হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি । এ সপ্তাহে ৬ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৬ জন পার্টিসিপেট করেছে । ৬ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @green015
বিবরণ: হেমন্তকালে ভোরের শিশিরকণা যখন ঘাসের উপর জমে থাকে তখন ঘাসেরা সতেজ হয়ে ওঠে।কোমল ঘাসেরা নতুন প্রাণ ফিরে পায় যেন প্রকৃতির বুকে।সবুজ ঘাসের উপর হালকা বেগুনি রঙের ফুলগুলি দেখতে খুবই ভালো লাগছিলো।ফুলগুলি দেখে মনে হচ্ছিলো দুটি প্রজাপতি যেন একত্রে মিলেমিশে রয়েছে।হেমন্তের ভোরে এক শীতলতার আভাস পাওয়া যায় হৃদয়ে।
By: @kazi-raihan
বর্ননা: শীতের আগমনের সাথে সাথেই সকাল বেলা ভরপুর কুয়াশা লক্ষ্য করা যায় আর বিশেষ করে বর্তমান সময়ে সকালে ঘুম থেকে উঠলেই কুয়াশা ভেজা ঘাসের দৃশ্য চোখে পড়ে। সকালবেলা এই প্রতিযোগিতার পোস্ট দেখেই কুয়াশা ভেজা এই ঘাসের ছবি তুলে শেয়ার করা।
By: @emon42
২০২২ সালের শীতের সময়। শীতের সকালে মাঠে হাঁটতে গিয়ে হঠাৎ চোখ আটকে গিয়েছিল এই ছোট্ট মাশরুম এর উপর। তখন এই শিশিরভেজা ঘাসের ফটোগ্রাফি করেছিলাম আমি।
By: @joniprins
একদিন আমি সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় শিশির ভেজা ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। এখনতো গ্রামে শীতকাল এসেই গেলো। গ্রামে সন্ধার পরেই শিশির পড়তে শুরু করে। ঘাসের উপর লক্ষ করলে শিশি দেখা যায়।
By: @shahid540
বিবরণ:কিছুদিন আগে আমি খুব ভোরে উঠে একটু ধানক্ষেতের দিকে হাঁটতে গিয়েছিলাম। শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে খুবই সুন্দর অনুভূতি হচ্ছিল। কেননা এখনো সেরকমভাবে শীতের আগমন ঘটেনি তাই বেশ ভালোই লাগছিল। সেই সাথে ফটোগ্রাফিও করে রেখেছিলাম যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। অবশেষে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
By: @ah-agim
বিবরণ: শীতের সকালে বাহিরে বের হলে কুয়াশা ভেজা ঘাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ঘাসের উপর শিশির বিন্দু অসাধারণ সৌন্দর্য নজর কাড়ে। মুক্তা দানার মতো ছোট ছোট শিশির বিন্দু ঘাসের উপর জমে থাকা অবস্থা দেখতে খুব সুন্দর লাগে। শীতের সকালে এমন প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় ছুঁয়ে দেয়।
উক্ত ৬ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @ah-agim - 3 STEEM -
- 2nd Prize - @kazi-raihan -2 STEEM -
- 3rd Prize - @emon42 - 2 STEEM -
- 4th Prize - @green015 - 2 STEEM -
- 5th Prize - @joniprins - 1 STEEM-
- 6th Prize - @shahid540 - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দারুন এই ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল দেখে ভালো লাগলো। বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকের ফটোগ্রাফি দারুন হয়েছে। শিশির ভেজা ঘাস কিংবা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে অনেক ভালো লাগলো।যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যরাও দেখছি বেশ চমৎকার শীতের সকালের ফটোগ্রাফি শেয়ার করেছিল। সবমিলিয়ে অসাধারণ লাগল ফটোগ্রাফি গুলো। সকল বিজয়ীকে অভিনন্দন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সবাই বেশ ভালো করেছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit