"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা - ২৬ এর ফলাফল প্রকাশ।।

in hive-129948 •  2 years ago 

Polish_20221111_154845017.png

ব্যানার ক্রেডিট: @hafizullah ভাই

হ্যালো সবাইকে। "শেয়ার করো তোমার বানানো ভিন্ন রকমের কেকের রেসিপি" প্রতিযোগিতায় বেশ ভালোই এন্ট্রি এসেছে। যার প্রত্যেকটি ছিল অসাধারণ । উইনার সিলেকশন করাটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। সাত দিন পূর্বে বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের বিজয়ীদের নাম ইতিমধ্যেই কমিউনিটি হ্যাংআউটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছে। গত সাত দিন কমিউনিটিতে সবাই হরেক রকমের কেক তৈরি করে দেখিয়েছেন । যাই হোক , সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনেক খুশি।

এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যাদের রেসিপিতে ছিল ভিন্নতা এবং উপস্থাপন ছিল গোছালো । এত এত অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৭ জনকে বাছাই করে নিয়ে আসা আমাদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জ ছিল। সিলেকশনে ত্রুটি হতে পারে। আশা করি বিশ্বাস হারাবেন না। পরিশ্রম করুন এবং আমাদের সাথেই থাকবেন। যাই হোক, সাতজনকে আমরা উইনার লিস্টে রাখতে পেরেছি। সেই ৭ জন এর তালিকা নিম্নে দেওয়া হলঃ-

অংশগ্রহণকারীঃ- ২৮
মোট বিজয়ীঃ- ৭
নংনামএন্ট্রি লিংকপুরস্কার
বিশেষ পুরস্কার@tanuja লিংক10 STEEM
@tasonya লিংক35 STEEM
@bristy1 লিংক25 STEEM
@sshifa লিংক20 STEEM
@payelb লিংক10 STEEM
@green015 লিংক10 STEEM
@anisshamim লিংক5 STEEM

বিজয়ীদেরকে জানাচ্ছি অভিনন্দন । আর যে সকল ইউজার পার্টিসিপেট করেছেন কিন্তু বিজয়ী তালিকায় নেই তারা হতাশ হবেন না। কারণ প্রত্যেকেই অনেক ভালো করেছেন। সামনে আপনাদের জন্য আরো দুর্দান্ত সব সুযোগ আসতে যাচ্ছে।

এ প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেঃ-
নংনামপরিমাণ
@rex-sumon35 STEEM
@shuvo3535 STEEM
@kingporos15 STEEM
@nusuranur15 STEEM
@ayrinbd15 STEEM


IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সকল বিজয়ীদের অনেক অনেক স্বাগতম। আসলে এবারের প্রতিযোগিতা অনেক জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আর খুব চমৎকার কিছু ইউনিক রেসিপি দেখতে পেয়েছিলাম এই প্রতিযোগিতা।আশা করি সামনের প্রতিযোগিতাও এই রকম জমজমাট হবে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আসলে প্রতিযোগিতা মানে ভিন্ন রকমের অনুভূতি। হার জিত মুখ্য বিষয় নয়।প্রতিযোগিতায় অংশ গ্রহন করাই মুখ্য বিষয়। আর এত সুন্দর একটি প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আসলে এই প্রতিযোগীতার মাধ্যমে প্রত্যেকের আয়োজন গুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। আর আজ এই ফলাফলের পোস্টটি দেখে তো আরো বেশি ভালো লাগছে।

@tasonya কংগ্রাচুলেশনস আপু❤️ আপনার তৈরী কেকটা আসলেই চমকপ্রদ ছিল।থিমটাই অভাবনীয় ছিল।
সবসময় শুভ কামনা আছে🥰

প্রতিযোগিতা - ২৬ এর ফলাফল প্রকাশ দেখে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতায় চমৎকার চমৎকার কেক এর রেসিপি শেয়ার করেছেন সবাই। সব গুলোই রেসিপি ইউনিক ছিলো। সকল বিজয়ীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য শুভ কামনা রইলো।

TEAM MILLIONAIRE

Unfortunately, your contest cannot be upvoted because you do not belong to any status club.

প্রতিযোগিতায় জিতা বড় কথা নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই হচ্ছে সবচাইতে আনন্দের কাজ।কেউ হারবে কেউ জিতবে এগুলো তো জীবনে প্রতিটি ক্ষেত্রেই আছে।উইনার হতে পারি নাই তাতে কোন দুঃখ নেই। তবে অংশগ্রহণ করতে পারছি সেটাতে সবচেয়ে আনন্দ লগছে আমার।খুব সুন্দর ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।

আমার বাংলা ব্লগের প্রতিটি কনটেস্ট প্রতিযোগিতা অনেক মজার হয় ৷ আমরা নতুন নতুন কিছু ইউনিক কিছু দেখতে পারি ৷ আর এবার কেক বানানোর প্রতিযোগিতায় সবাই অনেক সুন্দর কিছু উপহার দিয়েছে ৷
যা হোক যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে অভিনন্দন ৷

আমি খুব খুশি হয়েছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমি যে দিন কেক বানিয়েছি তার আগের রাতে সারা রাত ধরে কী ফিউশন করব, কী ফিউশন করব ভেবে গেছি। তারপর যা মাথায় এসেছে সেগুলো লিখে রেখেছি। ইনগ্রেডিয়েন্ট কোনগুলো লাগবে সেগুলো লিখেছি। পরের দিন উঠে সকাল বেলা বাজার থেকে জিনিস পত্র এনেছি। তারপর দুপুর ১.৩০ টায় বানানো শুরু করেছি, শেষ হয়েছে বিকেল ৫.৩০ টায়।পুরস্কার পাব কি পাব না জানতাম না। নিজের এক্সট্রিম টা দেওয়ার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ সকলকে। ❤

অভিনন্দন জানান সকল বিজয়ীদের। তাছাড়াও সকল অংশগ্রহণকারী কে ধন্যবাদ।

প্রতিযোগিতায় বিজয়ী সকল ইউজারকে অভিনন্দন।
বিশেষ করে তারা তাদের দক্ষতার মাধ্যমে আমাদেরকে কিছু মজার মজার কেক তৈরির আইডিয়া দিয়েছে।

আমি খুবই খুশি কেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।আসলে ডিম ছাড়া কেক তৈরি করাটা আমার জন্য ভীষণ কঠিন ও কষ্টকর ছিল।তবুও চেষ্টা করেছি মন থেকে।সকল বিজয়ীদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ সকলকে।

দারুন একটি কনটেস্ট ছিল এটি। দুর্দান্ত সব কেকের রেসিপি দেখতে পেয়েছি। বিজয়ী সকলকে অভিনন্দন।

  ·  2 years ago (edited)

আমি সত্যি খুব আনন্দিত এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে। সত্যি বলতে আমি জেব্রাকেকটি বানাতে গিয়ে প্রথমে একটি কেক নষ্ট হয়ে গিয়েছিল তারপর আবার তৈরি করেছি। যাইহোক বিজয়ী হয়ে কষ্টটা সার্থক হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রতিযোগিতায় বিজয়ী করার জন্য এবং সকল বিজয়কে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।