হাতের লেখা ভালো করার বই।steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা সবাই? আজ সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের। ঢাকায় থাকা অবস্থায়, অর্থাৎ ঈদের ছুটির কিছুদিন আগে একটা বই অর্ডার করেছিলাম অনলাইনে। আপু আমাকে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে বলেছিল এটা ভাগ্নের জন্য কিনে নিয়ে যেতে। ওটা ছিলো একটা হ্যান্ড রাইটিং ভালো করার বই। উনাদের কাছে অনেকগুলো ভাষার বই আছে। আমি ইংরেজি আর বাংলা বই অর্ডার করেছিলাম।

অর্ডার করার আগে অবশ্য আরো অনেক গুলো এড দেখেছিলাম। সবচেয়ে ভালো মনে হচ্ছিল যেটা, সেখান থেকে অর্ডার করেছিলাম। অর্ডার করেছিলাম ১২ এপ্রিল। যেহেতু আমার ১৬ তারিখে বাড়ি আসার প্ল্যান ছিলো তাই কবে নাগাদ হাতে পাব সেটা ছিলো একটা চিন্তার বিষয়। এজন্য আগেই কনফার্ম হয়ে নিলাম ১৫ তারিখের মধ্যে তারা পৌঁছে দেবে। একটা ভালো ব্যাপার ছিল হচ্ছে তারা আগে পেমেন্ট নেয় নি। প্রডাক্ট হাতে পাব তারপর টাকা পরিশোধ করব। দুটো বইয়ের মূল্য ছিল ৬৫০ টাকা। সাথে অবশ্য কয়েকটি কলমের শীশ এবং একটি কলম আর একটা পেনগ্রীফ ফ্রি দেবে। যাইহোক সবকিছু কনফার্ম হয়ে অর্ডার করে দিলাম।

ভেবেছিলাম ১৫ তারিখে হাতে পাবো কিন্তু একদিন আগেই অর্থাৎ ১৪ তারিখেই আমার প্রোডাক্টটি চলে আসে। পাঠাও ডেলিভারি সার্ভিস থেকে আমাকে ফোন দেয়, তখন বাসার নিচে গিয়ে আমি প্রোডাক্ট রিসিভ করলাম। প্রথমেই প্যাকেট খুলে সবকিছু দেখে নিয়েছিলাম ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক দেখে তারপর পেমেন্ট করেছিলাম।

1682430644739-01.jpeg

1682430671511-01.jpeg

বাসায় নিয়ে এসে আরও একবার সবকিছু খুলে চেক করলাম। সবকিছু দেখে আমার ভালই লাগলো। কিন্তু বড় একটা সমস্যা হয়ে গেছে। আসলে আমি অর্ডার করতে চেয়েছিলাম ইংরেজি আর বাংলা অক্ষর গুলোর বই। কিন্তু ভুলক্রমে আমি পেঁচানো হাতের লেখার ইংরেজি বই আর বাংলা অক্ষরের নাম্বারটি সিলেক্ট করেছিলাম। যাই হোক কি আর করার, পেঁচানো হাতের লেখার বইটি আমি নিজের কাছেই রেখে দেবো ভাবছি।

1682430714549-01.jpeg

1682430730234-01.jpeg

1682430748446-01.jpeg

এই বইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে অক্ষরগুলো সুন্দরভাবে লেখা থাকে, আর অক্ষরগুলো একটু ডিপ লাইনের হয়ে থাকে। মানে সেখানে কলম ঘুরানো যাবেই ইজিলি। বইয়ের পাতা গুলো অনেক মোটা হয়। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একবার লিখার পর সেইখান থেকে ৮ - ১০ মিনিট পর লেখাগুলো উধাও হয়ে যায়। এটা একটা সুবিধা। একটি বই দীর্ঘদিন ব্যবহার করা যায় এই বৈশিষ্ট্য কারণে। আসলে এই সুবিধাটা না থাকলে কেউ এই বই কিনতো না। বইগুলোর সাথে যেই শীশগুলো দিয়েছিল সেগুলো আনুমানিক ছয় মাস মত ব্যবহার করা যাবে। অন্য কোন সাধারণ কলম দিয়ে এখানে লেখা যাবে না তাহলে কালি আর উধাও হবে না। একবার লিখলেই নষ্ট হয়ে যাবে।

1682430805476-01.jpeg

1682430785131-01.jpeg

1682430770998-01.jpeg

যাই হোক আমি ১৬ তারিখেই সাথে করে নিয়ে এসেছিলাম বইগুলো। বাড়িতে এসে যখন ভাগ্নেকে দিলাম সবাই খুব পছন্দ করেছিল। এখন ভাবছি বাংলা লেখা ওর যখন ঠিক হয়ে যাবে তখন ওর ইংরেজি বইটা নিয়ে এসে দেবো আর আমি প্যাঁচানো হাতের অক্ষরের ওটা নিয়ে নিব। আমিও একটু প্র্যাকটিস করলাম আর কি। যাহোক অনলাইনে প্রোডাক্টটা কেনার অভিজ্ঞতা ভালোই ছিল, যেমন দেখেছিলাম তেমনি পেয়েছিলাম। শেষমেষ আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আপনারাও চাইলে কিনে নিতে পারেন প্রোডাক্টটা বেশ ভালই। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোন পোস্টে ইনশা আল্লাহ্। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছোটদের হাতের লেখা ঠিক করতে এই বই গুলো বেশ কাজে দেয় ৷ আপনার ভাগ্নের জন্য এই বই গুলো অনলাইনে অর্ডার করেছেন জেনে ভালো লাগলো ৷ তবে ভুলক্রমে পেঁচানো হাতের লেখার বই সিলেক্ট করেছেন জেনে খারাপ লাগলো ৷ যাক ব্যাপার নাহ , এ গুলো নিজের কাছে রেখে দিয়ে নতুন ভাবে অর্ডার দিয়েন ৷ কারণ ছোটদের জন্য পেঁচানো লেখা অনেক সমস্যার হবে ৷ যাই হোক ভালো লাগলো আপনার অনুভুতি , ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

ভাই আপনার ভাগ্নের জন্য অনলাইন থেকে হাতের লেখা ভালো করার বই অর্ডার করে হাতে পেয়েছেন আর সেই অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন বেশ ভালো লাগলো। হাতে লেখা ভালো করার এই বইটি আমার কাছেও বেশ ভালো লেগেছে আমিও ঢাকাতে গেলে অর্ডার করবো আমার ছোট ভাইয়ের জন্য। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

খুব ভালো কাজ করছেন ভাই ভাগ্নের জন্য হাতের লেখা ভালো করার জন্য বই অর্ডার করছেন ৷ আমিও মাঝে মধ্যে অনলাইনে নেই ৷ তবে একবার মন মতো দেয় নি ৷ যার কারনে নিতে ইচ্ছে করে না ৷ যা হোক হাতের লেখা ভালো করার এসব বই কাজে দেবে ৷

প্রথমে তো টাইটেল দেখে ভেবেছিলাম আপনার জন্য এই বয়সে হাতের লেখা ঠিক করার জন্য বই কিনেছেন। পরে পোস্ট পড়ে বুঝতে পারলাম যে এটা আপনার ভাগ্নার জন্য ছিল। যাই হোক ভাইয়া এখন অনলাইনে ইদানিং ভালো কিছু বই বাচ্চাদের জন্য পাওয়া যাচ্ছে। যাক একটা বই আপনার কাজে লাগবে।

আমি ফেসবুকে এটার এড দেখেছিলাম যেহেতু আমার হাতের লেখা মাশাল্লাহ খুব ভাল😅 তাই এই বইটা আমার খুব আকর্ষণ করেছিল। কিন্তু আদৌ এভাবে হাতে লেখা ঠিক করা যায় কিনা জানিনা অবশ্যই ভাই আপনার হাতের লেখার আপডেট জানাবেন ।

খুব ভাল একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন ভাইয়া ।খুব ভাল লাগলো পোস্টটি পড়ে। আপনার ভাগ্নের জন্য হাতের লেখার বই অর্ডার করলেন।আর নিদিষ্ট বই ও হাতে পেলেন।আমারও অনলাইন থেকে কেনার অভিজ্ঞতা মোটামুটি বেশ ভালোই। আপনার সুন্দর অনুভূতি পড়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

বাহ্ আসলেই তো বেশ ভালো একটা বই অর্ডার করেছিলেন আপনার ভাগ্নের জন্য।আর এটা তো ভালো বিষয় যে ক্যাশ অন ডেলিভারি ছিল।বাংলা এবং ইংরেজী ভাষার বইটি অর্ডার করতে চেয়েছিলেন।বাংলাটা ঠিক ছিল তবে ইংলিশ ভুলটা অর্ডার করেছিলেন।এটা তো অনেক ভালো হবে তাইলে প্রাকটিস করার ৮-১০ মিনিটেই সব লেখা উধাও।ঈদের আগে সাথে করেই নিয়ে এসেছিলেন বই।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনি আপনার ভাগ্নের জন্য সুন্দর বই কিনেছেন দাদা।অনলাইনে প্রোডাক্ট কিনলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।তাছাড়া বাংলা বইটি ঠিক আছে কিন্তু ইংরেজি বই খুবই প্যাঁচানো লেখা।আশা করি বই পেয়ে আপনার ভাগ্নে খুবই খুশি হবে,ধন্যবাদ দাদা।

ভাই আপনার ভাগ্নের জন্য অনলাইনে বই অর্ডার করেছিলেন। হাতের লেখা ভালো করার বই বইটি অনেক সুন্দর ছিল কিন্তু ইংরেজির লেখাগুলো একটু প্যাচানো। বাংলা লেখাগুলো অনেক সুন্দর ছিল। আসলে কি ভাইয়া লেখা সুন্দর করার মূলেই অক্ষরগুলো ধরে ধরে সুন্দর করে লেখা। এভাবে কখনো বই অর্ডার করা হয়নি অনলাইনে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। দোয়া কামনা করি আপনার ভাগ্নের হাতের লেখা যেন অনেক সুন্দর হয়।

ভাইয়া, প্যাচানো হাতের লেখাগুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে ইংরেজি প্যাচানো হাতের লেখা দেখতে সবচাইতে বেশি আকর্ষণীয় লাগে। হাতের লেখা ভালো করার বইয়ের বৈশিষ্ট্যটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। লেখার ৮-১০ মিনিটের মধ্যে লেখাটি উধাও হয়ে যায় এটা সত্যিই একটি চমৎকার দিক। যাহোক ভাইয়া, আপনার এই পোস্টটি পড়ে অনেকেই হাতের লেখা ভালো করার জন্য এই বইটি ক্রয় করতে আগ্রহী হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হাতের লেখা ভালো করার যে এরকম বই হয় ,সেটাই আমার জানা ছিল না ।আপনার পোস্টটা দেখে জানতে পারলাম। তার সাথে আবার ছয় মাসের মতন ব্যবহার করার জন্য পেনের শীশ, আর একটি কলম ও দিয়েছে দেখছি। তারপর আবার ৮ থেকে ১০ মিনিটের মধ্যে উধাও হয়ে যায় বাহ দারুন ব্যাপার তো। তবে আপনি ভুল করে ইংরেজি প্যাঁচানো হাতের লেখার বইটি অর্ডার করে দেওয়ায় নিজের কাছে একটি বই রেখে দিতে পারলেন।