হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের সবাইকে ভালো থাকতে হবে এবং অন্যদেরকে ভালো রাখতে হবে। আমরা যতদিন শুধুমাত্র নিজে ভালো থাকার কথা চিন্তা করব ততদিন আমাদের ভালো থাকতে পারাটা কঠিনই থেকে যাবে। মানুষ যেরকম শান্তিতে থাকতে চায় সেরকম শান্তি বাস্তবে পেতে হলে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে।
পৃথিবীটাকে পরিবর্তন করতে হলে বড় বড় পরিকল্পনা বাস্তবায়নের কোন প্রয়োজন নেই। আপনার নিশ্চয়ই কম বেশি সবাই বাটারফ্লাই ইফেক্টের কথা শুনেছেন। আপনি কোন একটা কাজ করলেন সেটা ছোট হোক বা বড় হোক তার ইফেক্ট অকল্পনীয় বড় আকার ধারণ করতে পারে। এটার একটা বাস্তব উদাহরণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের ইতিহাস যারা পড়েছেন তারা ব্যাপারটি বুঝতে পারবেন।
আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি। দৈনন্দিন জীবনে আমাদের ছোট ছোট পদক্ষেপ গুলোকে একটু অন্যভাবে পরিচালনা করতে হবে। শুধুমাত্র মনোভাবটা সবার একই রকম হতে হবে। ধরুন আপনি কোন একটা কাজে কোন এক জায়গায় যাচ্ছেন পাবলিক বাসে চড়ে। সেই বাসে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে আপনি সিট ছেড়ে দিয়ে বসতে দিলেন। নিঃসন্দেহে কাজটি আপনি ভালো করেছেন। মেয়েটি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। পরবর্তীতে যাত্রা শেষ করে আপনার গন্তব্যে গেলেন এবং যে কাজে গিয়েছিলেন সেই জায়গাটাতে গিয়ে যাকে আপনি একটু আগে হেল্প করলেন তাকেই দেখতে পেলেন। এবার ভাবুন আপনি সেই জায়গাটাতে কতটা সম্মান পাবেন। মেয়েটি পারলে আপনাকে সর্বোচ্চ হেল্প টুকুন করার চেষ্টা করবে।
এই থিওরিটা এবার বড় ফ্রেমে যদি আমরা চিন্তা করি তবে পৃথিবীর পরিবর্তন টা দেখতে পাবো। প্রত্যেকেই প্রত্যেকের জন্য একটু হলেও যদি ভালো কিছু করার চেষ্টা করি তবে প্রত্যেকের জন্যই পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে। পরিবর্তনটা যখন চলে আসবে তখন আপনি আমিও সেইম থিওরিতে উপকৃত হব।
আমরা সামাজিক জীব। আমাদের জীবন বিধান তো এরকমই হওয়ার কথা ছিল। বর্তমানে এরকম তো চিন্তা করাই যায় না বরং সবাই কেমন জানি একটা অগ্রেসিভ মুড নিয়ে চলাফেরা করতেই বেশি পছন্দ করে। খেয়াল করে দেখবেন কেউই ছাড় দিতে রাজি নয়। নমনীয়তা ধীরে ধীরে বিলুপ্তির পথে। কাউকে উপকার করা মানুষের শুধি নৈতিক দায়িত্ব নয়, এটি ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের চাবিকাঠি।
সাধারণভাবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় মানুষের মধ্যে আন্তরিকতা তো দেখা যায়ই না,,, সরকারি প্রায় সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে আন্তরিকতা ছিটে ফটোও নেই। যাইহোক তবুও আমরা আশাবাদী পরিবর্তন আসবে আমাদের হাত ধরেই।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit