হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? পুশ কয়েনের সাথে সবাই ভালই আছেন আশা করি। রিসেন্টলি দাদা একটি উদ্যোগ গ্রহণ করেছে। গত কিছুদিন ধরে সবাইকেই বলা হচ্ছিল কিছু PUSS কিনে ওয়ালেটে জমা রাখতে। বেশিরভাগ ইউজার সেটা করেননি। এরপর দাদা ৫০০ কয়েন গিফট করলেন যাদের ওয়ালেটে কোন কোন ছিল না।
দাদা চাচ্ছেন বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকের ওয়ালেটে কিছু না কিছু কয়েন থাকুক। গতকাল থেকে প্রচুর ওয়ালেট অ্যাড্রেস জমা পড়েছে এয়ারড্রপ চ্যানেলে। সবাই কয়েন গুলো হোল্ড রাখুন। এখনি সেল দিবেন না। যখন কোন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সাইটে কয়েন লিস্টেড হবে তখন অল্প অল্প করে সেল দিয়েন। কমলে আবার বাই করবেন, বাড়লে আবার সেল দিবেন। এভাবে ধীরে ধীরে বাই এন্ড সেল চলতে থাকলে মার্কেট চাঙ্গা থাকবে এবং প্রফিটেবল ট্রেড করতে পারবেন।
কমিউনিটিতে প্রচুর ইউজ কেইস নিয়ে আসতে যাচ্ছে এই কয়েন। অনেকে হয়তো ওয়েবসাইটে ইতিমধ্যেই হয়তো দেখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার কয়েন ফোল্ড রাখলে একটি বড় এমাউন্টের বোনাস ভোট পাওয়া যাবে @abb-curation একাউন্ট থেকে। বিশ হাজার, পঞ্চাশ হাজার, এক লাখ- যে যেটাই পারেন হোল্ড রাখলে পরবর্তীতে বোনাস ভোট পেতে পারবেন। যারা এখনো কয়েন বাই করেননি তারা বাই করে নিতে পারেন। তবে অবশ্যই নিজে যাচাই-বাছাই করে কিনুন। আমি বা আমাদের টিমের কারোর কথায় ইনভেস্ট করার সিদ্ধান্ত নিবেন না।
বাংলা ব্লগে অনেক অনেক ফিচার আসবে ভবিষ্যতে। সেগুলো আনলক করতে কয়েনের প্রয়োজন হবে। গেম ডেভেলপ করার প্ল্যান চলতাছে। যদিও এটি একটু দেরি হবে। গেমটা এমনভাবে ডিজাইন করা হবে যেন এই কয়েন দিয়ে অনেক বেশি মজা করা যায় এবং সেই সাথে আর্ন করা যায়। এছাড়াও বিভিন্ন সময়ে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হতে পারে এবং সেখানে এই কয়েনের ইউজ স্পেস তৈরি হবে।
যারা ইনভেস্ট করেছেন তাদের অনেকেই একটুখানি মার্কেট আপ দেখলেই সেল দিয়ে দেয়। এটা মার্কেটের জন্য বর্তমান পরিবেশ বিবেচনা করে খুবই খারাপ হচ্ছে। যেহেতু আর্লি স্টেজে এই কয়েনের কথা কমিউনিটিতেই জানানো হয়েছিল তাই অল্প দামে অনেকেই কিনতে পেরেছে। আমার মনে হয় এখন মোক্ষম সময় নয় সেগুলো সেল দেওয়ার। প্রথম দিকে যারা বাই করে তারা যদি দীর্ঘদিন হোল্ড করতে পারে তাহলে মার্কেটটা খুব চাঙ্গা হয়ে ওঠে।
বর্তমানে কমিউনিটিতে অলটাইম সুপার এক্টিভ মেম্বার ৫০+। কম করেই বললাম। এই সবাই যদি নিয়মিত টুইটার (X) প্রমশনে আমাদের সাথে কাজ করে তবে হিউজ মাত্রায় স্প্রেড হবে। এটাই বর্তমানে আমাদের খুব প্রয়োজন। সবাই মিলে কাজ করলে সাকসেস আসবেই।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এর চেয়ে ভালো নিউজ আর হতেই পারে না। কারণ প্রথমত পুস কয়েন কিনে হোল্ড করে রাখলে, ভবিষ্যতে পুস কয়েন এর প্রাইস আরও অনেক বৃদ্ধি পাবে। তাছাড়া এখনই বোনাস ভোট পাবো আমরা। সবমিলিয়ে একেবারে সোনায় সোহাগা। তাই সবার উচিত যথাসম্ভব পুস কয়েন কিনে হোল্ড করে রাখা। পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
PUSS নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ভাইয়া।অনেক কিছু জানতে এবং বুঝতে পারলাম আপনার এই পোষ্টের মাধ্যমে।আসলে আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমার কয়েন বৃদ্ধি করা যায়।আর সাথে সাথে চেষ্টা করছি কিভাবে ই পুষ কয়েন সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়।আমি আমার জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করছি প্রমোশন করার।আমার অনেক বন্ধুবান্ধবকে এই কয়েন সম্পর্কে বলেছি এবং তারাও আগ্রহী প্রকাশ করেছে।যাইহোক,পুষ নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ব্যাপার টা আমাদের কমিউনিটির অনেকেই বুঝছে না। তারা প্রতিদিন এটা buy sell করে শর্ট ট্রেড করছে। কিন্তু এখন দরকার এটা পুরোপুরি ভাবে হোল্ড করা। আশাকরি ভবিষ্যতে আরও দারুণ দারুণ ফিচার্ড গুলো আসলে ভালো কোন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টেড হলে পুশের অনেক বড় একটা পাম্প দেখতে পারব আমরা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
abb curation এর বোনাস পাওয়া যাবে এইটা বেশ আনন্দের৷ বাকি পুস হোল্ডের কথা দাদা যেভাবে শুরু থেকেই বলছেন আমার মনে হয় প্রত্যেকেরই দাদার কথা শোনা ভালো। কারণ উনি অনেক বেশি জানেন। আপনাদের পোস্টগুলো পড়ে অনেককিছু বুঝতে পারি। প্রোমশনের কথা সবাই বলেন। আমিও করি টুইটারে৷ ভালোই লাগে যদিও। এক একদিন এক একটা ব্যানার বানিয়ে লেগে পড়ি৷ আপনাদের ব্যানারগুলোও নিই৷ এই সবের মধ্যে ব্লগের একঘেঁয়েমি বিষয়টা কিন্তু একেবারেই নেই৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ এটা জেনে অনেক ভালো লাগলো পুশ কয়েন হোল্ড রাখলে এবিবি কিউরেশন থেকে বোনাস ভোট পাওয়া যাবে।এখনি এগুলো সেল দেওয়ার চিন্তা করছিনা।কারণ হোল্ড রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit