিলাম।

এই লিস্টে যারা আছেন তারাও যদি আমাদের ক্লাসে জয়েন করে তবে তারও আর এরকম কাজ করবে না।

আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া, আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

আসলে ব্যাপারটি খুবই দুঃখজনক। কারণ সবকিছু এইভাবে শিখানো সত্ত্বেও যদি কেউ এইভাবে খারাপ অথবা আইন লঙ্ঘণের পথ বেছে নেয় তাহলে বিষয়টা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আর আপনার কাজ দেখে ও তো সতর্ক হওয়া উচিত। আসলে আমাদের সামনেই আপনি কাজগুলো করেন আর আমাদের সামনেই তুলে ধরেন যাতে আর দশটা মানুষ সাবধান হতে পারে।

বাবারে এতো গুলো। এত চমকে উঠার মত ঘটনা দুশ্চিন্তার বিষয় বটে। আশা রাখি যারা abb-school এর ক্লাস করবেন তাদের এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং আমরা সকলেই বিশ্বাস করি এই চৌর্যবৃত্তির হার একদিন জিরো তে নেমে আসবে।

😮 গত সপ্তাহের লিস্ট দেখে মনটা খুব ভালো লাগছিলো ।আজকের লিস্ট দেখে মনে হচ্ছে সব ধারনা ভুল ।এতো জন একসাথে এমন কাজ কেন যে করলো বুজেই উঠতে পারছি না ।সবাই কি এক লাফে আসমানে উঠতে চায় ।একেবারেই হুট করে ঢুকেই পোষ্ট মারলেই কি হবে দেখে শুনে বুজে পোষ্ট করবে না ।এদের সবার abb-school এ পুরা শুরু থেকে ক্লাস করা উচিৎ ।ধন্যবাদ ভাই ,ভুল না ধরলে সঠিক শিখবে কেমনে ।এখন
আবার শিখবে এরপর সুধরাবে ।ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাই।

এই সপ্তাহের লিস্ট দেখে নিজের কাছেই খারাপ লাগছে।সত্যি নতুন নতুন যারা এসেছে তারা কমিউনিটির রুলস না মেনেই পোস্ট করে চলেছে ফলে এতো গূলার লিস্ট এটা সত্যি দঃখের বিষয়।যাইহোক সুমন ভাই যখন আছেন আহার চুরি করেও পার পাবে না।অনেক সুন্দর রিপোর্ট করেছেন ভাইয়া।

লিষ্টটি দেখে অবাক হয়ে গেলাম। নতুন যারা কমিউনিটিতে জয়েন করেছেন তারা সম্ভবত রুলস্ টা পরে নাই। নতুন এখানে যাদের নাম আছে তাদেরকে ক্লাসে জয়েন করাতে পারলে এ ধরনের ভুল মনে হয় আর হবে নাহ। আর এ ধরনের অপরাধ করে সুমন ভাইয়ের কাছ থেকে পার পেয়ে যাওয়া কোন মতেই সম্ভব নাহ। ভাই একটি গুগল 😜। সো যারা এই লিষ্টে আছেন তারা অবশ্যই এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন‍্য।

সত্যিই হতাশ করার মতোই কারণ কিছুদিন আগে একদম কমে গিয়েছিল। এখন অনেকে নিউ ইউজার বাড়ছে। আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আপনি যেন এভাবেই সকল দুর্নীতি মুক্ত করতে পারেন দোয়া করি

আজকের চৌর্যবৃত্তি এবং কপিরাইট লঙ্ঘন সাথে একই পোস্ট বারবার এগুলো দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। সুন্দর স্বচ্ছ কমিউনিটি তে এগুলো আমাদের জন্য সত্যিই অসহনীয় বিষয়।

তবে যেহেতু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয়।

আর সুমন ভাইকে আন্তরিক ধন্যবাদ কমিউনিটিকে সুন্দর রাখার জন্য আপনার এই পরিশ্রমকে।।

এই সপ্তাহে তো অনেকেই কপিরাইট বিধি লঙ্ঘন করেছে। user দের এই সব বিষয় থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।

আগের তুলনায় আজকের রিপোর্টটি দেখে আমি অনেকটা হতাশ। কারণ আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে মডারেটরগণ। এবং আর এমন ই দাদা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে। তারপরেও যদি মানুষ বিধি লংঘন করে ব্যাপারটা খুব অসহনীয় তাহলে দুঃখ প্রকাশ করছি। যারা এই আইন লংঘন করেছেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমাদের ক্লাস গুলো সঠিক সময়ে এবং খুব মনোযোগ সহকারে করেন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমাদের সাথে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো অবিরাম মায়া।

এই সপ্তাহের চৌর্যবৃত্তি প্রতিবেদনের লিস্ট দেখে আমি অবাক হয়ে গেলাম। অনেক বেড়ে গেছে এবার। তবে এদের মধ্যে বেশিরভাগই নতুন ইউজার। আমাদেরকে আরো বেশি সচেতন হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য।

ডিসেম্বরের প্রথম সপ্তাহের চৌর্যবৃত্তির পরিমাণ দেখে আমি সত্যিই হতাশ 🤭এই সপ্তাহে সাপ্তাহিক চৌর্যবৃত্তির পরিমাণটা একটু বেশি দেখছি। তবে এখানে যতগুলো নাম দেখতে পেলাম তাদের কাউকেই তেমন পরিচিত লাগছে না, তার মানে এরা কয়জন মনে হয় কমিউনিটিতে নতুন যোগদান করেছে। আমি তাদের কাছ থেকে আশা করব, তারা যেন কমিউনিটি সকল নিয়ম কানুন মেনে পোস্ট করে, তাহলেই আস্তে আস্তে সাপ্তাহিক চৌর্যবৃত্তি পরিমাণ কমে যাবে। সবার জন্য শুভকামনা রইল🎊

ব্যাপারটা সত্যি হতাশাজনক। গত কয়েক সপ্তাহ রিপোর্ট দেখে খুব ভাল লেগেছিল চৌর্যবৃত্তির সংখ্যা একেবারেই কমে গিয়েছিল কিন্তু এই সপ্তাহে এত বৃদ্ধি পাবে সেটা কখনোই আশা করিনি। তবে নতুন নতুন সদস্য যুক্ত হওয়ার কারণে এরকম হচ্ছে হয়তোবা তবে এত পরিশ্রম করে আমাদের প্রফেসরা।এর পরেও এরকম ভুল সত্যিই ব্যতীত করে।

ব্যাপারটা সত্যি কষ্ট দায়ক। এত ভালো ভাবে সব কিছু বোঝানোর পরেও সবাই এই ভুলটাই করে। এরকম কাজ যেন না হয় এর জন্য মডারেটর এবং ফাউন্ডার সবাই অনেক কষ্ট করে আমাদের ক্লাস নিচ্ছে যাতে আমরা সবাই শিখতে পারি। তবুও এই কাজ হয়ে যাচ্ছে।

হঠাৎ করে এই সংখ্যাটা বেড়েই গেল যেটা সত্যি উদ্বেগজনক। আপনার সময় দিয়ে কমিউনিটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক ধন্যবাদ এবং আশা করছি তারা ভুল করছেন তারা খুব তাড়াতাড়ি শুধরে যাবেন।

এই সপ্তাহে আসলে অনেকেই কপি করেছে দেখা যাচ্ছে। আসলে এত সুবিধা থাকার পরেও যদি এই কাজ আমরা করি তাহলে এটা আমার ব্যার্থতা সত্যি। যারা নতুন তাদের নিয়মিত সব কিছু বলে দেয়া হচ্ছে। তাও না বুঝলে টিকিট এর ব্যাবস্থা রয়েছে। তার পরেও যদি এই কাজ গুলা করা হয় তাহলে সত্যি আর কিছু বলার নেই।

হতভম্ব হয়ে গেলাম। এবার তো দেখছি অনেকে চৌর্যবৃত্তি করেছে। সবার উচিৎ চৌর্যবৃত্তিকে পরিত্যাগ করা এবং নিজের প্রতিভার বিকাশ ঘটানো। কারন আমার বাংলা ব্লগ কমিউনিটি সৈকত থেকে তার নিজ নিজ সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের প্রতিভার বিকাশ ঘটানো।