আসসালামু আলাইকুম। ( আপনার উপর শান্তি বর্ষিত হোক)
কেমন আছেন বন্ধুরা?? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো। যেটা অনেকেই কখনো দেখেন নাই আবার অনেকে দেখেছেন বা খেয়েছেন । এটা মূলত বাংলাদেশের দক্ষিনাঞ্চলের মানুষদের একটি পরিচিত রেসিপি।যারা মিষ্টি খাবার পছন্দ করে তাদের কাছে এই খাবার টি অনেক ভালো লাগবে।এই খাবারের মূল উপকরণ হলো আমড়া এবং নারিকেল দুধ।
image source & credit: copyright & royalty free PIXABAY
আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো তার নাম হলো আমড়ার খাট্টা মিঠা।আমড়ার খাট্টা মিঠা তৈরীতে কোনো প্রকার মরিচ ব্যবহার হয় না। তাহলে চলুন আমড়ার খাট্টা মিঠার উপকরণ গুলো দেখে নিই।
উপকরণ সমূহ :
১.আমড়া
২.নারিকেল দুধ
৩.চিনি
৪.পেঁয়াজ বাটা
৫.রসুন বাটা
৬.জিরা এবং গরম মশলা বাটা
৭.লবণ
৮.হলুদ
৯.তেল
আমরা এই রেসিপিটাতে কোন পানি ব্যাবহার করবো না। পানির পরিবর্তে নারিকেলের দুধ ব্যবহার করবো। পানি ছাড়া নারিকেল দুধ ব্যাবহারের ফলে এই খাবার টা অনেক বেশি মজাদার হয়।
পদ্ধতি:
প্রথমে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।তারপর পানি ঝরিয়ে ফেলতে হবে।
এখন কড়াইতে তেল গরম করে সকল প্রকার বাটা মশলা এবং গুড়া মশলা দিয়ে নেড়েচেড়ে কিছুটা নারিকেলের দুধ দিয়ে মশলা গুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপর মশলা কষানো হয়ে গেলে আমড়া দিয়ে নাড়িয়ে অর্ধেক পরিমান নারিকেলের দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষাতে হবে।
কষানোর এক পর্যায়ে এক কাপ চিনি দিতে হবে।যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন দিতে পারেন।
কষানো শেষ হলে বাকী নারিকেলের দুধ দিয়ে দিবো।
এরপর জাল করতে করতে যখন মাখা মাখা ঝোল হয়ে আসবে তখন বুঝতে হবে রান্না শেষ।
এই রান্নায় তেলের পরিমান একটু কম দিতে হয়। কারণ নারিকেল দুধ ব্যবহারের ফলে রান্না হয়ে গেলে এমনিতেই তেল ছেড়ে আসে।
আমড়ার খাট্টা মিঠা ভাতের পাশাপাশি শুধু শুধু খেতেও অনেক মজা লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর স্বাদে ভালো লাগলে আমাকে মাঝেমধ্যে দাওয়াত দিবেন। হিহিহি।। দাওয়াত খেতে খুব ভালো লাগে। দাওয়াত খাওয়ার অপেক্ষায় থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। যদিও আপনার মত করে এরকম ভাবে কখনো আমড়ার খাট্টা রেসিপি খাওয়া হয়নি। তবে রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় লেগেছে। মজাদার এটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এমন একটা জিনিস দেখালেন জিভে জল চলে আসলো। উপকরণ গুলো তো পুরোই ইউনিক। প্রথম বার এমন ধারার কিছু দেখলাম। বাড়ি থেকে একটু বেশি করে নিয়ে আসবেন। এমন জিনিস এর স্বাদ হাত ছাড়া করলে পাপ হয়ে যাবে 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারেই নতুন একটি রেসিপি দেখলাম। আমরা খাট্টা মিঠা নামটা যেমন আমার কাছে নতুন রেসিপিটা আরো বেশি নতুন। আমাদের এই অঞ্চলে যেরকম আমের মোরব্বা বানানো হয় আমড়ার খাট্টা মিঠা কিছুটা সেরকম। যাইহোক না কেন দেখতে কিন্তু জোশ লাগছে। মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ভালোভাবে তৈরি করতে পারলে অবশ্যই আপনাকে দাওয়াত দেব। কিন্তু আপনি মনে হয় দাওয়াত দিতে ভুলে গেছেন তাই মনে করিয়ে দিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার আমড়ার খাট্টামিঠা রেসিপি দারুণ ছিল। আমড়ার এরকম রেসিপি আগে কখনো দেখিনি।তবে আমাদের গাছে অনেক আমড়া রয়েছে, আপনার রেসিপি দেখে শিখেনিলাম।এভাবে একদিন তৈরি করব।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, কাঁচা আমড়ার খাট্টা মিঠা রেসিপি পড়ে সত্যি আমার অনেক অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনার রেসিপিতে মসলাগুলোর কষিয়ে নেওয়াটা আমার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। যাইহোক ভাইয়া, পরবর্তীতে এ ধরনের রেসিপি করলে অবশ্যই আপনাকে দাওয়াত করব সেই রেসিপি পোস্টটি ভালোভাবে পড়ার জন্য হি হি হি। অতি লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ💝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমার এই খাবারটি খুব প্রিয়।আমার মা প্রতি বছর এটা আমাদের বানিয়ে দেয়।আপনার আমড়ার খাট্রা মিঠাই দেখেতে অনেক লোভনীয়।দেখেই বুঝতে পারছি খেতে সেই মজা লাগবে। এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শোয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমড়ার খাট্টা মিঠা খেতে আমি অনেক পছন্দ করি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আমাদের পাশের বাড়িতে আমড়া গাছ রয়েছে সেখান থেকে নিয়ে আমার আম্মু তৈরি করে এই রেসিপি। খেতে অনেক সুস্বাদ। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতের বেলা আপনার এই কাঁচা আমড়ার খাট্টা মিঠা রেসিপি দেখে জিভে জল চলে আসলো ভাই। সত্যি বলতে আমড়ার আচার আমার অনেক অনেক ভালো লাগে। রেসিপিটি অনেক ইউনিক হইছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি জিনিস দেখাইলি ভাই দেখেই তো খেতে ইচ্ছে করছে। এই ধরনের চাটনি আমার কাছে ভীষণ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁচা আমড়ার খাট্টা মিঠা রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে, দেখে শিখতে পারলাম, পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত মজার একটা রেসিপি একা একা খেলে কিভাবে হবে? এই আমড়ার খাটটা মিট্ঠা খেতে খুবই মজা লাগে। কিন্তু নারকেলের দুধ দিয়ে কখনো খাইনি। নারকেলের দুধ দেওয়ার কারনে মনে হয় আরো বেশি সুস্বাদু হয়েছে। দেখেই তো মুখে পানি চলে আসছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁচা আমড়ার খাট্টা মিঠা রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া ।আপনার এই রেসিপিটা আমার কাছে অনেক ইউনিক লাগছে ।আমি আগে কখনো আমড়ার খাট্টা খাইনি আপনার রেসিপিটা দেখে আমার জিভে জল চলে আসলো। ভাবছি কালকে বাড়িতে তৈরি করে খেয়ে দেখব রেসিপিটা খেতে কেমন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর কিছু হোক না হোক আমরা আর নাম শুনলেই জিভে জল চলে আসে, আপনারই আমরা খাট্টা মিঠা রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। সাথে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ এমন একটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই ধরনের রেসেপি আজ প্রথম দেখলাম ৷যে আমড়ার যে খাটা হয় সেটা আজ এই প্রথম দেখলাম ৷একদম নতুন ইউনিক রেসিপি ৷দেখে জিভে জল না এসে উপায় নাই ৷ভালো লগালো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই খাবারটা আমার বাবা খুব পছন্দ করত। আপনার রেসিপিটা দেখে তার কথা মনে পড়ে গেলো। জিনিসটা একটু চেখে দেখতে পারলে ভালো হতো। তবে সাদ যেমনই হোক দেখতে চমৎকার লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু কিছু রেসিপি আছে যেগুলো দেখে নিজেকে কন্ট্রোল করা যায় না।
তবে আমার মনে হয় ছেলেদের চেয়ে মেয়েদের কাছে এই রেসিপিটা সবচেয়ে বেশি লোভনীয় লাগবে। আপনার রেসিপি দেখে বোধহয় কমিউনিটির সব মেয়েদের জিহ্বা থেকে জল পড়ছে হা, হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অও দাদা,কি মিষ্টি নাম রেসিপিটার।আর রেসিপির দিকে চোখ পড়তেই আমার মনে হয়েছিল এটি মিষ্টি কুমড়ার রেসিপি।কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম জিভে জল আনা রেসিপি আমার খুবই প্রিয়।খুবই সুন্দর হয়েছে রেসিপিটা👌👌, ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে এই কাঁচা আমড়া খাট্টা মিঠা রেসিপি শেয়ার করেছেন ভাই। আর রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে। দেখেই খেতে ইচ্ছে করছে অনেক ধন্যবাদ আপনাকেই মজার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মেস বাড়ির এক বান্ধবী আছে, এই খাট্টা মিঠা সে খুব ভালোবাসে। এই রেসিপিটা বানিয়ে ওকে জন্মদিনে বয়েমে করে দিতে হবে। ও পাগলের মত খুশি হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া কাঁচা আমড়ার খাট্টা মিঠা রেসিপি দেখে লোভ সামলানো যাচ্ছে না। কখনো এভাবে আমড়া দিয়ে খাট্টা মিঠাই খাওয়া হয়নি এবং নামও শুনিনি। তবে আমার শ্বাশুড়িকে দেখেছি কাঁচা আমড়া দিয়ে তরকারি রান্না করেছে। আপনার এই রেসিপি তৈরি করার পদ্ধতি দেখে শিখে নিলাম। একদিন সময় করে বাসায় তৈরি করে দেখব। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমড়ার খাট্টা মিঠা রেসিপি দেখে মনে হলো অনেক দিন আগে এখাবার টা খেয়েছিলাম।কিন্তু বাসায় বানানো হয়নি।আপনার রেসিপি দেখে তো স্বাদ গ্রহণ করতে ইচ্ছা করছে। আপনার রেসিপি টি আমার কাজে আসবে।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁচা আমড়ার খাট্টা মিঠা রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। এভাবে কখনো এই রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। উপকরণগুলো দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। যেহেতু এই রেসিপি খেতে মিষ্টি তাই মনে হচ্ছে খেতে ভালোই হয়েছে। বাসায় যদি কোন দিন তৈরি করি তাহলে অবশ্যই আপনাকে দাওয়াত দিব ভাইয়া। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit