টার্গেট ডিসেম্বর সিজন-২-পাওয়ার বৃদ্ধি ৫০ স্টিম।steemCreated with Sketch.

in hive-129948 •  3 years ago  (edited)

Polish_20220909_084144091.png

টার্গেট ডিসেম্বরের নতুন সিজন ৩৪ সপ্তাহ আগে চালু হয়েছে । ইতিমধ্যেই আমি আমার নতুন টার্গেট সেট করে নিয়েছি । আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৩০০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক । প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে না পারলেও ধীরে ধীরে আমার টার্গেটে পৌঁছে যাব আশা করি।

এসপ্তাহে আমার ওয়ালেটে ২০০ স্টিম ছিল। ২০০ স্টিম থেকে ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ

আমার ওয়ালেট থেকে নেওয়া : পাওয়ার বৃদ্ধি করার পূর্বে আমার ওয়ালেটে ২৬,৮৬০ স্টিম-পাওয়ার ছিল।

IMG_20220909_080251.jpg

এরপর ৫০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।

IMG_20220909_080309.jpg

অবশেষে আমার ওয়ালেটে ২৬,৯১০ স্টিম-পাওয়ার পূর্ণ হলো।

IMG_20220909_080325.jpg

৩০,০০০ স্টিম পাওয়ার পূর্ণ হতে আমার আরও ৩০৯০ স্টিম পাওয়ার প্রয়োজন। আশাকরি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৩০৯০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে সক্ষম হব। আপনারাও আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আমরা সবাই একসাথে সফল হব ইনশাআল্লাহ্।





20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টার্গেট ডিসেম্বরকে সামনে রেখে আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আজকেও আপনার ৫০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। আশা করছি খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।

🐬

ভাইয়া স্টিম পাওয়ার আপ করার নতুন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তার খুব কাছাকাছি চলে এসেছেন। প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যেই আপনার কাঙ্খিত লক্ষ্য মাত্রায় পৌঁছে যাবেন। আসলে আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেকের মতো আমি নিজেও অনেক উৎসাহিত হই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার নতুন টার্গেট ৩০ হাজার পাওয়ার যাতে খুব তাড়াতাড়ি পূর্ণ হয় সেই কামনা করি। আর ইতিমধ্যে আপনি অনেক দূরে এগিয়ে গিয়েছেন, মাত্র বাকি রয়েছে ৩০৯০ স্টিম পাওয়ার। আশা করি খুব শীঘ্রই সেটি আপনি কাভার করে নেবেন, ধন্যবাদ আপনাকে।

পাওয়ার আপ করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ৫০ স্টিম পাওয়ার করার মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করেছেন। আর মাত্র ৩০৯০স্টিম পাওয়ার হলেই লক্ষ পূরন হবে ৷ আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই। আশা করছি আপনি খুব তারাতারি আপনার লক্ষপূর্ণ করতে পারবেন।আপনার জন্য শুভকামনা রইল।

পাওয়ার অফ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। আগামী ডিসেম্বরের মধ্যে আপনার তিন হাজার স্টিম পাওয়ার এর টার্গেট আশা করছি অবশ্যই পূর্ণ হবে। সেই সাথে আপনাদের পিছু পিছু আমরাও এগিয়ে যাব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভাইয়া আপনি আপনার নতুন টার্গেট পূরণের জন্য স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে অনেক ভালো লাগলো। স্টিম পাওয়ার বৃদ্ধি করা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। আপনার এই পোস্ট দেখে সবাই উৎসাহ পাবে এবং নিজের স্টিম পাওয়ার বৃদ্ধি করবে।

ভাইয়া আপনি অনেক বড় এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করেছেন ।প্রতিনিয়ত এভাবেই পাওয়ার বৃদ্ধি করলে আপনি আপনার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন। আর আপনার এই পোস্ট দেখে আমরা সবাই উৎসাহ পাবো এবং পাওয়ার বৃদ্ধি করতে পারব।

একটা বিষয় জিজ্ঞাসা করছি, বলছি পাওয়ার আপ করলে কি প্রতিবার এমন পোস্ট লিখে কমিউনিটি তে আপডেট দিতে হবে?

সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন।

আচ্ছা। ধন্যবাদ। 😊

আর মাত্র ৩০৯০ স্টিম হলেই আপনি আপনার সেট করা লক্ষ্যে পৌঁছে যাবেন। আমি মনে করি আপনার পাওয়ার আপ পোস্ট থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা রেগুলার পাওয়ার আপ করে যাচ্ছি ভবিষ্যতে তারা একটা ভালো অবস্থানে থাকবে। যাইহোক, ভাই আপনার জন্য দোয়া রইলো।

ভাইয়া আপনি টার্গেট ডিসেম্বর বাস্তবায়ন করার লক্ষ্যে পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। যদিও এখনো আপনার নির্ধারিত লক্ষ্য পূরণ হতে প্রয়োজন ৩০৯০ স্টিম পাওয়ার। আমি আশা করি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আপনার নির্ধারিত লক্ষ্যটি পূরণ করতে সক্ষম হবেন।

একাউন্টঃ @rex-sumon
পাওয়ার বৃদ্ধিঃ = 0.18615%