SuperWalk - NFT SHOE হোল্ডারদের পুরস্কার ডিস্ট্রিবিউশন।

in hive-129948 •  7 hours ago  (edited)

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে 'আমার বাংলা ব্লগ" কমিউনিটির সাথে SuperWalk এর একটা collaboration হয়েছিল। SuperWalk এর দুইটা মুড ছিলো। একটা বেসিক মুড, আরেকটা হচ্ছে প্রো'মুড।

Basic mode টা ইউজ করার পর আমরা সবাইকে বলেছিলাম NFT shoe কিনতে। আমাদের কথা মতো অনেকেই কিনেছিলেন। বেশিরভাগ ইউজার ইগনোর করেছিল। এমন নয় যে এখন পুরস্কার ঘোষণা করা হচ্ছে। পুরস্কার তখনই ঘোষণা করা হয়েছিল। প্রথমে ১০ হাজার ডলারের পুরস্কার থাকলেও পরে সিদ্ধান্ত চেঞ্জ করা হয়।

সিদ্ধান্ত নেওয়া হয় বাংলা ব্লগ থেকে যারা পোস্ট করবে তাদেরকে সাপোর্ট দেয়া হবে। আর NFT shoe এর জন্য ফাইনাল ১০০০ ডলারের প্রাইজমানি রাখা হবে। এরই ফলশ্রুত SuperWalk কোম্পানি আমার কাছে ১০০০ ডলারের GRND টোকেন হস্তান্তর করেছে। আমি গতকাল এটা রিসিভ করেছি।

মোট ১৩ জন ইউজার আমাদের হিসেবে NFT shoe বাই করেছে। এর মধ্যে সকলেই নিয়মিত পোস্ট করেছেন যেটা আবশ্যক ছিল। এখন সময় হলো ১৩ জনের মাঝে এক হাজার ডলারের GRND টোকেন ভাগ করে দেওয়া। যারা এই পুরস্কার পাবে তাদের নাম নিচে দেওয়া হল:

No.ID
1@nazmul01
2@kazi-raihan
3@nevlu123
4@aongkon
5@ripon40
6@joniprins
7@ayaan001
8@hafiz34
9@emon42
10@bijoy1
11@mohinahmed
12@Shahid540
13@bristi1

এখনো যদি কারোর নাম মিসিং থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে তারা প্রত্যেকেই যেই অ্যাড্রেসে GRND টোকেন রিসিভ করবেন সে এড্রেসটি কমেন্ট বক্সে লিখবেন। Gate.io তে GRND টোকেন লিস্ট আছে৷ Gate.io তে গিয়ে ডিপোজিটে ক্লিক করবেন এরপর GRND টোকেন সার্চ করবেন। এরপর GRND টোকেনের ডিপোজিট এড্রেসটি কপি করবেন। কপি করে এড্রেসটি কমেন্ট বক্সে লিখে দিবেন।

White Merry Christmas and Happy New Year Facebook Cover_20250205_171534_0000.png



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পাওয়া অন্য রকম একটা অনুভূতি।

Address

0x8744519Cb3EC4540D35DF38de022eB30934Ae1De

অনেক খুশি হলাম এই রিওয়ার্ডের বিষয়টি দেখে। ভাইয়া এটা হচ্ছে আমার Super walk এর রিসিভিং এড্রেস। এখানে পাঠালে আবারো কিনে নিব।

0xC39cC26568473C972054F89CD4e4ABAAe859B2a3

আহ্ চোখের শান্তি। পুরস্কারের জন্য মনোনীত করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

0x722cCA959B0e58942BD64B595BE258a7e53957Fe

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণায় আজকে আমরা এই লিস্টে আসতে পেরেছি। সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এটা আমার Super walk এর রিসিভিং এড্রেস।

0x7406B271CEc147A87284A14e50c6257C9Edc1762

সকল বিজয়ীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বেশ কিছু দিন আগে সুপার ওয়াক অ্যাপ্লিকেশনের মধ্যে হাঁটাহাঁটি করে বেশ ভালোই পয়েন্ট অর্জন করেছিলাম।আমি এখন পর্যন্ত পয়েন্ট অর্জন করার চেষ্টা করছি। আশা করছি ভবিষ্যতে এরকম আরো ইভেন্টের আয়োজন করা হবে।

ব্যক্তিগতভাবে আমি বলতে পারি এই লিস্টে যুক্ত হতে পেরেছি কেবলমাত্র আপনার উৎসাহ পেয়ে। বারবার করে বলার পরেই আমরা এই এনএফটি কিনেছিলাম। আমাদের মাঝে প্রাইস ডিস্ট্রিবিউট নিয়ে পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আমি একটু পরে রিচিভার লিংক দিবো ভাইয়া।আবারো আপনার প্রতি কৃতজ্ঞ রইলাম।

  ·  5 hours ago (edited)

ভাই আপনার অনুপ্রেরণা ও উৎসাহ পেয়ে SuperWalk - NFT SHOE বাই করে কাজ করেছি। পুরস্কারের জন্য মনোনীত করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

0x5e98B3E798f695BB74c1e1B94fdac84AA637b553

Gate.io grnd adders: 0xFe2b3c431bf0fa335C83B7399221Ddb1F875ae5f

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন। ইউজারদের সুবিধার্থে এর জন্য এই ধরনের ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ সঠিকভাবে করতে পেরেছিল তারাই আজকে ভালো লাগছে।

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন। আমিও প্রতিনিয়ত হাঁটাহাঁটি করেছিলাম এবং প্রতি সপ্তাহে একটি করে পোস্ট করেছিলাম। পরবর্তীতে এ রকম আরো ইভেন্ট চাই। অনেক উপকার হয়েছে আমাদের প্রত্যেকের। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সকলকেই অভিনন্দন। এই ধরনের প্রতিযোগিতা ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আগ্রহ বাড়ে। এই ইভেন্ট গুলোতে যারা সঠিকভাবে অংশগ্রহণ করে কাজ করতে পেরেছিল তারাই ভালো করেছে।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

দারুণ একটি সুখবর পেলাম। NFT কিনে হাঁটাহাঁটি করলাম আবার গিফটও পাবো।😍

My Gate.io Adress-
0x20556503dE10495c9347fD9A4463b3A564919ADc

সবাই তো দেখছি বেশ ভালো এমাউন্টের রিওয়ার্ড পাবে। যারা এনএফটি কিনেছে এবং রিওয়ার্ড পাবে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি superwalk wallet এর এড্রেস দিলাম।

0x68309548E46CE59115F86461ffDdc04fb1253d62

এটা আমার Grnd address

0x79b35B9e9bDdFb707f1a7BB6eBBcd7A700Fc7DD7

  ·  4 hours ago (edited)

পুরস্কার পাওয়ার অনুভূতি টাই অন্যরকম ।আসলেই দারুন একটা প্রতিযোগিতা ছিল যেখানে নিজের নামটি দেখে সত্যিই অনেক ভালো লাগা কাজ করছে। আমার ডিপোজিট এড্রেস:

Gate.io grnd adders: 0x377e0cdb3eC025AAcb3580Fe8ef638082BEd2AB2