Weekly Plagiarism Report -January -1st week - সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - জানুয়ারি প্রথমসপ্তাহ

in hive-129948 •  3 years ago  (edited)

jpg_20220103_080147_0000.jpg

02-01-2022

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@abdul237ইতিহাস..
100%
উৎস
@abunaemইন্টারনেট..
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@abdul237লিংক উৎস
@periodsলিংক উৎস
@abdul237লিংক উৎস
@abunaemলিংক উৎস


যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি চৌর্যবৃওি একটা কমিউনিটির সৌন্দর্য নষ্ট করে। তবে আমাদের কমিউনিটি যতটা এগিয়েছে সেক্ষেত্রে এইরকম কিছু মেম্বার তো আসবেই যারা চৌর্যবৃওির সাথে জড়িত। তবে এটা ভালো লাগল যে আমাদের পুরাতন কোনো সদস্য নেই এই তালিকায়।

চৌর্যবৃত্তি আমাদের কমিউনিটির পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। সকলকে নিজের মেধা কাজে লাগিয়ে কাজ করা উচিত। আমরা যদি আমাদের নিজের মেধাকে কাজে লাগিয়ে কাজ করি তাহলেই সফল হতে পারব। আশা করছি পরবর্তীতে চৌর্যবৃত্তি থেকে সকলে দূরে থাকবে।

ভাইয়া আপনি সব সময় অনেক দক্ষতার সাথে চৌর্যবৃত্তি প্রতিবেদন তৈরি করেন। তবে যারা চৌর্যবৃত্তির মত অপরাধমূলক কাজ করেছে তারা সবাই নতুন ইউজার। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে সকলে অনেক সতর্ক হবে এবং নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নিয়মিত কাজ করবে।

চৌর্যবৃত্তির লিস্ট দেখে মনে হচ্ছে সবাই নতুন।নতুনরা এই কাজের নিয়ম সম্পর্কে অবগত হয়ে উঠে নি এখনো।যার ফলে চৌর্যবৃত্তির মতো খারাপ কাজ করছেন। দাদা ধন্যবাদ আপনাকে।

সত্যি প্লাগারিজম আমাদের কমিউনিটির পরিবেশকে দূষিত করে। আমাদের প্রত্যেকের উচিত প্লাগারিজম পরিত্যাগ করা এবং নিজের মেধাকে কাজে লাগানো। যে ব্যক্তি নিজের মেধাকে কাজে লাগিয়ে সৃজনশীলতা তৈরি করতে পারে সেই উত্তম ব্যক্তি। তাই প্রত্যেকেরই উচিত চৌর্যবৃত্তি থেকে বিরত থাকা। সকলের জন্য নতুন বছরের শুভেচ্ছা- হ্যাপি নিউ ইয়ার।

যাক পূর্ববর্তী সপ্তাহগুলোর তুলনায় এই সংখ্যাটা একটু কমে এসেছে এবং মাত্র তিন জনকে এই ভুল করতে দেখা গেল। আশা করছি এই রিপোর্টের মাধ্যমে সবাই আস্তে আস্তে শুধরে যাবে।

অবস্যই আমরা যারা ভাল কনটেন্ট তৈরি করছি
এবং কোন প্রকার প্লেগারিজম এবং কপিরাইট বিডি লংঘন ছাড়াই প্রতিনিয়ত সুন্দর কাজ করে যাচ্ছি তাদের জন্য সত্যিই অনেক অনেক শুভকামনা।

এবং যারা এ সকল কাজের সাথে জড়িত তাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত। কেননা এ সকল কাজগুলো কোথাও ভালো গ্রুপতো পাইনা। সুতরাং আমাদের সকলের উচিত মানসম্মত কাজ করা।

অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় সুমন ভাই কে প্রতিনিয়ত কমিউনিটিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত থাকায়। আপনার এই অসাধারণ কাজের মাধ্যমে আমরা প্রতিনিয়ত পেতে পারি ১০০% ইউনিক পোস্ট। আন্তরিক ধন্যবাদ জানাই কমিউনিটির পক্ষ থেকে সুন্দর কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য

সত্যি ভাই অবাক হলাম । এই কমিউনিটি আমাদের এত সুন্দর সুযোগ-সুবিধা দিতেছে, এবিবি স্কুলে শিক্ষার্থীদের এডমিন ভাইরা সবকিছু এতো কষ্ট করে শিখাচ্ছে । এরপর এতকিছু করার কি দরকার আছে কিছুই বুঝিনা । আল্লাহতালা সবাইকে বুজ দান করুন ।

আপনার পোস্ট বন্ধুদের ছবি দিয়ে আমি সত্যিই পছন্দ করি এমন একটি খুব ভাল ছবি তুলুন 🦊