টার্গেট ডিসেম্বর সিজন-২

in hive-129948 •  3 years ago 

Polish_20220106_093240515.png

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আজ থেকে টার্গেট ডিসেম্বর সিজন-২ এর যাত্রা শুরু হতে যাচ্ছে। দীর্ঘ পাঁচ মাস টার্গেট ডিসেম্বরের সিজন-১ আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভলি চলমান ছিল। টার্গেট ডিসেম্বর সিজন-১ ছিল একটি মোস্ট সাকসেসফুল ইনিশিয়েটিভ। যেটার মাধ্যমে বহু ইউজার তাঁদের টার্গেটে পৌঁছাতে পেরেছে খুব সহজেই। টার্গেট ডিসেম্বর সিজন-২ এর প্রধান লক্ষ্য হল নেক্সট ডিসেম্বরের পূর্বেই মিনিমাম ৫০ জন ইউজারকে ডলফিন ক্যাটাগরিতে নিয়ে আসা । আশা করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সিজন-২ এর উদ্যোগটি সফল করতে পারব।

আপনাদের মধ্যে যারা শক্ত মনোবল নিয়ে স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিনের জন্য কাজ করতে এসেছেন তাদের জন্য এই উদ্যোগটি অনেক সুফল বয়ে আনবে। এছাড়া সবাই একসাথে অংশগ্রহণ করলে প্রতিযোগিতামূলক একটি পরিবেশ গড়ে উঠবে। আপনারা জানেন স্টিমিটে নিজের একাউন্ট এর পাওয়ার বৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্দিষ্ট পরিমাণ পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনার একাউন্টে নির্দিষ্ট মানের ভোট দেয়ার সক্ষমতা তৈরি হবে। তাহলে আর দেরি কেন, আজকেই পরবর্তী ডিসেম্বর টার্গেটের হিসাবটা সেরে ফেলুন। আপনার লক্ষ্য স্থির করুন। এগিয়ে চলুন আপনার সর্বশক্তি দিয়ে।

যেভাবে আপনি টার্গেট ডিসেম্বরে অংশগ্রহণ করবেনঃ

  • সর্বপ্রথম একটি পোস্ট লিখুন। যেখানে উল্লেখ করবেন আপনার টার্গেট ডিসেম্বর সিজন-২ এর লক্ষ্য, এবং প্রতি সপ্তাহে কী পরিমাণ পাওয়ার বৃদ্ধি করার ইচ্ছা আপনার রয়েছে সে বিষয়ে বিস্তারিত।

  • এরপর প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।

  • প্রতি সপ্তাহে মাত্র একটি পাওয়ার বৃদ্ধির পোস্ট করতে হবে।

  • আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #TargetDecember , #welovepowerups #abb-powerup

  • পাওয়ার বৃদ্ধির পোস্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতেই করতে হবে ।

আপনারা জানেন টার্গেট ডিসেম্বর সিজন-১ কে ভিত্তি করে একটি কনটেস্ট চলমান ছিল । সেটিকে আমরা পাওয়ার আপ কনটেস্ট বলে চিনি। টার্গেট ডিসেম্বর সিজন-২ কে ভিত্তি করে নতুন কনটেস্টের ঘোষণা করা হবে খুব শীঘ্রই। এখানে পূর্বের তুলনায় আরো বেশি বড় প্রাইজ পুল রাখা হয়েছে। আপনাদের জন্য অনেক বড় চমক আসতে যাচ্ছে । অপেক্ষা করুন সে পর্যন্ত এবং প্রস্তুতি গ্রহণ করুন বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করার। যত বেশি পাওয়ার বৃদ্ধি করবেন আপনার ক্ষমতা ততই বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টার্গেট ডিসেম্বর সিজন-২ আবারও শুরু হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া টার্গেট ডিসেম্বর সিজন-২ প্রজেক্ট চালু করার জন্য। অবশ্যই অংশগ্রহণ করবো আমি ইতিমধ্যেই আমার লক্ষ্য ঠিক করে নিয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের জন্য শুভকামনা রইলো অবশ্যই সবাই অংশগ্রহন করবে

টর্গেট ডিসেম্বর সিজন-২ দেখে খুবই আনন্দিত হলাম। এই মহত উদ্যোগটি আবার চালু করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।
এই বার ভালো একটা টার্গেট নিয়ে কাজ করবো এবং প্রতি সপ্তাহে পাওয়ার আপ করবো। নিজের আইডিকে আমি আরো অনেক শক্তিশালী করতে চাই।
ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

@sikakon

প্রথম লক্ষ্য নিয়ে যে পোস্ট লিখবো সেটা কি কন্টেস্ট এনাউন্সমেন্ট এর পর নাকি আজ ও লিখতে পারবো? আর সেটায় ও কি এই পোস্ট এ দেওয়া ট্যাগ গুলা লিখবো?

হুম অবশ্যই ভাই অনেক সুন্দর একটা আয়োজন। এর ফলে আমাদের স্টিমিটে টিকে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। পাওয়ার বৃদ্ধি মানে নিজের ক্ষমতা বৃদ্ধি। তাছাড়া টার্গেট রেখে কোন কাজ করলে সে কাজে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। ইনশাল্লাহ অবশ্যই আমি আমার টার্গেট পূরণ করব।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের জন্য টার্গেট ডিসেম্বর সিজন-২ এর বড় একটি প্রজেক্ট নিয়ে আসার জন্য। সফলভাবে সিজন-১ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমি লক্ষ্য স্থির করেছি। শীঘ্রই টার্গেট ডিসেম্বর সিজন-২ কনটেস্টে অংশগ্রহণ করবো। আশা করি আমার বাংলা ব্লগের সকল সদস্য অংশগ্রহণ করবে। আমার বাংলা ব্লগের জন্য শুভকামনা সবসময়।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আজ থেকে টার্গেট ডিসেম্বর সিজন-২ এর যাত্রা শুরু হতে যাচ্ছে।

সিজন-২ এর যাত্রা শুরু হয়েছে এজন্য আমরা সকলে অনেক আনন্দিত। আমরা সকলেই সিজন-১ এ অংশগ্রহণ করে নিজেদের টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছি। এবার আমরা নতুন ভাবে নিজেদের টার্গেট পূরণ করবো এবং এগিয়ে যাব। কারণ আমরা আমাদের স্টিম পাওয়ার বৃদ্ধিকে ভালবাসি। এই প্রতিযোগিতার মাধ্যমে সকলে তাদের নির্দিষ্ট টার্গেট পূরণ করতে পারবে এবং এভাবেই আগামী দিনগুলোতে এগিয়ে যাবে সেই কামনাই করছি। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

অনেক ভালো উদ্যোগ ভাই । আশা করি ঐ ৫০ জন ডলফিনের মধ্যে আমি থাকবো (ইনশাআল্লাহ) । পাওয়ার আপ করলে নিজেরি ক্ষমতা বৃদ্ধি হবে ।

ধন্যবাদ ভাই । টার্গেট ডিসেম্বর সিজন-২ অপেক্ষায় রইলাম।

  • টার্গেট ডিসেম্বর সিজন -২এর যাত্রা শুরু হয়েছে জেনে খুবই ভালো লাগলো। আমি সিজন-১ এর যাত্রায় আমার টার্গেট পূরণ করতে সফল হয়েছি। আশা করছি সিজন -2 এর টার্গেট আমি পূরণ করতে সক্ষম হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে দ্বিতীয় সিজন আনার জন্য।

টার্গেট ডিসেম্বর সিজন-১ এর টার্গেট ভালোভাবেই পূরণ করতে পেরেছি। আশাকরি সিজন-২ এ একটি টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করার জন্য। 😍😍

সিজন ২ এর কথা শুনে ভালো লাগলো। আমিও এবার চেষ্টা করবো একটি টার্গেট নিয়ে সেই টার্গেট টি পুরন করার। ধন্যবাদ ভাইয়া।

@rex-sumon

ভাইকে অসংখ্য ধন্যবাদ তার বিচক্ষণ বুদ্ধিতে আমরা আমাদের পাওয়ার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি ২০২১.
আমাদের আগামী দিন স্টিমিটে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পাওয়ার বৃদ্ধি করার কোন বিকল্প নাই।

ভাইয়া সর্ব প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আবারো টার্গেট ডিসেম্বর সিজন টু আমাদের জন্য এত সুন্দর একটা কনটেস্ট এর আয়োজন করতে যাচ্ছেন। এই কনটেস্টে অংশগ্রহণ করব এবং আপনার এই পোস্টটি দেখে খুবই ভালো লাগছে যে আমরা দীর্ঘমেয়াদি একটা কনটেস্ট পেলাম। যেখানে আমাদেরকে উত্সাহ এবং কি আমাদের একাউন্টের শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো ভাইয়া। এখন শুধু আপনা এনাউসমেন্ট এর অপেক্ষায় রইলাম ভাইয়া।

খুব ভালো একটা বিষয় ভাই। আশাকরি এবার টার্গেট ডিসেম্বর সিজন 2 নিজেকে একটি পরিপূর্ণ ডলফিন আকারে তৈরি দেখতে পারবো। কারণ আমি পাওয়ার আপকে ভালোবাসি এবং সেই প্রচেষ্টায় আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

দাদা আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনি আমাদের সবার মাঝে দারুন একটা অভ্যাস তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, আমি হয়তো প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে পারিনা, তবে প্রতি মাসের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ পাওয়ার আপ করার টার্গেট নিয়ে নিয়েছি এবং সেই মতই এগিয়ে চলেছি। আপনার এই উদ্যোগ ছাড়া হয়তো আমার মাঝে এই অভ্যাসটা কখনোই গড়ে উঠত না। এই প্লাটফর্মে লম্বা রেসের ঘোড়া হতে হলে পাওয়ার আপ যে কতটা জরুরী আস্তে আস্তে উপলব্ধি করার চেষ্টা করছি। আপনার এমন প্রশংসনীয় উদ্যোগ কে বারবার সাধুবাদ জানাই।

দ্বিতীয়বারের মতো সুযোগ পেলাম টার্গেট ডিসেম্বর কন্টেস্টে অংশগ্রহণ করার। নিজের শক্তি বৃদ্ধি হবে হাজারো উৎসাহ এবং উদ্দিপনা নিয়ে। অনেক সুন্দর একটা উদ্যোগ বলে আমি মনে করি।

টার্গেট ডিসেম্বর সিজন-২ পাওয়ার বৃদ্ধির প্রজেক্ট চালু করার জন্য ভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আমর ভালোবাসার কমিউনিটি আমার বাংলা ব্লগকমিউনিটির সাথে থেকে স্বতঃস্ফূর্তভাবে পাওয়ার বৃদ্ধির সিজন-২ আয়োজনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ।

খুবই সুন্দর একটা আয়োজন নিয়ে এসেছেন নতুন বছরে নতুন উদ্যোগে। আসলে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পাওয়ার আপ করলে নিজের যেমন ক্ষমতা বৃদ্ধি হয় তেমনই এই প্লাটফর্মে আমাদের নিজেকে শক্তিশালী করতে হলে অবশ্যই পাওয়ার আপ খুবই জরুরী।টার্গেট ডিসেম্বর সিজন-২ এর জন্য শুভকামনা রইল।

প্রথমবার অংশগ্রহন করব আশা করি এই অংশগ্রহনে ভালো কিছু করতে পারব। পাওয়ার মানেই নিজের শক্তি বৃদ্ধি করা সি সুজোগকে হাত ছাড়া করা যাবে না।

নতুন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করব। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এটি খুব একটি ভালো উদ্যোগ । পাওয়ার আপ মানে তো নিজেরই শক্তি বৃদ্ধি কাজের ক্ষমতা বৃদ্ধি । দীর্ঘস্থায়ীভাবে কাজ করতে হলে পাওয়ার বৃদ্ধি করাটাই শ্রেয় ।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

সময়োপযোগী এমন উদ্যোগ আমাদের উৎসাহ প্রদান করে। সবার কাজে লাগুক এই কামনায়।

টার্গেট ডিসেম্বর সিজন 2 আবারো চালু করা হয়েছে দেখে সত্যিই অনেক আনন্দ হচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা অনেকেই উৎসাহিত হচ্ছি আর সত্যিই আমাদের টার্গেট কমপ্লিট করার উদ্যোগে এগিয়ে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

সত্যি কথা বলতে এই পাওয়ার আপ করার এই পদ্ধতিটা একটি চমৎকার পরিকল্পনা।পাওয়ার আপ এর মাধ্যমে এক দিকে যেমন নিজের সক্ষমতা বাড়ে,অন্যদিকে কমিউনিটির মূল ভিত্তি অধিকতর শক্ত হয়। অবশ্যই আপনি প্রশংসার দাবিদার ভাই। এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

এই পোষ্ট দেখে আরো ভালো কাজ করার উৎসাহ পেলাম। চেষ্টা করব নিজেকে আরো ভালো পজিশনে নিয়ে যাওয়ার। পাওয়ার আপ করতে আমার অনেক ভালো লাগে,ভেতর থেকে একটা শক্তি আসে।

ভাইয়া,টার্গেট ডিসেম্বর নামে যে প্রজেক্টে চালু করেছেন সেটি অনেক সফলতা অর্জন করেছে এই প্রজেক্ট এর মাধ্যমে আমি অনেক পাওয়ার আপ করেছি কাঙ্খিত টার্গেটে পৌঁছাতে পেরেছি । এবার দ্বিতীয় প্রজেক্ট এর মাধ্যমে আমি পাওয়া আপ করব। কারণ আমি চাই স্টিম প্লাটফর্মে দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকার জন্য।আমাদের প্রত্যেকের ইউজারের প্রয়োজন দীর্ঘস্থায়ীভাবে স্টিমে টিকে থাকার জন্য পাওয়ার আপ করা। পাওয়ার আপ মানে নিজের আইডি সক্ষমতা বৃদ্ধি করা। সিজন-২ এর উদ্যোগটি সফল হবে ইনশাআল্লাহ্। ধন্যবাদ ভাইয়া।

গত বছরের সিজনটি অনেক সুন্দর ছিল এবং আমার জন্য অনেক কার্যকর ছিল। এই বছরের টার্গেট নির্ধারন করে পাওয়ার আপ শুরু করে দিয়েছি। ধন্যবাদ।

দারুণ উদ্যোগ। এবারের পাওয়ার আপ সিজন-২ এ অংশ গ্রহণ করবো নিশ্চিত। সবাই মিলে পাওয়ার আপ করে শক্তিশালী হয়ে উঠবো নিশ্চই।

এমন টার্গেট আসলে আমাদের অনেক বড় আঁকারে উৎসাহের যোগান দেয়।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর আর বড় উদ্যোগ নেয়ার জন্য। আমিও ইনশাল্লাহ টার্গেট ডিসেম্বর সিজন-২ তে অংশগ্রহন করবো।

টার্গেট ডিসেম্বর সিজন-২ উদ্যোগ অনেক ভাল লাগলো। বিশেষ করে টার্গেট ডিসেম্বর সিজন-২ একটি কনটেস্ট হিসেবে পেয়েছি ।তাই নিজের মাঝে একটি অস্থিরতা কাজ করছে,কেনোনা আমার মনে প্রশ্ন জাগছে আমি পূর্ন করতে পারবো কি টার্গেট ডিসেম্বর এবং হতে পারব কি সিজন-২ এর জয়ী ,আপেক্ষায় টার্গেট ডিসেম্বর ।ধন্যবাদ সুন্দর একটি কন্টেন আমার বাংলা ব্লগ এ নিয়ে আশা জন্য

siam,.png

সুমন ভাইয়া ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করবো সিজন ২ এ টারগেট ডিসেম্বর এ৷ আপনার উদ্যোগে আগের বছর পার করছি টার্গেট ডিসেম্বর এ ইনশাআল্লাহ আগেরবারের ন্যায় এবারও এগিয়ে যাবো পাওয়ার আপের জন্য 💗💗💗🌼🌼🌼🌼

siam,.png

নির্ধারিত করুন আপনার টার্গেট বৃদ্ধি করুন আপনার শক্তি।

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ভাইয়া। সত্যি কথা বলতে এভাবে উদ্যোগ না নিলে কখনোই স্টিম পাওয়ার বৃদ্ধি করা সম্ভব হয় না। আমি ডিসেম্বরের মধ্যে একটি উদ্যোগ নিয়েছিলাম যেটা আমি ডিসেম্বর মাস শেষ হওয়ার পূর্বেই সফলতার সাথে শেষ করেছি। এবার নতুন উদ্যোগে আবারও নতুন কোন টার্গেট নিয়ে সেই হিসেবে নিজের স্টিম পাওয়ার বৃদ্ধি করব। আমরা নিজের ক্ষমতাকে বৃদ্ধি করে সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাব এই প্রত্যাশাই করছি।