পাওয়ার আপ প্রতিযোগিতা -৩৫ এর ফলাফল | প্রতিযোগিতার সপ্তাহ- ৩৬ -নতুন সপ্তাহে চলমান থাকবে।steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

Polish_20230907_204621326.png

পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় 238 দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে 29 জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।

কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:

ক্রমিকনামপাওয়ার বৃদ্ধিস্টিমের পরিমান
1@kazi-raihaninvalid20 STEEM
2@nevlu123invalid10 STEEM
3@litonaliinvalid10 STEEM
4@tasonyainvalid10 STEEM
5@sshifainvalid10 STEEM
6@mohamad786invalid10 STEEM
7@polash123invalid10 STEEM
8@narocky71invalid10 STEEM
9@razuahmedinvalid10 STEEM
10@bdwomeninvalid10 STEEM
11@rjnasim001invalid10 STEEM
12@ah-agiminvalid10 STEEM
13@jamal7invalid10 STEEM
14@fasoniyainvalid10 STEEM
15@sajjadsohaninvalid10 STEEM
16@rahnumanurdishainvalid10 STEEM
17@rayhan111invalid10 STEEM
18@ripon40invalid10 STEEM
19@bristy1invalid10 STEEM
20@oisheee6.9541%50 STEEM
21@mohinahmed2.35194%83 STEEM
22@tangera0.239981%50 STEEM
23@maksudakawsar3.21113%120 STEEM
24@sagor44410.8511%51 STEEM
25@fatema00114.2045%50 STEEM
26@kibreay0012.48139%50 STEEM
27@steem-for-future1.47232%100 STEEM
28@rex-sumon0.11863%50 STEEM
29@anisshamim1.70648%50 STEEM
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৮৫৪ স্টিম।

পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৭৫ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-

অবস্থাননামপাওয়ার বৃদ্ধিপুরস্কার এর পরিমান
@fatema00114.2045%২০ STEEM
@sagor44410.8511%১৮ STEEM
@oisheee6.9541%১৫ STEEM
@maksudakawsar3.21113%১০ STEEM
@kibreay0012.48139%৭ STEEM
@mohinahmed2.35194%৫ STEEM
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। যে সকল ইউজার পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। নিজের নাম বিজয়ীদের লিস্টে দেখতে পেয়ে সত্যি বেশ ভালো লাগছে। চেষ্টা করবো প্রতি সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের পাওয়ার আপ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে। এই সপ্তাহে মোটামুটি বেশ ভালো এমাউন্ট এর পাওয়ার আপ করা হয়েছে। নিজেকে বিজয়ীদের লিস্টে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবো। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় ভালো করেছেন। পাওয়ার আপ মানে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি। সবাই চেষ্টা করতেছেন কম বেশি পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। পাওয়ার আপ কন্টেস্টের রেজাল্ট দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি রিপোর্ট আমাদের সাথে তুলে ধরার জন্য।

গত সপ্তাহে যারা পাওয়ার আপ করে বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন ।সত্যি বলতে পাওয়ার আপ এর প্রয়োজনীয়তা সবাই বুঝতে পেরেছে। যার কারণে ধারাবাহিকতা বজায় রেখে সবাই পাওয়ার আপ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এই পাওয়ার আপ কনটেস্ট টি চলমান রাখার জন্য।।

এই সপ্তাহের ২৯ জন ইউজার এই পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নিয়ম মেনে পাওয়ার বৃদ্ধি করে যারা বিজয় লাভ করেছে তাদের সবাইকে অভিনন্দন।

Posted using SteemPro Mobile

বেশ ভালো একটি এমাউন্ট পাওয়ার আপ করা হয়েছে এবার । তবে পাওয়ার আপ করে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেক কে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আগামীতে আরও পাওয়ার আপ করার পরিমান বেড়ে যাবে। ধন্যবাদ ভাইয়া এত ‍সুন্দর করে রিপোর্টটি প্রকাশ করার জন্য।

That's the spirit! পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি, এবং আপনার সম্প্রেষণে এটি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এই ইনিশিয়েটিভে প্রতিযোগিতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা ব্লগ কমিউনিটি তৈরি করতে পারি। এই সপ্তাহে 29 জন ইউজারের প্রতিযোগিতামূলক ভাবে অংশ নেওয়াটি স্বার্থে উত্তেজনা দেয়। চিরকাল সফলতা আপনাদের সাথে থাকুক!

ধারাবাহিকভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

৩৫ তম সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর করে রিপোর্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

পাওয়ার আপ কনটেস্টের রেজাল্ট দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।ইউজার গণ পাওয়ার আপের বিষয়ে অনেকটা সচেতন এখন।তারা নিয়মিত পাওয়ার করছেন।যারা বিজয়ী হয়েছেন এবং অংশগ্রহণ করেছেন।সবার জন্য শুভকামনা ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

নিজের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে আমি ধারাবাহিকভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারছি।