আসসালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই ? দেখতে দেখতে ৩০ টা রোজা আমরা শেষ করে ফেললাম। ইতিমধ্যে শেষ হয়ে গেল আমাদের ৩০ তম রোজার ইফতার। অনেকের অনেক ভাবে কেটেছে এই ত্রিশটা দিন। যারা কঠোর পরিশ্রম করে প্রতিনিয়ত তাদের কাছে রোজার ৩০ টা দিন ছিল অত্যন্ত কষ্টের। যদিও সৃষ্টিকর্তার পুরস্কারের কাছে এই কষ্ট কিছুই না। তবে রোজার আনন্দ সবচেয়ে বেশি অনুভব করা যায় শেষের দিকে। আর রোজাদারদের জন্য ঈদ হচ্ছে একটা উপহার এর মত। ৩০ দিন কষ্ট করে রোজা রেখে পৃথিবীতেই উপহারস্বরূপ এই ঈদের উৎসবটি আমরা পেয়ে থাকি। যাই হোক, আজ হচ্ছে চাঁদ রাত্রি। ঈদের আগের দিন রাতকেই আমরা চাঁদ রাত বলি। আজ কথা বলব এই চাঁদ রাত সম্পর্কে।
আমার কাছে যে কোন উৎসবের পূর্বক্ষণ গুলোই সবচেয়ে বেশী আনন্দদায়ক লাগে। যখন একটা উৎসব চলে আসে তখন সময়গুলো পার হওয়ার সাথে সাথে আনন্দের কারণগুলো মিলিয়ে যায়। এই যে আমরা গত ৩০ দিন ধরে পবিত্র ঈদ-উল-ফিতরের অপেক্ষায় ছিলাম। লাস্ট ১০ দিনে এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। আজ হচ্ছে চাঁদ রাত্রি। আজকের আনন্দটাই অন্যরকম। মনের মধ্যে আছে আগামীকালকেই ঈদ। কালকে যখন আমরা ঈদ উদযাপন করব তখন ধীরে ধীরে বেলা অতিবাহিত হবে আর ধীরে ধীরে ঈদের সেই সময়টা যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেটা শেষ হয়ে যাবে। এইজন্য চাঁদ রাত্রিতেই আমার আনন্দটা সবচেয়ে বেশি লাগে।
সবচেয়ে মজার আরো একটি ব্যাপার হলো নিজের পরিবারের যে সকল সদস্য শহরে বা অন্যত্র আছে জীবিকার তাগিদে, তারা ছুটি পেয়ে এই চাঁদ রাত্রিতেই বাড়ি ফেরে। পরিবারের সকল সদস্যদের মিলনমেলার চেয়ে আনন্দ দায়ক মূহুর্ত আর কি হতে পারে। যেসকল পরিবারের সদস্যরা সারাবছর অনত্র থাকে কাজের তাগিদে তারা যখন বাড়ি ফেরে এই ঈদের ছুটিতে, তখন সেই পরিবারের জন্য এই মিলনমেলাটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। নিজের পরিবারের আপনজনেরা সারা বছর অপেক্ষায় থাকে এই মধুময় ক্ষণের জন্য। কত শত শিশু পথ চেয়ে বসে থাকে তার বাবা তার জন্য ঈদের জামা কিনে এই রাত্রে বাড়ি ফিরবে। একটা গান আছে না?? "স্বপ্ন যাবে বাড়ি আমার"। সত্যিই গানটা শুনলে ভালোলাগার এক দারুণ অনুভূতি জেগে ওঠে।
গত একটা পোস্টে আমি উল্লেখ করেছিলাম ঈদের আগের রাতে কিভাবে ছোটবেলায় আনন্দ উল্লাস করে কাটাইতাম। চাঁদ রাত্রে কালীপটকা ফাটানো, তারাবাজি পুরানো, পিকনিক আরো কত কি করে আনন্দ করতাম সবাই। গতবছর চাঁদ রাত্রেও আমার বন্ধুর বাড়ির ছাদে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম। সবাই ঈদের ছুটিতে বাড়ি আসে, একসাথে দেখা হয়। ঈদের দু চারদিন পরে আবার সবাই ব্যস্ত হয়ে পড়ে। তাই এই সময়টা যেন হাতছাড়া করতে ইচ্ছা হয় না। সবার সাথে যখন দেখা হয় তখন মনটা একদম করে ওঠে। এবার আমরা পিকনিক করছি না। তবে এই যে আমি এখন পোস্ট লিখতে বসলাম, এই পোস্ট লেখা শেষ করে একটু বাদেই আমরা সবাই বেরোবো ঘুরতে। চাঁদ রাত্রে এবার পিকনিক করছি না কিন্তু ঘোরাঘুরি করব অনেক। এক প্রিয় বড় ভাই এসেছে ছুটিতে। পরিচিত অনেকের সাথেই দেখা। যাদের সাথে পথ চলা তাদের অনেকেই দু-এক দিনের জন্য ছুটিতে এসেছে বাড়িতে। এজন্যই তো এই দামি সময়টা একসাথে কাটাতে এত বেশি ভালো লাগে ।
আজ দুপুর বেলায় গিয়েছিলাম একটু শহরের দিকে। আমার ভাগ্নে খুব করে ধরেছে কালিপটকা কিনে এনে দিতে হবে । আমারও ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমি ওর জন্য তিন প্যাকেট কালিপটকা কিনে দিয়েছি । দেখলাম একটু আগে ওগুলো ফাটিয়ে বেড়াচ্ছে। কতই না আনন্দ ওদের মধ্যে। ওদের আনন্দের মুহূর্ত গুলো দেখতেও ভালো লাগে। তবে এবার আমার ঈদটা আরো একটু সুন্দর ভাবে কাটবে। কারণ এই ঈদে আমার পরিবারের সব সদস্য আছে বাড়ীতেই। আপুকে নিয়ে এসেছি কিছুদিন আগেই। সবাই আছি বাড়িতেই। এজন্য আনন্দটাও একটু বেশি। প্রকৃত আনন্দটা পরিবারের সাথে ঈদ করায় ।
এই ঈদটা আমার জন্য আরও একটু বেশী স্পেশাল। কারণ বাংলা ব্লগ কমিউনিটি তে থাকা অবস্থায় এটিই প্রথম ঈদুল ফিতর। আপনাদের সবার সাথে ভার্চুয়ালি ঈদ উদযাপন করবো। অনেক মজা হবে আশা করি। এবার সবার ঈদ কেমন কাটছে সে বিষয়ে তো অবশ্যই জানতে পারবো ঈদের পরের পোস্ট গুলো দেখে। আর আপনাদের ঘুরাঘুরির ফটোগ্রাফি এবং তথ্যগুলো কিন্তু সুন্দর ভাবে সংরক্ষন করে রাখিয়েন। কারণ একটু আগে হয়তো অ্যানাউন্সমেন্ট দেখেছেন। ঈদের পরবর্তী কনটেস্ট আসতে যাচ্ছে ট্রাভেল রিলেটেড। তাই প্রস্তুত থাকুন। যাহোক আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। বেশি কিছু লিখতে ইচ্ছা করছেনা আর। কারন সবার সাথে দেখা করতে বের হতে হবে এখন। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। আল্লাহ্ হাফেজ।
image source & credit: copyright & royalty free PIXABAY
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
গতকাল রাতে আপনার মতো আমিও ঘুরতে বের হইছিলাম বন্ধুদের সাথে। বাসায় আসছি রাত ৩ টায়। অনেক মজা করছি অনেক দিন পর। ছোট বেলার বন্ধুরা সবাই এক সাথে হলে মজা অনেক বেড়ে যায়। আমরাও পটকা ফাটিয়েছি। আজকে দিনের দিনে আজকেও অনেক সুন্দর প্লান আছে যদি বৃষ্টি না আসে। আকাশের যে অবস্থা ভয়ই হচ্ছে। যাইহোক, আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
ঈদ মোবারক ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেদিন শুরু করলাম প্রথম রোজা আজকে 30 টা রোজা শেষ হয়ে গেল। আসলে ভালো দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। আপনি ঠিক বলেছেন অনেক মানুষ কষ্ট করে রোজা রেখেছে এর প্রতিদান সৃষ্টিকর্তায় দিবে আর আমাদের দুনিয়ায় উপহার পেয়ে যায় ঈদ। উৎসব পালন করি।লাস্টের দশটায় আসলেই অনেক আনন্দ বেশি থাকে সব মিলিয়ে উত্তেজনা কাজ করে। কবে ঈদ আসবে।আপনি পোস্ট এর মধ্যেও আমাদের সতর্ক করে দিলেন। ট্রাভেল সম্পর্কে কনটেস্ট আসতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমিও দেখি ফটোগ্রাফির জন্য প্রস্তুত হচ্ছি ইনশাল্লাহ। সামনে ভালো কিছু নিয়ে হাজির হব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই জানাই ঈদের শুভেচ্ছা।
আসলে উৎসব মানেই প্রিয়জনদের সাথে সময় কাটানো। বড়ো হয়ে গেলে অনেক দায়িত্ব চলে আসে তাই হয়তো ছোটবেলার মতো অতো মজা করা যায় না। তবুও সবার সাথে ভালো ভাবে আড্ডা দিন। ঘুরে বেড়ান। দারুন কাটুক সময়। 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক মিস করি ভাই সেই দিনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চাঁদ রাত নিয়ে আপনার অনুভূতি ও আনন্দগুলো পড়ে খুব ভালো লাগলো। আপনার যত মজা করেন আমরা তার কিছুই করতে পারিনা। ঈদের আগে সারাটা সময় ব্যস্ত কাঠের ছোট ভাইবোনদের হাতে মেহেদি পড়াতে। মেহেদী পড়াতে পড়াতে রাত কখন গভীর হয় বুঝতেই পারিনা। তবে চাঁদ দেখার মজাই আলাদা পিচ্চিদের নিয়ে ।আজও ছাদে গিয়েছিলাম পিচ্চিদের আনন্দে আমি নিজেই তাদের মাঝে হারিয়ে গিয়েছিলাম। চাঁদ রাতে আসে পাশের বিল্ডিং গুলোতে ফটকা থেকে শুরু করে বিভিন্ন গান বাজানো শুরু হয়ে গেছে। ঈদ আসলেই অনেক আনন্দের। আপনার আনন্দের মুহূর্ত গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পরিবার নিয়ে সুস্থ-সুন্দর ভাবে আপনার ঈদ কাটুক এই প্রত্যাশা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই ছোটবেলার স্মৃতি কখনো ভোলা যায়না। ছোটবেলায় আনন্দটা একটু বেশি হয়। আর আপনার একটা কথা আমার কাছে বেশ ভালো লেগেছে। কোন কিছুর পূর্বক্ষণ টাই বেশ ভালো লাগে। কারণ যখন শুরু হয় শেষ হতে টাইম লাগে না। কিন্তু এর আগের যে আনন্দটা কাজ করে মনের ভিতর এটা অনেক বড় একটা বিষয়। আসলে ঠিকই বলেছেন ভাই এবার একটু আমাদেরও স্পেশাল। কারণ আমরা ও একজন বাংলা ব্লগের সদস্য। ধন্যবাদ ভাই এরকম সুন্দর কিছু মনের কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে এই গানটি শুনলে আমার মাঝেও ভিন্ন রকমের অনুভূতি জেগে উঠে। আমি ভেবেছিলাম হয়তো আমার ক্ষেত্রেই এমনটা হয়। কিন্তু আজকে জানতে পারলাম আপনার মাঝেও ভিন্ন রকমের অনুভূতি জেগে ওঠে। আসলে এই গানটি শুনলে আমার ঈদের কথা মনে পড়ে যায়। মনে হয় যেন অনেক আবেগ ও অনুভূতি মিশে আছে এই গানটির মাঝে। তবে যাই হোক আপনি অনেক সুন্দর ভাবে আপনার অনুভূতি প্রকাশ করেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আমরা সকলে অবশ্যই পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকবো এবং নিজের কাটানো মুহূর্তগুলো সুন্দরভাবে ফটোগ্রাফি করে রাখবো। আপনার জন্য শুভকামনা এবং ঈদের শুভেচ্ছা রইলো ঈদ মোবারক ভাইয়া।💝🌙💝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে আমরা আমাদের কাঙ্খিত আনন্দের দিন টা পেয়ে থাকি। তারপরেও আমরা চাঁদ রাতে খুব বেশি আনন্দ উদযাপন করে থাকি। কারণ ঈদের দিনের সময়টা খুব সহজেই অতিবাহিত হয়ে যায়। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই চাঁদ রাতে ছোট বেলায় কত মজাই না করতাম আমরা৷ বোম ফোটানোম তারাবাতি জালানো থেকে শুরু করে আরো কতো কি। বন্ধুরা মিলে অনেক মজা করতাম৷ আহ মনে পরে গেলো সে দিন গুলি।
ঈদ মোবারক ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি আমরা অবিভাবকেরা ঈদ পার করি। আর ছোটরা ঈদ পালন করে। যথার্থই কিছু উপহার দিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদের অনেক অনেক শুভেচ্ছা দাদা আপনাকে ও।
30 দিন আপনাদের অনেক কষ্টের পর আজ অতি আনন্দের দিন ,যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন।আপনারা সবাই মিলে দারুণভাবে ঈদ উপভোগ করুন এটাই কাম্য।শুভকামনা রইলো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগের দিনে আমরা যখন ছোট ছিলাম ঈদের আগের রাতে খুব মজা করেছি, তখন চারিপাশে পটকা ফাটানোর আওয়াজে মুখরিত হয়ে উঠত পরিবেশ। এখন আর ঈদের আগের রাতে বাজি ফোটানো হয় না, মনে হয় না ঈদ।মিস করি সেই সোনালি দিনগুলো। কিন্তু এই দেশে দেখেন যে কোন ফেস্টিভেল এর আগের রাতে তারা অনেক মজা করে, বাজি ফোটায় এতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু জানিনা আমাদের দেশে এখন কেন এই সিস্টেম হয়েছে।আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগল, ছেলেবেলার স্মৃতি গুলো মনে পড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আপু ভীষণ মিস করি। এখনকার জেনারেশন এগুলো বুঝবেনা। আমাদের সেই গোল্ডেন অতীত যদি আরেকবার ফিরে পাওয়া যেত। আহা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit