হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভালো থাকার পাশাপাশি সবাই অনবরত ছুটে চলেছে সফলতার পিছে। সফলতা শব্দটি খুবই সহজ আর সাবলীল। কিন্তু এর পিছনে থাকে প্রচণ্ড পরিশ্রম, অনেক প্রচেষ্টা আর ধৈর্য ।
সফলতা এমন একটা জিনিস যেটা পেতে হলে প্রচন্ড ধৈর্যশীল হতে হয়। খুব বেশি তাড়াহুড়ো করে কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। আমাদের প্রত্যেকটি নতুন দিনই বতুন সম্ভাবনা ডেকে আনে। নতুন সুযোগ সৃষ্টি করে দেয়। প্রত্যেকটা দিনেই সৃষ্টিকর্তা আমাদের জন্য নতুন সুযোগের দোয়ার খুলে দেয়। সেখানেই কিছু ভুল পদক্ষেপে আমরা সফলতার বদলে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়ে যাই।
আমাদের চেষ্টা করে যেতে হবে। যে কোন চেষ্টাই প্রতিটি মানুষের জন্য লাভজনক। সরাসরি লাভবান না হলেও যে শিক্ষাটা পাওয়া যায় সেটাই লাভ। কারো কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখে বা শুধু বই-পুস্তক পড়ে কখনো অভিজ্ঞতা অর্জন করা যায় না। অভিজ্ঞতা অর্জন করতে হলে চেষ্টা করতে হবে, প্রয়োজনের ঝুঁকি নিতে হবে। ব্যর্থ হলে শিক্ষা অর্জন হবে যেটা পরবর্তীতে সফলতার জন্য সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। ব্যর্থ হয়ে যে শিক্ষাটা লাভ করা যায় সেটাই সবচেয়ে দামি এবং কার্যকরী শিক্ষা।
একজন সফল ব্যক্তি জানেন যে একদিনে কিছুই অর্জন করা যায় না। প্রত্যেকটা জিনিস এসিভ করতে হয় ধীরে ধীরে। ধৈর্য ধরে ধীরে ধীরে পরিশ্রম করে এগিয়ে যাওয়া এবং ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করে করে এক সময় ফোকাস পয়েন্টে পৌঁছানোই একজন সফল মানুষের সফলতার পিছনের গল্প।
একজন সফল ব্যক্তি এবং একজন অসফল ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে অসফল ব্যক্তিরা প্রথম কয়েকবার চেষ্টা করে ফলাফল আশানুরূপ না হলেই হাল ছেড়ে দেন। খবর দেখে একজন সফল ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হাল ছাড়েন না যতক্ষণ না সফলতা এসিভ হয়। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই। পৃথিবীর বেশিরভাগ মানুষই অসফল ব্যক্তিদের মতো আচরণ করে, এজন্য পৃথিবীর বেশিরভাগ মানুষই অসফল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
সফলতা আর অসফলা দুটি জিনিস একে অপরের বিপরীত। সফলতা অর্জন করতে অনেক সময় লাগে ধৈর্য আর প্রচুর পরিশ্রম করতে হয়। আমি সহ আমরা অনেক মানুষ আছি যারা সময় দিয়ে ধৈর্য ধরে প্রচুর পরিশ্রম করি না।এ জন্য আমরা সফল হতে পারি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মা একটা কথা বলেন, চরৈবতি চরৈবতি৷ হঠাৎ এগিয়ে চলো এগিয়ে চলো। আপনার সম্পূর্ণ পোস্টের সাথে আমি সহমত পোষণ করছি সফলতা কখনো একদিনে আসে না। রবার্ট ব্রুষের মাকড়সার গল্পটা মনে পড়ে যায় সফলতার নাম শুনলেই। বারবার আশফল হওয়ার পর সফলতা নেমে আসে আর কষ্ট করে যে সাফল্য পাওয়া যায় তার আনন্দ এবং মর্যাদা দুটোই আলাদা হয়। সাফল্যের আসল চাবিকাঠি ধৈর্য এবং চেষ্টা। খুব সুন্দর গুছিয়ে লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফলতা এবং অসফলতা দুটি আলাদা পথ, কিন্তু একে অপরের পরিপূরক। সফলতা আসে কঠোর পরিশ্রম, সংকল্প এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে, তবে অসফলতা আমাদের ভুলগুলো জানিয়ে দেয় এবং পরবর্তী পদক্ষেপে আরও সাবধানতা হতে শেখায়। যারা ব্যর্থতাকে সাহসিকতার সঙ্গে গ্রহণ করতে পারে, তারা একদিন অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই বারবার চেষ্টা করতে হবে। তবে বেশিরভাগ মানুষ সেটা জানা সত্ত্বেও মানে না। অর্থাৎ ২/১ বার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর,তারা হাল ছেড়ে দেয়। এতে করে তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আসলেই বেশ কিছু বাস্তববাদী কথা তুলে ধরেছেন। আমরা বেশির ভাগ মানুষ ই হয় বেশি অলস যে সেভাবে প্রচেষ্টাই করি না। বা যারা প্রচেষ্টা করি, তাদেরও বেশিরভাগ মানুষ সহজেই হাল ছেড়ে দেই।পরিশ্রম, ধৈর্য্য ছাড়া সফলতা পাওয়াটা অসম্ভব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথা গুলো একদম সত্যি।আমি সহমত পোষন করছি।সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য একটি যারা সফল হয়েছেন প্রতিনিয়ত চেষ্টা আর ধৈর্যের দ্বারাই হয়েছেন।আর যারা অসফল তারা চেষ্টা একবার করে ই হাল ছেড়ে দিয়েছেন।তাই আমাদের সবার উচিত ধৈর্য ও চেষ্টা চালিয়ে যাওয়া যতক্ষন না লক্ষ্যে পৌঁছে যেতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো কাজের পেছনে লেগে থাকা ধৈর্য্য ধরে অপেক্ষা করা সর্বোচ্চ চেষ্টা করাই হয়তো সফলতার পাসকোর্ড। কিন্তু এইটা আমরা অনেক জেনেও মানি না। যাদের মধ্যে অধিক বিচলিত হওয়ার স্বভাব আছে তাদের কাছে সফলতা ধরা দেয় কম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফল ও অসফল নিয়ে সুন্দর অভিমত ব্যক্ত করেছেন দাদা।এটা একটির বিপরীতে অন্যটি।একটি হাসিল হলে অপরটি ক্ষয়ে যাওয়ার মতোই অবস্থা।তবে অসফল হওয়া যতটা সহজ সফল হওয়া ততটাই কঠিন।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফল হওয়ার মূল চাবি হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে কোনো কাজের প্রতি লেগে থাকবে সে অবশ্য সেই কাজে সফল হবেই। ঠিক বলেছেন একজন সফল ব্যক্তি খুব ভালো করেই জানে কোনো কাজে তাড়াহুড়া করে সফল হওয়া সম্ভব নয় পরিশ্রম এবং ধৈর্য ধারণ করে কঠোর মনোবল সৃষ্টি করে কাজে এগিয়ে গেলে সফলতা আসতে বাধ্য। আর এই জ্ঞান অসফল ব্যক্তির মধ্যে নেই। শিক্ষণীয় একটি পোস্ট শেয়ার করেছেন ,ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit