ফ্রি স্টিম পাওয়ার ডেলিগেশন সার্ভিস।

in hive-129948 •  3 years ago 

Polish_20211016_182525782.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটি বরাবরই ইউজারদের সুযোগ-সুবিধার বিষয়টি চিন্তা করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে। ইউজারদের লম্বা লিস্টে সর্বদাই নতুন নতুন ইউজার বেড়েই চলেছে। নতুন এই সকল ইউজার নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। তারাও ভবিষ্যতে অনেক ভালো করবে সে প্রত্যাশা আমাদের মধ্যেও আছে। কিন্তু সমস্যার জায়গাটি অন্য কোথাও। একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাকাউন্টে ফ্রি ১৫ এস.পি ডেলিগেশন দেওয়া হয়। এর কারণ হলো কোন পাওয়ার না থাকলে এই নতুন অ্যাকাউন্ট দ্বারা ভোট কমেন্ট এবং পোস্ট কোনটাই করা যায় না। স্টিম পাওয়ার বানাতে হলে প্রথমেই আর্ন প্রয়োজন । আর সেটা করতে হলে কমেন্ট, পোষ্ট এবং ভোট প্রদান করতে হবে । কিন্তু কারোর একাউন্টে যদি কোন স্টিম পাওয়ার না থাকে তাহলে সেগুলো কোনটাই করতে পারবে না। এ জন্য ১৫ স্টিম পাওয়ার নতুন একাউন্টে ফ্রী ডেলিগেশন করে দেওয়া হয়ে থাকে। এতে করে কিছু আর্ন করার আগ পর্যন্ত অন্তত ভোট কমেন্ট এবং পোস্ট করা যেতে পারে ,কিন্তু সেটা খুবই অল্প।

এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে ।আপনি যদি স্টিমেট প্ল্যাটফর্মের অফিশিয়াল সাইনআপ ওয়েবসাইট থেকে সাইনআপ করেন অর্থাৎ নতুন একাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি ১৫ এস.পি ফ্রি ডেলিগেশন পাবেন । কিন্তু কোনো বড় হোয়েল এর একাউন্টের রিসোর্স ক্রেডিট ব্যবহার করে যদি নতুন একাউন্ট ক্রিয়েট করা হয় তাহলে ১৫ এস.পি ফ্রী পাবেন না। এ ক্ষেত্রে ন্যূনতম কিছুসংখ্যক পোস্ট এবং কমেন্ট করার ক্ষেত্রেও আপনাকে স্টিম কয়েন ক্রয় করে পাওয়ার আপ করে তারপর একাউন্ট চালাতে হবে।

১৫ এস.পি ডেলিগেশন পাওয়ার পরেও অনেক ইউজার আছে যারা অনেক বেশি ভোট, কমেন্ট আর পোস্ট করতে চায় অর্থাৎ তাদের এঙ্গেজমেন্ট বাড়াতে চায়। এক কথায় তাদের আগ্রহ আছে প্রচুর । এই ধরনের ইউজারদের বিষয়টি মাথায় রেখে আমাদের কমিউনিটির পক্ষ থেকে ফ্রী স্টিম পাওয়ার ডেলিগেশন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা চাইনা কোন প্রতিভাবান ইউজারের স্টিম পাওয়ার কম হওয়ার কারণে তাঁর প্রতিভার প্রকাশ লিমিটেড হয়ে যাক। এজন্যই এর সমাধান হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকল ইউজার তাদের লিমিটেশন এসপির কারণে বেশি কমেন্ট ভোট আর পোস্ট করতে পারছে না তাদেরকে একটা টেম্পোরারি সময়ের জন্য কিছু এসপি ফ্রী ডেলিগেশন দেওয়া হবে।

যে সকল ইউজার ফ্রী ডেলিগেশন নিতে পারবেন:
  • ৫০ স্টিম পাওয়ারের কম থাকলে সে একাউন্ট ফ্রী ডেলিগেশন পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবে।
  • আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড হতে হবে।
  • একাউন্টের রিসোর্স ক্রেডিট ৩০% এর নিচে থাকতে হবে। এতেই বোঝা যাবে ওই ইউজার তার এক্টিভিটিস বৃদ্ধি করতে পারছেনা রিসোর্স ক্রেডিটের স্বল্পতার কারণে।
ফ্রী ডেলিগেশন নিতে যেভাবে আবেদন করবেন:

আমার বাংলা ব্লগ কমিউনিটি এর অফিশিয়াল ডিস্কোর্ড সার্ভারে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে । যার নাম #open-support-ticket । এই চ্যানেলে গিয়ে একটি টিকিট ক্রিয়েট করতে হবে । টিকিট ক্রিয়েট করার পর আমি আপনার সাথে যোগাযোগ করব এবং আপনার অ্যাকাউন্টটি রিভিউ করব। আপনার একাউন্ট রিভিউ করার পর যদি মনে হয় আপনার একাউন্ট ফ্রী এসপি ডেলিগেশন পাওয়ার যোগ্য তাহলে আপনাকে ডেলিগেশন প্রদান করা হবে। ২৫ থেকে ৫০ স্টিম পাওয়ার পর্যন্ত ফ্রি ডেলিগেশন পেতে পারেন।

কিভাবে টিকিট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সিস্টেম টি কাজ করে সেটি সম্পর্কে সম্পূর্ণ জানতে এবং বুঝতে এই পোস্টটি পড়ুন। পোস্টের লিংক


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সঠিক সময়ের, সঠিক একটি ভাবনা। ধমক না দিয়েই, সহযোগিতা প্রদান। সবাই হোক সবার জন্য। উদ্যোগ হোক গভীরতা। পথ পাক সবাই। শাসন হোক সোহাগের সাথে।
প্রসংশার অনেক অনেক দাবি রাখে। আপনাকে সবসময় স্বাগতম।

উদ্যোগটি অসাধারন কারন অনেক নতুন ব্যবহারকারী এই সমস্যায় পড়েন। এবং আশ করছি এখন সবাই খূব ভালভাবে কাজ করতে পারবে যারা একেবারে নতুন রয়েছে। অনেক ধন্যবাদ।

আপনি সঠিক বলেছেন । নতুন ইউজারদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই উদ্যোগের কারণে অনেকেই উপকৃত হবে, বিশেষ ভাবে যারা কাজ করতে অনেক বেশি আগ্রহী তাদের জন্য এই উদ্যোগটি একদম বেষ্ট।

sir if you don't mind will you see the steemit nursery

অনেক সুন্দর একটি উদ্যোগ ভাই।এটা আমার জন্য খুবই জরুরী।আমি এপ্লাই করবো ভাই।আশা করছি ফ্রী ডেলিগেশন পাবো।

অনেক সুন্দর ও মঙ্গলকর উদ্যোগ।দুর্বলকে সবল করার সুচিন্তিত কার্যক্রম।এই সার্ভিস ভোগীরা আপনাকে সারাজীবন মনে রাখবে।কিন্তু আমি এই সার্ভেসের অযোগ্য প্রার্থী।না হলে আমি প্রথম এ্যাপ্লাই করতাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

খুবই চমৎকার একটি উদ্যোগ সুমন ভাই। আমি যখন প্রথম স্টিমিট এ জয়েন করেছিলাম তখন এই সমস্যায় অনেক ভুগেছি। কিন্তু বর্তমানে চমৎকার এই উদ্যোগের কারণে আমার বাংলা ব্লগ কমিটির মেম্বাররা খুব সহজেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে।

আসলেই ভাইয়া আমিও সমস্যায় পরেছিলাম পরে সিয়াম ভাই হেল্প করেছিল। তবে সুমন ভাই এর এই কাজ টা সত্যি অসাধারণ ছিল❣️❣️❣️🙏🙏🙏🙏

খুব এ ভাল উদ্যোগ নিয়েছেন ভাইয়। কাজ করার ইচ্ছা থাকলেও কমেন্ট করতে পারেনা । পাওয়ার লস এর কারণ এবং আরসিএস কম থাকার কারণে এবং আপনি খুব ভাল উদ্যোগ নিয়েছেন ভালো লাগলো ভাইয়া

অসাধারণ একটি উদ‍্যোগ নিয়েছেন ভাই। এতে করে নতুন ইউজার রা খুবই উপকৃত হবে। আশাকরি আপনাদের হাত ধরে এভাবেই আমার বাংলা ব্লগ এগিয়ে যাবে।

খুবই ভালো উদ্যোগ দাদা।নতুনদের জন্য দারুণ অফার।নতুনরা কাজের প্রতি দারুণভাবে আগ্রহ প্রকাশ করবে বলে আমার বিশ্বাস।হয়তো শুধু আমাদের কমিউনিটিতেই এত বড়ো সুযোগ মেলে।সত্যিই এইজন্য আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিকে খুব ভালোবাসী এবং প্রত্যেক মানুষকে সম্মান করি।ধন্যবাদ দাদা।

অসাধারণ উদ্যোগ😍

খুবই সুন্দর ও অসাধারন একটি উদ্যেগ ভাই।নতুন ভাইদের জন্য খুবই সুবিধা হলো ।ধন্যবাদ

অনেক সুন্দর একটি উদ্যোগ

কতটা যে উদার মনের পরিচয় হয়েছে সেটা আর বলার কিছু নাই। এমন চিন্তা তো একজন পরউপকারি মানুষ এর থেকেই সম্ভব। সত্যি যখন মিটিং এ বলেছিল আমার ফিল হয়েছিল সামনে থাকলে একটা সেলুট দিতাম বস।

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ভাইয়া, আমার মত যাদের পাওয়ার এবং রিসোর্স ক্রেডিট কম তারা চাইলেও ইচ্ছেমতো ভোট এবং এঙ্গেজমেন্ট বাড়াতে পারে না , পারলেও খুব সীমিত ফলে এমন ইউজার গুলো কে অনেক ক্ষেত্রে বিপাকে পড়তে হয়। এই উদ্যোগের ফলে নতুন ইউজার গুলো অনেক সুবিধা পাবে ।ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা রইল আপনার জন্য।

খুব সুন্দর একটি উদ্যোগ। অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এবং আপনাকে। আশা করি এটা আমাদের জন্য একটি বড় সুযোগ হবে!

ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে বুঝিয়েছেন । তাছাড়া আপনার উদ্যোগ টি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য সুফল বয়ে আনবে। ভাল থাকবেন।

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি উদ্যোগটি নেওয়ার জন্য।

কিছু আগে আমার সমস্যা হয়েছিল আমি কোনো পোস্ট বা কমেন্ট করতে পারছিলাম না।

ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

ভাই আপনাকে ধন্যবাদ এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।ভাই আমার মতো যারা নতুন তারা ভালো ভাবে কাজ করতে পারবে।আমিও পারবো।আমার পক্ষ বাংলা ব্লক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ।

এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। এই উদ্যোগ গ্রহণ করার ফলে অনেক নতুন ইউজার তাদের প্রতিভা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি তথা আমাদের মাঝে তুলে ধরতে সক্ষম হবে। অনেক ইউজার ইচ্ছাশক্তি থাকার পরও স্টিম পাওয়ার কম থাকার কারণে পোস্ট, কমেন্টস এবং আপভোট করতে পারে না। আপনি তাদের কল্যাণের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এইজন্য আমি আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি এবং আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

অনেক ভালো উদ্যোগ নিয়েছেন ভাই। নতুন ইউজারদের জন্য খুব ভালো হবে।তাদের প্রতিভা পিছিয়ে পড়বে নাহ।তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেল।দাদা সহ সকল এডমিন প্যানেলের চিন্তা ধারাকে স্বাগত জানাই।এতো সুযোগ সুবিধা দেওয়ার জন্য।

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ভাইয়া, আমার মত যাদের পাওয়ার এবং রিসোর্স ক্রেডিট কম তারা চাইলেও ইচ্ছেমতো ভোট এবং এঙ্গেজমেন্ট বাড়াতে পারে না , পারলেও খুব সীমিত ফলে এমন ইউজার গুলো কে অনেক ক্ষেত্রে বিপাকে পড়তে হয়। এই উদ্যোগের ফলে নতুন ইউজার গুলো অনেক সুবিধা পাবে ।ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা রইল আপনার জন্য।

খুব সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।নতুন উইজার কাজ করতে চাইলে তাদের জন্য অনেক ভালো হবে।স্টিম পাওয়ার পেলে তারা সহজেই এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারবে এবং সাপোর্ট ও পাবে।ধন্যবাদ আপনাকে বিষয়টি সহজভাবে তুলে ধরার জন্য।

এর থেকে বড় সুযোগ আর কোথাও দেওয়া হবে না আমি মনে করি। কিংবা কোনো কমিউনিটির মডারেটর অথবা এডমিন এই সুযোগ কখনোই কাউকে দিবেনা।

সত্যিই আমার বাংলা ব্লগের প্রতি আমি চির কৃতজ্ঞ এমন মহৎ কাজ গুলো কে আমি সাধুবাদ জানাই

আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন প্যানেল দের দেখলে অবাক হয়ে যায়।তারা আমাদের জন্য এতো এতো ভালো কাজ সাহায্য করে চলেছে। যা আর পুরো স্টিমিট জগতের কোনো কমিউনিটির এডমিন প্যানেল করে না।

এতো কিছু আমাদের জন্য সত্যি ভালো লাগে আপনাদের সহযোগিতা দেখলে ভাইয়া এগিয়ে যাক আমার বাংলা ব্লগ । অনেক ভালো উদ্যেগ নিয়েছেন ভাইয়া।

সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের এই উদ্যোগটি সফল হবে। অনেক ইউজার যারা আমার মত বেশি কিছু জানেনা; বুঝেনা । তারা অনেক সহায়তা পাবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ গ্রহণ করবে।

অনেক সুন্দর উদ্যোগ, ইনশাআল্লাহ সকল নতুন ইউজার উপকৃত হবে।💓💓

অনেক ভালো উদ্যোগ নিয়েছেন নতুন ইউজারদের জন্য। খুব ভালো হবে তাদের প্রতিভা পিছিয়ে পড়বে নাহ।তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেল।দাদা সহ সকল এডমিন প্যানেলের চিন্তা ধারাকে স্বাগত জানাই।এতো সুযোগ সুবিধা দেওয়ার জন্য।আপনার এই পরিকল্পনাটি সত্যিই অনেক বড় মহৎ পরিকল্পনা। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার এই সুন্দর উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাই। সত্যি কথা বলতে যারা নতুন ইউজার এই প্লাটফর্মে আসে তখন তাদের কাজ করার আগ্রহ অনেক বেশি থাকে। কিন্তু তারা তাদের রিসোর্স ক্রেডিট এর জন্য ঠিকমতো পোস্ট, কমেন্টস করতে পারে না। অপেক্ষায় থাকতে হয় পরবর্তী দিনের জন্য কখন রিসোর্স পূর্ণ হবে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলছি। যদিও আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির আশীর্বাদে এবং সকলের ভালোবাসায় এই সমস্যাগুলো সহজেই কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু আর যেন কেউ এই সমস্যাগুলোর সম্মুখীন না হয় এইজন্য আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল প্রতিভাবান বা প্রতিভা সম্পন্ন ব্যক্তির কথা চিন্তা করেই আমার বাংলা ব্লগ কমিউনিটির সুন্দর একটি উদ্যোগ এটি। আমি আশা করছি আমাদের সকলের প্রিয় ও সম্মানিত@rex-sumon ভাই এর সহযোগিতায় নতুন প্রতিভাগুলো খুব সহজেই তার প্রতিভা সবার সাথে শেয়ার করতে সক্ষম হবে।

এই উদ্যোগটি আমার খুবই ভালো লেগেছ। অসাধারণ একটি উদ্বেগ ছিল, যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা হবে। এতদিন যে সমস্যায় তারা নিয়মিত কমেন্ট করতে পারছিল না, এখন সেই সমস্যা থেকে সমাধান পাবে।

ধন্যবাদ আপনাকে এই উদ্যোগটি পোস্টের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।

অসাধারন একটি উদ্যোগ। আমরা যারা নতুন তাদের সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে এই উদ্যোগের জুড়ি নেই। ডেলিগেশন সার্ভিস এর মাধ্যমে কিছু "স্টিম পাওয়ার" এর ফলে আরো বেশি কমেন্ট,পোস্ট করতে সুবিধা হবে। অনেক দরকারি একটা উদ্যোগ যেটা আমাদের জন্য যেমন সাহায্যকারী তেমনি উপকারিও বটে।

এই উদ্যোগ অবশ্যই প্রসংশার দাবিদার ।আমাদের মাঝে অনেক নতুন ও ভালো মানের ইউজার আছে যারা স্টিম পাওয়ারের কারনে নিজেকে মেলে ধরতে পারছে ।এই সুযোগ দারুন ভাবে কাজে দিবে ।ধন্যবাদ ভাইয়া

আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম,,,
আমি নতুন বেশি একটা বুঝতে পারতেছিনা সবার কাছে আমার একটা অনুরোধ, রইল , যে যেই রকম পারবে আমাকে help করবেন,আমি আপনাদের কাছে আশাবাদী,,,

ভেরিভাইড পোষ্টের সাথে আরো কিছু করতে হবে? ভেরিভাইড হতে হলে?

খুবই চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এটি নতুন ইউজারদের অনেক সহোযোগী বা সহায়তা প্রদান করবে।

উদ্যোগটি অসাধারন কারন অনেক নতুন ব্যবহারকারী এই সমস্যায় পড়েন। এবং আশ করছি এখন সবাই খূব ভালভাবে কাজ করতে পারবে যারা একেবারে নতুন রয়েছে। অনেক ধন্যবাদ

দারুন উদ্যোগ। ব্লগে আমি নতুন সব কিছু জানলাম আপনার কাছ থেকে।

অসংখ্য ধন্যবাদ দাদা এরকম একটা পোস্ট দেওয়ার জন্য আমাদের মত নতুন সদস্যের এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তা থাকে যে পাওয়ার শেষ না হয়ে যায় ,সেখান থেকে এরকম একটা সুযোগ করে দেয়ার জন্য আপনাকে এবং আমার বাংলা ব্লগ কে অসংখ্য ধন্যবাদ। আমার যখনই রিসোর্সের দরকার হবে এই পোস্টে লেখা স্টেপ গুলি মেনে টিকিট কেটে অবশ্যই জানাবো।

আমি স্টিমইট এর নতুন ইউজার। আমার বাংলা ব্লগ কমিউনিটিটি আমার খুব ভালো লাগে। এই কমিউনিটির সবাই খুবই আন্তরিক। এই পোস্টটা আমার মতো নতুনদের জন্যে সত্যিই খুব উপকারি হবে।

লো স্টিম পাওয়ার এর ব্যাপারটা নিয়ে বেশ ঝামেলায় ছিলাম। তারপর এই পোষ্টের মাধ্যমে ইনস্ট্রাকশন ফলো করে হেল্প চাইলাম। আমার একাউন্ট চেক করে আমাকে 40 ডেলিগেশন দেয়া হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন অতি জরুরী একটি পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি তে রাখার জন্য। এটা নতুনদের জন্য খুবই জরুরী।

আমিও এই সমস্যায় ভুগছিলাম স্টিম পাওয়ার না থাকার কারনে পোস্ট, কমেন্টস করতে পারছিলাম না।সুমন ভাইকে বলার পর উনি আমাকে ৩০ স্টিম পাওয়ার ডেলিগেশন করেছেন। আমি কৃতজ্ঞ ভাই আপনার কাছে । আপনার এই উদ্যোগ টি নিঃসন্দেহে প্রশসংনীয়।ধন্যবাদ ভাই