আলসে দুপুরের দুটো কথা। #১

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই? এখনকার দুপুর গুলো কেমন কাটছে? এই সময়ের দুপুরবেলায় সবারই একটু আধটু ক্লান্তি ধরে বসে। দুপুরবেলা গোসল খাওয়া দাওয়া শেষ করে তো বিছানায় শুয়ে মনে হয় ঘুমিয়ে পড়ি। এখনকার সময়টাই এরকম। ক্লান্তি ভাবটা বেশিই আসে দুপুরবেলায়।

সারাদিন যদি তেমন ব্যস্ততা না থাকে তাহলে এই দিনগুলো কিন্তু ভালোই উপভোগ করা যায়। আবার কখনো কখনো আপনি যতই ভালো একটা মুড নিয়ে থাকেন আর পরিবেশটা যতই ভালো হোক আপনার ভালো লাগবে না। এমনটা হবে যখন আপনার আশেপাশের বিষাক্ত মানুষজনের বিষাক্ত দৃষ্টি আপনার উপর পড়বে। আমাদের আলাদাভাবে স্ট্রাগল করতে হয় সব সময় খারাপ মানুষদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। এ সমাজে ভালো মানুষের মুখোশের আড়ালে খারাপ মানুষের অভাব নেই। তারা আপনার অগোচরে আপনার ক্ষতি করতে দ্বিধা করে না। তারা কি চায় তারা নিজেও জানে না শুধুমাত্র অন্যের ভালো পছন্দ হয় না। প্রত্যেকেরই নিজের উন্নতির জন্য চেষ্টা করা উচিত কিন্তু অন্যের ক্ষতি করে চেষ্টা করাটা খুবই অন্যায়।

সমাজের খারাপ মানুষদের থেকে বেঁচে থাকা সহজ বিষয় নয়। এটা কঠিন কারণ এটা চিহ্নিত থাকে না যে কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু। যাইহোক, চিহ্নিত না করা গেলও সর্বদা আমরা কিছু সাবধানতা অবলম্বন করতে পারি । যেমন আপনি যাকে নিয়ে চিন্তা করছেন তার আচার আচরণ, কথাবাত্রা আগে ভালোভাবে অনুধাবন করুন। সে যেগুলো বলছে সেগুলো আসলে নেয় নাকি অন্যায়। হোক সেটা আপনার পক্ষে কিন্তু আগে বোঝার চেষ্টা করুন তার একচুয়াল মন মানসিকতা টা কেমন। সে আপনার সামনে অন্যদের ব্যাপারে কেমন ধারণা পোষণ করছে। এ ব্যাপারটা লক্ষ্য করা খুবই ইম্পরট্যান্ট।

আপনি যার সাথে চলাফেরা করছেন আপনার জীবনের উপর তার প্রভাব বিস্তার করতে দেওয়ার আগেই এটা বুঝাবেন যে আপনার সীমানা কতটুকু। আর আপনি বুঝতে চেষ্টা করবেন সেই সীমানার মধ্যে থেকে আপনার সাথে সে বন্ধুত্ব করছে কিনা। আপনার সীমান অতিক্রম করতে গেলে তাকে ওখানেই থামিয়ে দিন। আপনার কাছ থেকে কখনো কোনো বিষয়ে বাধা প্রাপ্ত হলে খেয়াল করুন সে কোন ধরনের রিয়াক্ট করছে কিনা আর সম্মানটা আগের মতো ধরে রেখেছে কিনা।

আপনার পজিটিভিটি আপনার সাথে থাকা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। দেখার চেষ্টা করুন তারা ব্যাপারটি কিভাবে গ্রহণ করে। আমি আগে কখনোই বন্ধুত্ব তৈরি করার সময় এসব বিষয় খেয়াল করতাম না। সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো আমি এখন খেয়াল করি। আমার সিদ্ধান্তকে সম্মান করছে কিনা, আমার চিন্তা ধারার প্রতি তার রেস্পেক্ট আছে কিনা, আমার ছোট ছোট বিষয়গুলোর উপর তার গুরুত্ব কেমন এগুলো মাথায় রাখা খুবই ইম্পরট্যান্ট।

সর্বোপরি আমাদের আশেপাশের কোন মানুষজন আমাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে আসলেই একেবারে গলে যাওয়া যাবে না। তার ইনটেনশন বুঝতে হবে, তার খুবই মিষ্টি ব্যবহারের আড়ালের অস্তিত্বটাকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। এ বিষয়গুলোতে আপনি যদি কেয়ারফুল হতে পারেন তাহলে নিজেকে অনেকটাই সেইফ রাখতে পারবেন। পৃথিবীটা আজ খুবই কঠিন। হাজার রকমের সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকা সত্যিই কঠিন। এর মাঝে আপনার জীবনকে আরো কঠিন করে দিতে পারে কিছু বেইমান।

যাক আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। দেখি এখন একটা ঘুম দেওয়া যায় কিনা। আজ একটু ফ্রি আছি। ঘুমের একটু স্বল্পতা ছিল সেটা কভার করতে হবে এখন। আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ইনশাআল্লাহ্। আল্লাহ্ হাফেজ।

beach-4852830_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

ঘুম থেকেই উঠলাম একটু আগে😁,তবে একটু উল্টো হয়ে গেছে।আমি ঘুম থেকে উঠে খেয়েছি😑।
সমাজে সবার সাথে মিশে থাকতে গেলে অনেক বুদ্ধি খাটিয়েই চলতে হবে ভাই,সেরের উপর সোয়া সের বলে কথা থাকে।
ভালো ছিল উপদেশ বা পরামর্শগুলো।শুভ কামনা রইলো।

পৃথিবীটা আজ খুবই কঠিন। হাজার রকমের সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকা সত্যিই কঠিন। এর মাঝে আপনার জীবনকে আরো কঠিন করে দিতে পারে কিছু বেইমান।

যদিও এখন পর্যন্ত এরকম কোন ঘটনার সম্মুখীন আমি হইনি। তবে সবসময় তৎপর থাকার চেষ্টা করি যাতে কোন ধরনের সমস্যা না হয়।

আপনার পোস্টটা বেশ শিক্ষামূলক ছিল, তবে ইদানিং এত ব্যস্ত হয়ে গেছি যে দুপুরে ঘুমানোর সময় পর্যন্ত পাচ্ছি না। রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম আমার নিজেকেই করতে হচ্ছে। তাই স্বস্তির নিঃশ্বাস একেবারে ফেলতে পারছি না বললেই হল।

এটা ঠিক পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন কাজ।এরা উপর দিয়ে বেশ ভালো কিন্তু ভিতরে ভিতরে তাদের মন অনেক বিষাক্ত। এরা অন্যের ক্ষতি করার জন্য সর্বদা চেষ্টা করে যায়।যাই হোক লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো।তাহলো ভালো একটা ঘুম দেন😃।ধন্যবাদ

ভাইয়া খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সত্যিই আমাদের চার পাশের মানুষের মন মানুষিকতা কেমন সেটা বুঝা অনেক কঠিন। কখন কার মন পরিবর্তন হয়ে যায় সেটা বলা যায় না। আশে পাশে মানুষের মন বুঝা অনেক বড় দায়। ধন্যবাদ ভাইয়া।