হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে গুগলের কিছু মজার ট্রিকস শেয়ার করবো আপনাদের সাথে। খুব বেশি বোরিং লাগছে? একা একা কম্পিউটারের সামনে বসে আছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না তাহলে এগুলো নিয়ে মজা করতে পারেন।
কম্পিউটার বা ফোন উভয়ইতেই আপনি এটি করতে পারবেন। প্রথমে গুগলের সার্চ বারে যেতে হবে। সার্চ বারে কিছু ওয়ার্ড লিখে জাস্ট সার্চ দিবেন তাতেই হবে। প্রথমে আমরা যেটি সার্চ দিব সেটি হচ্ছে:
Google Gravity
সার্চ অপশনে গিয়ে গুগল গ্রাভিটি লিখে সার্চ দিন। এরপর দেখুন ম্যাজিক। নিচের স্ক্রিনশট গুলো দেখুন। গুগলের প্রত্যেকটি লেখা এবং লোগো সবকিছু উল্টোপাল্টা হয়ে আছে। ফোনের নিচের দিকে চলে এসেছে সব। লোগোর উপর আঙুল দিয়ে একটা চাপ দিলে সেটা কিছুটা সরে যায়।
ফোন এদিক ওদিক করলে প্রত্যেকটা টেক্সট এবং লোগো খুব হালকাভাবে ঘুরাঘুরি করতে থাকে। আর একটা মজার বিষয় হচ্ছে ভেসে থাকা টেক্সটগুলোর উপর ক্লিক করলে নির্ধারিত লিংকে আপনাকে প্রবেশ করাবে। ধরুণ জিমেইলের উপর ক্লিক করলেন তখন আপনাকে জিমেইলে নিয়ে যাবে।
চলুন এবার দেখি ২ নাম্বার ট্রিক্স। এটিও খুব মজার। দুই নম্বর ট্রিক্সটি হল:
katamari
এটা লিখে গুগলে সার্চ করার পর নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। পাশে একটি বল থাকবে সেই বলে আপনি প্রথমে টাচ করবেন। এই বলটি মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। নিচের ছবিগুলোতে দেখুন।
কোন একটা ইমেজের উপর যখন বলটি নিয়ে আসা হবে তখন সেই বলটির সাথে ওই ইমেইজটি লেগে থাকবে আঠার মত। বল টা যেখানেই মুভ করানো হোক না কেন ওই ইমেজটা বলের সাথেই লেগে থাকবে এবং মুভ করবে।
৩ নাম্বার ট্রিকস হলো একটা ম্যাজিক এর মত। আপনি চাইলে কাউকে ম্যাজিকও দেখাতে পারেন এই ট্রিক্স এপ্লাই করে। তিন নম্বর ট্রিক্স হলো:
Thanos snap
আমরা যখন গুগল সার্চ করি তখন রেজাল্টগুলো সারিসারি নিচে চলে আসে। Thanos snap লিখে যখন সার্চ করবেন তখন একটি থানসের হাত দেখতে পাবেন। কিছু রেনডম সার্চ রেজাল্ট নিচে চলে আসবে। নিচের ছবিগুলো লক্ষ্য করুন।
যখন হাতের উপর একটি ক্লিক করবেন তখন একটি ম্যাজিক দেখা যাবে। দেখতে পারবেন শোইং রেজাল্ট গুলো ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। একটি লাইন উধাও হওয়ার পর অন্য একটি লাইনও উধাও হয়ে যাবে। বিষয়টা দেখতে খুবই স্যাটিস্ফাইং।
তিনটি ওয়ার্ড আপনারা নিজের ইউজ করে দেখতে পারেন। পরবর্তীতে এরকম আরো কিছু ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এটা দারুণ পোস্ট ভাই। বেশ মজার। গড়পরতা সকল পোষ্টের থেকে একদম অন্যরকম। এর বেশ কয়েকটি আমি এর আগে চেষ্টা করেছিলাম এবং মজাও পেয়েছিলাম। তবে বাকি সব কটি আপনার দেখাদেখি চেষ্টা করব গুগলে সার্চ করে। অসাধারণভাবে ছবি দিয়ে সবকটি মজার সার্চ তুলে ধরেছেন এই পোস্টের মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! বেশ মজার একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। ট্রিকস গুলো জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। প্রথম ট্রিকস ট্রাই করে দেখলাম সাথে সাথে। বেশ মজা পেয়েছি প্রথম ট্রিকস গুগলে সার্চ দিয়ে দেখার পর। বাকি ট্রিকস দুটিও সার্চ দিয়ে দেখে নিবো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ! দারুণ ৩ টি ট্রিকস শেয়ার করেছেন আজকে। গুগোল তো ব্যবহার করা হয় প্রতিনিয়তই। তবে এই ৩ টি ট্রিকস এর একটাও জানা ছিলো না আমার! মজার একটি পোস্ট পড়ে ভালো লাগলো। বিশেষ করে ৩ নম্বর টা বেশি ইন্টারেস্টিং লাগলো আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit