হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটি বাসী, কি অবস্থা সবার? আজ আমি আমার একটি সুন্দরতম সকালের গল্প আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগবে আশা করি। তাহলে চলুন শুরু করি।
গত পরশুদিন সন্ধার সময় আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম। ওর বাসা আমার বাসা থেকে দুই মিনিটের হাঁটা পথ। ওর ওখানে গিয়ে দুজনেই ওদের বাড়ির পাশের একটা মাঠের মধ্যে চলে গেলাম। মাঠের মধ্যে ছোট্ট একটা বাগান আছে। ঐ বাগানে অনেক লিচু গাছ আছে। প্রচুর সবজি ও চাষ করা হয় ওইখানে। আমরা একটি ফাঁকা জায়গায় গিয়ে বসেছিলাম। আরো তিনজন আসলো কিছুক্ষণ পরেই। আমি শুধুমাত্র একটা শার্ট পড়ে মাঠের মধ্যে গিয়েছিলাম, এজন্য প্রচন্ড শীত লাগছিল। এজন্য আমরা ওইখানে কিছু ডালপালা জোগাড় করে আগুন ধরিয়েছিল। আগুন পোহাতে পোহাতে আমরা একটা জিনিস চিন্তা করলাম। আমাদের এলাকাতেই খেঁজুরের রস পাওয়া যায়, কিন্তু আমাদের জেলা শহরের আরো একটু দূরে একটি জায়গা আছে ওই জায়গায় প্রচুর খেজুর গাছ আছে। আর ওইখানের খেজুরের রস আমাদের পুরো জেলাতেই বিখ্যাত। এমনকি মানুষ দূর দুরন্ত থেকেও চলে আসে শুধুমাত্র খেজুরের রস খাওয়ার জন্য।
আমরা তখনই ডিসিশন নিয়ে নিলাম আমরা আগামীকাল সকালে রস খেতে যাব ওইখানে। অনেক ভোরে যেতে হবে কারণ শীতের কনকনে সকাল ছাড়া রস খাওয়ার মধ্যে তেমন একটা ফিলিংস নেই। তাছাড়া রস নাও পাওয়া যেতে পারে। আমরা ডিসিশন নিলাম সকাল ছয়টার দিকে রওনা দিব। প্লান প্রোগ্রাম ফাইনাল করে সবাই বাড়িতে চলে আসলাম।
পরের দিন সকাল অর্থাৎ গত কালকে আমার ঘুম ভেঙেছিল সকাল সাড়ে পাঁচটায়। সাড়ে পাঁচটার সময় আমি সবাইকে ফোন দিলাম কিন্তু একজনের ফোনেও ফোন ঢুকছিল না। যার কারণে আমার প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল তখন। আমি আবার ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলাম। চিন্তা করলাম আজ যাবই না। কিন্তু আমার যখন ঘুম ঘুম ভাব ঠিক ওই সময় আমাকে ফোন দিল। এরপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি জানতে পেরেছিলাম ওদের ফোনে নেটওয়ার্ক এর সমস্যা ছিল। যার কারণে ফোন ঢোকেনি। আর প্রত্যেক জনের ফোনে একসাথে নেটওয়ার্ক না থাকার কারণ হচ্ছে সবগুলো ওই রাতে এক রুমেই ছিলো। আর ওই রুমের মধ্যে থাকলে ফোনের নেটওয়ার্ক খুব ডিস্টার্ব দেয়। যাইহোক সবাই রেডি হয়ে সকাল সাড়ে ৬ টার পরে একত্রিত হলাম। এরপর রওনা দিলাম। আমরা ফ্রেন্ডরা ছিলাম মোট ৮ জন। বাইক ছিল তিনটি। আমাদের যেতে হবে আনুমানিক ২৭ থেকে ২৮ কিলোমিটার।
গতকাল সকালে কুয়াশা ছিল না তেমন একটা। কুয়াশা থাকলে ড্রাইভ করতে অনেক বেগ পেতে হতো। যাই হোক আমরা ৪৪ মিনিটের মধ্যে ওই জায়গাটিতে পৌঁছে গেলাম। পূর্বে আমি কখনো এখানে আসিনি। কিন্তু আমার সাথে যাঁরা এসেছে তাদের মধ্যে অনেকেই আগেও এখানে এসেছিল। যার কারণে জায়গাটা চিনতে সমস্যা হয়নি।
আমরা যখন ওইখানে পৌছালাম তখন রস বিক্রেতাদের কাছে রস ফুরিয়ে গিয়েছিল। কিন্তু আমাদেরকে কোন টেনশন করতে না করে দিল। আর বলল আপনারা অপেক্ষা করুন রস আরো আনা হবে গাছ থেকে পেড়ে। আমরা বাইকগুলো সাইড করে রেখে একটু হাঁটাহাঁটি করতে লাগলাম। সারি সারি খেঁজুরের গাছ। মাঠের মাঝখান দিয়ে রাস্তা। অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য।
এখানে আরো একটা কথা বলাই হয়নি। আমাদের কিছু ছোট ভাই আছে ওরা আগেই শহরে এসে রাত কাটিয়েছে। ওদের ও প্ল্যান ছিল আজ সকালে এখানে এসে রস খাবে।আর আমরা চিন্তা করেছিলাম ওদের আগে আমরা গিয়ে ওইখানে উপস্থিত থাকব। আমাদের দেখে ওরা অবাক হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় ওখানে গিয়ে ওদের সাথে আর দেখা হয়নি। পরে ফোন দিয়েছিলাম ওরা নাকি ঘুম থেকেই উঠতে পারিনি । হাহাহা বিষয়টি হাস্যকর। যাইহোক এতক্ষণে গাছি, গাছ থেকে রস নামিয়ে নিয়ে চলে এসেছে। আমরা ছিলাম মোট আটজন। প্রথমেই প্রত্যেকেই এক গ্লাস করে খেয়ে নিলাম। শীতের সকালে যখন ঠান্ডা রসে চুমুক দিচ্ছিলাম তখন যেন শরীরের ভিতরটাও শীতল হয়ে আসছিল। এ ফিলিংসটা ও দারুন।
একে একে আমরা সবাই ২/৩ গ্লাস করে রস খেয়ে নিলাম। আমি সবচেয়ে বেশি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম ৪ গ্লাস। এ বছরে দ্বিতীয়বার রস খাওয়া হচ্ছে আমার। লোভটা সামলাতে পারিনি। তো খাওয়া শেষ করে হিসেব করে দেখলাম আমরা আটজন মোট ১৯ গ্লাস রস খেয়েছি। এরপর রসের টাকা পরিশোধ করে আমরা বাড়ি ফিরে আসার জন্য গাড়ি স্টার্ট করলাম।
ওইখানে যাওয়ার সময় আমাদের লেগেছিল ৪৪ মিনিট। আর ফিরে যাওয়ার সময় আমাদের একটু বেশি সময় লেগেছিল কারণ কিছু স্থানে দাঁড়িয়েছিলাম। আমরা যখন চলে আসতেছিলাম তখন মোটামুটি ভালই রোদ উঠে গিয়েছিলো। বাড়িতে আসতে আমাদের সময় লেগেছিল ৫০ মিনিট প্লাস । বাড়িতে এসে প্রথমেই সকালের খাবার খেয়ে বিছানায় চলে গিয়েছিলাম। অল্প একটু সময় রেস্ট নিতে নিতেই চোখে ঘুম চলে আসলো। কারন গত রাতে ঘুম হয়নি তেমন একটা। এরপর লম্বা একটা ঘুম ও দিয়েছিলাম। আর উঠেছিলাম দুপুর একটার দিকে। তো এটাই ছিল আমার গতকালকের রস খাওয়ার গল্প। পুরো সময়টা খুব ভালো কেটেছিল। গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগলো । যাই হোক ভাল থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তী কোন পোস্টে। আল্লাহ্ হাফেজ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খেজুরের রস খাওয়ার জন্য মানুষ এত পাগল হতে পারে! 🤔 এতটা পথ যেয়ে এই শীতের ভেতরে রস খাওয়া ,,, প্রণাম জানাই 🙏🙏🙏। বাংলদেশে যাচ্ছি আমি। বাড়িতে খেজুরের গাছ লাগিয়ে দিয়ে আসবো। 😉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা,, আমাদের বাড়ির উপর দুই-তিনটা লাগিয়ে দিয়ে যাইয়ো কিন্তু। 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালে খেজুর রস খাওয়ার অনূভুতি অন্যরম ভাইয়া। যদিও আমার এইভাবে খাওয়ার অনুভূতি নাই। আপনারা কত আনন্দ করেন তাইনা। যাইহোক শীতের সকালে রস খেতে যাওয়া একটা এডভেঞ্চার কেননা এত সকালে খুব কঠিন ভয়ংকর ব্যাপার ভাইয়া। তারপরে ৩০/৩৫ কিলো বাইক চালিয়ে শুধুমাত্র রস খেতে যাওয়া সত্যি অন্যরকম ব্যাপার।আর সব থেকে বিরক্ত হলো যখন বন্ধুদের ফোন দিয়ে পেলেন না। তবুও যখন সেখানে গেলেন সকালে মিস্টি রোদ গায়ে লাগিয়ে খেজুরের রস খেলেন তাও আবার এত চার গ্লাস। 🙄। প্রাকৃতিক এই পানীয় অনেক সুস্বাদু। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। সব থেকে ভালো লেগেছে গ্লাসে রস ঢেলে দেওয়ার ছবিটি। আমি বিশ্বাস করি এই ছবিটি কোনো প্রতিযোগিতা শেয়ার করলে ব্যাটার অবস্থান নিশ্চিত করবে।আবারো বলছি ভাইয়া প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওই ছবিটি তোলার সময় তেমন কোন প্ল্যান ছিল না। জাস্ট আমার ফ্রেন্ড রস ঢালছিল ওই সময় মন চাইল একটি ছবি তুলতে। পরে দেখলাম ছবিটি সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাপ রে বাপ , যেমন সিদ্ধান্ত তেমন কাজ । আসলে আপনার ঘটনাটা পড়ার পড়ে , আমার অনেকটাই কৈশোর জীবনের কথা মনে পড়ে গেল । আহা সেই দুরন্ত কৈশোর সময়, যেখানে কোনো বাঁধাই নিজেকে আটকে রাখতে পারে না । যাইহোক খেজুরের রস খাওয়ার ঘটনাটা বেশ ভালই লাগলো। জীবনটাকে উপভোগ করুন, এই কামনাই রইল আপনার জন্য ।। ভালোবাসা অবিরাম ☺❤🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ও একদিন ছুটি নিয়ে চলে আসুন। একসাথে যাব আবার রস খেতে। 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম মজা করে আনন্দঘন পরিবেশে রস খেতে যাওয়া এবং প্রায় 27 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুদের সাথে খুব সকাল বেলা এই আনন্দ সত্যিই অসাধারণ ছিল। এরকম রসের জন্য 27 কিলোমিটার কেন 100 কিলোমিটার পাড়ি দিয়েও কনকনে শীতের মধ্যে রস খাওয়ার ফিলিংসটা অন্যরকম। আপনার রস খাওয়ার গল্পটি দারুন ছিল এবং সুন্দর একটি সকাল কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কোনোদিন ই কাচা খেজুরের রস খাইনি।আমার কাছে মনে হয় খেতে যেনো কেমন কেমন হবে।যদিও আমি খাইনি বলেই আমার এই ধারণা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো বিশাল কিছু মিস করেছেন। খুবই সুন্দর লাগে খেতে একদিন ট্রাই করে দেখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে খেজুর রস খাওয়া নিশ্চয় দারুন ব্যাপার। আর সাথে যদি থাকে বন্ধু,তাহলে তো কথাই নাই, এক একথায় জব্বর ব্যাপার।যাই হোক,রস খাওয়ার উদ্দেশ্য নিয়ে বন্ধুদের সাথে আড্ডাটা বেশ জমেছিল।নিশ্চয় এটা আপনাকে অন্যরকম এক আনন্দ দিয়েছে।সত্যিই বন্ধুদের নিয়ে, যে কোন আড্ডাই ব্যাপক মজার হয়ে থাকে।এমন সুন্দর একটি মুহুর্ত, আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ, আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে একবারই খেঁজুরের রস খেতে গিয়েছিলাম ৫ জন মিলে। আপনাদের মতোই প্লেন করে যাওয়া হইছিল। ভালোই মজা করছিলাম ২ টা বাইক ছিলো। রস খাওয়ার চেয়ে জার্নিটা বেশি উপভোগ করেছিলাম। আপনার লেখা পড়ে মনে হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে রস আমাদের এদিকেও পাওয়া যায়। কিন্তু জার্নি করে সবাই একসাথে গিয়ে খাওয়ার মজাটা একটু বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া বেশ দারুণ সময় কাটিয়েছেন বন্ধুদের সাথে। তবে ভাইয়া আমার একটা বিষয় অবাক লাগছে 😯।মাশাআল্লাহ আপনি এতো খেজুর রস পছন্দ করেন ভাইয়া। আর ভাইয়া আপনি একটা ঠিক করেন নাই☹️☹️একা একা সব রস খেয়ে নিলেন ভাবির জন্য নিয়ে যান নাই ভাইয়া।
তবে ভাইয়া আপনার পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লেগেছে।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভাবি নিজের বাড়িতে আছে এখন । এজন্য আনিনাই 😋।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে ভাইয়া ঠিক আছে।
আপনার জন্য অনেক শুভকামনা ও দুআ রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে আমাদের জেলায় এই জায়গাটা খেজুর রস খাওয়ার জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে। যদিও আমি এখনো এখানে যায়নি। এবং অনেকদিন এভাবে সন্ধ্যার পর আগুন ধরিয়ে তাপ নেয় না। বেশ মজা হয়।
গতকাল রাহুল ভাইয়ের সাথে কলেজে দেখা হয়েছিল। উনার থেকে শুনছিলাম আপনারা এসেছিলেন। যাইহোক ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। এবং খেজুর রসের কথা আর কী বলব👌👌। অসাধারণ একটি ব্লগ ছিল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাহুলের থেকে তোমাদের কথা শুনেছি গতকাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
👌🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি সব সময় আপনার বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এবং নিজের ইচ্ছা গুলোকে পূরণ করেন এইটা আমার খুবই ভালো লাগে। আমার সবচেয়ে ভালো লাগে বেশি যে আপনি আপনার সেই সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেন। সত্যি কথা বলতে খেজুরের রসের সাথে শীতের সকালের বেশ ভাব রয়েছে। খেজুরের রসের কথা মনে হলেই শীতের সকালের কথা মনে পরে যায়। আপনি শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য এতটা পথ বাইকে করে গিয়েছেন এটা সত্যি অনেক কষ্টের। কারণ সকাল বেলায় কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট। আর হিমশীতল বাতাসে বাইক চালানো খুবই কষ্টের। তারপরও আপনি আপনার কষ্টগুলোকে উপেক্ষা করে আপনাদের ইচ্ছা গুলো পূরণ করতে সবাই মিলে খেজুরের রস খেতে গিয়েছেন। সব সময় নিজের মনের ইচ্ছা গুলোকে প্রাধান্য দেওয়া প্রত্যেকেরই উচিত। কারণ মানসিক প্রশান্তি সবচেয়ে বড় জিনিস। মনকে ভালো রাখতে এবং মানসিক প্রশান্তি আনতে মাঝে মাঝেই এই কাজ গুলো করতে ভালোই লাগে। আশা করছি আপনারা সকলে মিলে সেই সময়টা খুবই উপভোগ করেছেন। আপনি যেমন ভ্রমন প্রিয় মানুষ এবং নতুনত্ব খুঁজেন সবকিছুতে তেমনি আপনার বন্ধুরাও। সেজন্যই আপনাদের সব সময় সব উদ্দেশ্য সফল হন। কারণ আপনাদের সবার মাঝেই একতা রয়েছে এবং সবার মানসিকতার মিল রয়েছে। সকলের জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আপনি একদম ঠিক বলেছেন। আমরা যারা একসাথে বেড়াই মোটামুটি আমাদের সবার মন মানসিকতা এক ই রকম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই, মুহূর্তটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিতকালে খেজুর রস এর খাওয়ার মধ্যে খুব দারুন আনন্দ লুকিয়ে থাকে।ছোট বেলায় নানার বাসার কথা মনে পরে গেলো তখন এক ছোট খাটো গাছি ছিলাম বটে ভোরে উঠে কাপ্তে কাপতে হারি নিয়ে গাছে উঠে যাওয়া এরপরে সকাল হলে হারি নামিয়ে রস আহহ দারুন মুহুরত।আসলেই ভাইয়া খুব সুন্দর একটি গল্প +মুহুর্ত শেয়ার করেছেন।আর ফটোগ্রাফির কথা কি বলবো মাস্টারপিস ছিলো সব গুলো😍😍😍🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুঃখের কথা কি যে বলবো ভাইয়া আমাদের এইদিকে খেজুরের রস পাওয়া যায় না বললেই চলে। কিন্তু আপনার খেজুর রস খাওয়ার অনুভূতি শুনে ভালোই লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়টি দুঃখজনক যে খেজুর রস পাওয়া যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা ভাইয়া এটা কি দেখলেন।দেখেই খুব ভাল্লাগছে।কনকনে শীত খেজুরের রস জাস্ট অসাধারণ। আপনার ফটোগ্রাফি গুলো যা লাগছে ভাইয়া।ইচ্ছে করছে ঢুকে যায় ফোটো গ্রফি গুলোর ভিতরে এবং মুহূর্তটাকে উপভোগ করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মুহূর্তটাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার কনকনে শীতে খেজুর খাওয়ার গল্পটি ভালোই মজার ছিল।আমার তো খুব ভালো লেগেছে।দুঃখ লাগছে এই ভ্রমণে আপনাদের সাথে থাকা হলো না।ঢাকায় থেকে এরকম মজা করা হয় না।আপনাদের জেলার বিখ্যাত খেজুর রসের জায়গায় নামটি বললে উপকৃত হবো।যদি ভবিষ্যতে কখনো যাওয়ার সুযোগ হয়,ইনশাআল্লাহ যাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
➡️২/৩ গ্লাস করে রস খেয়ে নিতে পেরেছেন ভাই। আমি কিছুদিন আগে গিয়েছিলাম কিন্তু এক গ্লাস খেয়ে আমি আর খেতে পারিনি। আপনাদের অনুভূতিটা আমার খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। ভাইয়া আপনি খেজুরের রস খাওয়ার জন্য এত শীতের মধ্যে অনেকটা পথ গিয়েছেন। আসলে শীতের সকালে খেজুরের রস খাওয়ার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। হয়তো এভাবে শীতের সকালে কখনো খেজুরের রস খাওয়া হয়নি। কিন্তু আপনার অনুভূতি দেখে মনে হচ্ছে শীতের সকালে খেজুরের রস খেতে সত্যিই অনেক ভালো লাগে। আমাদের এলাকায় খেজুরের রস খুব একটা পাওয়া যায় না। বিক্রি করতে যখন নিয়ে আসে তখন খাওয়া হয়। এছাড়া এত সকালে খেজুরের রস খাওয়ার আনন্দ এখনো উপভোগ করার সৌভাগ্য হয়নি। আশা করছি আপনার বন্ধুরা মিলে সকলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আর সেই সাথে আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনারা বন্ধুরা মিলে সব সময় আনন্দময় সময় কাটান এটা খুবই ভালো লাগে আমার কাছে। আপনার জন্য এবং আপনার সেই প্রিয় সঙ্গীদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই এই কনকনে শীতের মধ্যে খেজুরের রস খাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম। খেজুরের রস খাইতে আমার বেশ ভালো লাগে। ভাইয়া অনেক সুন্দর করে লিখছেন সত্যি আমার পড়ে খুব ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া,আপনার কালকের দিনের এই গল্পটা পড়ে খুবই ভালো লাগলো। শীতের দিনের বেস্ট মুহূর্ত হচ্ছে এভাবে ভোর বেলা রস খাওয়াটা৷ আর যতই ঠান্ডা হোক না কেন রস মুখে দিলেই সব কষ্ট শেষ হয়ে যায়। আর আপনাদের বন্ধুদের সাথে কাটানো এই সকালের মূহুর্তটা পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ও কাঁচা খেজুরের রস অনেক মজা লাগে।কুমিল্লায় গিয়ে অবশ্যই প্লেন করবো ভাবছি ভাই।আপনার পোস্ট না পড়লে এই প্লেন মাথায় আসতোনা।যদিও আমি এতো গ্লাস খাইতে পারিনা একসাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম একদিন প্লান প্রোগ্রাম করে খেতে পারেন। ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
4 গ্লাস খেয়েছেন বাপ্রে🤭।
আর আপনার এই পোষ্টের ফটোগ্রাফি গুলো খুব দারুন তুলেছেন। বিশেষ করে রাস্তা গুলো দেখে মনে হচ্ছে আমার খুব পূর্বপরিচিত আসলে গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তা তো আর গ্রামের রাস্তা গুলো সব একই ধাঁচের হয়ে থাকে হয়তো এজন্যই। কারণ গ্রামে থেকে থেকেই বড়ো হয়েছি😍। ধন্যবাদ ভাই আপনার খুব সুন্দর অনুভূতি আর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের এই টাইপের রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
_বেশ ভালো একটি ছবি সহ পোস্ট করেছেন । দেখে জীবে পানি এসে গেল। অনেক বছর আগে আমার নানুর বাড়িতে গিয়ে খেয়েছিলাম 😋😋
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট বেলার কিছু ছবি মানে করিয়ে দেয়ার জন্য।❤️❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ বছর এখন পর্যন্ত খাওয়া হয়নি। গত বছর এক কলস এনেছিলাম। মূলত আমাদের এদিকে খেজুর গাছ কেটে ফেলেছে আর যেগুলো রয়েছে তাতে গাছি রস তৈরীর জন্য আর কাটে না। বলে খরচ নাকি বেশী। তারপরও গ্রামের দিকে পাওয়া যায়। কিন্তু যাওয়া হয়নি।রসের ছবি দেখে লোভ লেগেছে। সুন্দর ফটোগ্রাফী রসের সাথে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রস খাওয়ার গল্পটি ছিল
বেশ মজার
আরো বেশি মজা ছিল
ভোরবেলাতে ওঠার
19 গ্লাস রস খেয়েছেন
আট বন্ধু মিলে
চুমুক দিয়ে আমিও খেতাম
এতোটুকু রস পেলে
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম ফটোটি অসাধারন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা। জাস্ট কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছি। তবে থাম্বনেইল টা ফোনেই বানানো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সত্যিই আমি এই ছবিটার প্রেমে পড়ে গিয়েছি। খেজুরের রস নিয়ে অনেক ধরনের ফটোগ্রাফি দেখেছি তবে আমার কাছে মনে হয়েছে এটা আমার দেখা বেস্ট বেস্ট বেস্ট একটা ছবি।
2/3 গ্লাস মাত্র ভাই কি বলেন আমি তো সেদিন রাজশাহীতে 8 প্লাস খেয়ে ফেলেছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে খাওয়ার পরে আমি রাতে তিনবার ওয়াশরুমে গিয়েছিলাম হাহাহাহা😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit