আসসালামু আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে। রাত্রিবেলায় বাইরে বেরোলেই দেখা যায় এলাকার ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত। এটি শীতের এই সময়ের একটি কমন দৃশ্য।
আজ সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আমার। সন্ধ্যার সময় একটু ফ্রি হয়ে বাজারের দিকে আসলাম। এসেই শুনলাম সবাই নাকি ব্যাডমিন্টন খেলা দেখতে যাবে। এক ভাগ্নে নিজের টিম ছেড়েছে। কি আর করার। সবাই যেহেতু যাচ্ছে আমাকে যেতেই হবে। খেলা শেষে আবার খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেছে শুনলাম।
সবাই মিলে একসাথে চলে আসলাম খেলার মাঠে। মোট ১৬ টি দলের খেলা। খেলা দেখছিলাম আর ভাবছিলাম আমাদের ছোটবেলার কথা। যখন ব্যাডমিন্টন খেলতাম প্রতিটি শীতের সিজনেই। পরীক্ষা শেষ, বিশাল একটা ছুটি। কি যে ভালো লাগতো পরিকল্পনাগুলো করতে। সত্যি কথা বলতে ওই সময়ে প্রত্যেকদিন একটা আলাদা টেনসন থাকতেও ফেদারের টাকা জোগাড় করতে।
ছোট পরিসরে কোট কেটে আমরা নিয়মিতই খেলতাম। টাকা জমিয়ে সবার কাছ থেকে চাঁদা ধরে এরপর নেট, বাল্ব ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলো কিনতাম। সবাই অল্প অল্প কিছু টাকা দিয়ে প্রতিদিনের ফেদার কেনার বন্দোবস্ত করা হত। শীতের সিজন আসার আগেই মনে অনেক কল্পনা জাগতো আমরা এবারও সবাই একসাথে কোট কেটে খেলব।
টাইম ছিল অনেক, শখ ছিল বুক ভরা, পকেট ছিল ফাঁকা। এখন সময় নেই, সেই সার্কেল নেই, সেই মধুময় দারুন কুয়াশাচ্ছন্ন শীতের আমেজ নাই, পকেটে টাকা আছে কিন্তু সেই সময়ের ঐ আনন্দ নেই। আহা, সেই সময় গুলো যদি আর একটা বার ফিরে পেতাম!!!
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
যখন বন্ধুরা ছিল সময় ছিল অনেক খেলাধুলা করার কিন্তু সেই সময় পকেটে টাকা ছিল না এখন টাকা আছে অন্যান্য সব জিনিস গুলো নেই বন্ধুরা নেই। এটাই যেন সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার। তবে শীতকালের ওই ছোট ছোট কোট কেটে সবাই মিলে মজা করে ব্যাডমিন্টন খেলার সোনালী স্মৃতিটুকু ভুলবার নয়। চমৎকার একটি স্মৃতিময় কথা মনে করিয়ে দিলেন ভাইয়া। শৈশবে স্মৃতিচারণ করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit