টার্গেট ডিসেম্বর - ৪০০ স্টিম পাওয়ার বৃদ্ধি || Target December - 400 STEEM power up

in hive-129948 •  3 years ago 

Polish_20210902_011458299.jpg

গত সপ্তাহের এই দিনে আমি ১৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছিলাম। এ সপ্তাহে আমার ওয়ালেটে ৪০০.৫২ স্টিম ছিল।৪০০.৫২ স্টিম থেকে ৪০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আমি গত মাসে বলেছিলাম আমার ডিসেম্বর মাসের টার্গেট নির্ধারণ করেছি ১০,০০০ স্টিম পাওয়ার । আপনারা অনেকেই ডিসেম্বরের টার্গেট নির্ধারণ করে পাওয়ার বৃদ্ধি করতেছেন ।আমিও আপনাদের সাথে সামিল হলাম। গত মাসেই অনেক স্টিম পাওয়ার বৃদ্ধি করা হয়েছে টার্গেট ডিসেম্বর কে সামনে রেখে।

আমি ও আমার টার্গেট অনুযায়ী ধীরে ধীরে অগ্রসর হচ্ছি । আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ

আমার ওয়ালেট থেকে নেওয়া : পাওয়ার বৃদ্ধির পূর্বের দৃশ্য । পাওয়ার বৃদ্ধি করার পূর্বে আমার ওয়ালেটে ৭৪৭৫ স্টিম-পাওয়ার ছিল।

IMG_20210902_010533.jpg

এরপর ৪০০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।

IMG_20210902_010603.jpg

অবশেষে আমার ওয়ালেটে ৭৮৭৫ স্টিম-পাওয়ার পূর্ণ হল।

IMG_20210902_010643.jpg

১০০০০ পাওয়ার পূর্ণ হতে আমার আরও ২১২৫ স্টিম প্রয়োজন। আশা করি ডিসেম্বর মাসের মদ্ধে আমার টার্গেটে খুব সহজেই পৌঁছাতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন । আর সেই সাথে আপনাদের চেষ্টাও অব্যাহত রাখবেন।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Cc:- @steemcurator01

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর উদ্যোগ এটি দাদা।আমাদের সঙ্গে আপনি ও পাওয়ার আপ করলে ভালো লাগে।তখন আমার ও পাওয়ার আপ করার প্রতি দ্বিগুণ আগ্রহ ও উৎসাহ বেড়ে যায়।আপনি আমাদের দিক নির্দেশক এবং নতুন পথের দিশারী।ধন্যবাদ দাদা।

খুব শীগ্রই ১০ k হবে আশা করি।

  ·  3 years ago (edited)

খুব শীঘ্রই আপনার টার্গেট ছুঁয়ে ফেলবেন , আপনার অগ্রগতি দেখে ভালো লাগছে, শুভকামনা রইল আপনার জন্য।

এগিয়ে যান দুর্বার গতিতে। চমৎকার ভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন। আশা করি খুব দ্রুত আপনার টার্গেট পূরণ হয়ে যাবে। ধন্যবাদ ভাই আপনাকে।

আপনাকে 400 পাওয়ার আপ করতে দেখে ভালো লাগছে এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি টার্গেট ডিসেম্বর উদ্যোগটি হাতে নেয়ার জন্য

নিজের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে দিনদিন বড়লোক পর্যায়ে চলে যাচ্ছেন ভাই। আপনাদের মত এলিট ক্লাবে কবে যেতে পারবো জানিনা, তবে চেষ্টা করে যাচ্ছি দোয়া রাখবেন

ভাইয়া আপনার পাওয়ার খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে।আশা করি কিছু দিনের মধ্যেই আপনে 10k। পাওয়ার সক্ষমতা অর্জন করবেন। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা।

ইনশাআল্লাহ টার্গেট ডিসেম্বরে আমার লক্ষ‍্য 1200-1300 স্টিম পাওয়ার। এই ইভেন্টের জন্য আপনাকে শুভকামনা।

ভাইতো আমাকে ছাড়িয়ে গেলেন, উপরের উঠে গেলেন। সমস্যা নাই, আমিও থাকবো পিছনে পিছনে, হি হি হি
আজ না হয় কাল আমিও পাওয়ার আপ করবো, দেখি।

ভাই সামনের পথ বেশি একটা ভালো না। আমি আগে আগে যাই আপনি একটু পিছনে চলে আসেন কেমন? 🤭

হাহাহা।

ইনশাআল্লাহ আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। এই কামনায় করি

ভাইয়া আশা করি খুব খুব খুব শীঘ্রই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে।এটাও আশা করি যে ডিসেম্বর হওয়ার আগেই আপনার একটা পোস্ট দেখতে পাবো যে ডিসেম্বর এর আগেই আপনার আশা পূরণ হয়ে গিয়েছি। ❤️