ছেলেটিকে হয়তো মেরেই ফেলবে, এভাবে কেউ মারে! সেই রাত থেকে এভাবে খুটির সাথে বেধে রাখছে। এরা কি মানুষ? কিভাবে দুইটা হাত বাঁশের সাথে বেধে রাখছে, পা দুটো ও বেধে রাখছে, মানুষ চোরকে ওতো এভাবে বেধে মারে না!
রিপা= কি করবি বোন এরা কেউ মানুষ না, মানুষ হলে এভাবে সারারাত ধরে মারতো না।
মিনু= কি হয়েছিলো বোন?
রিপা= ইরার সাথে নাকি তার রিলেশন আছে, পরশুদিন ইরার বিয়ে হয় ছেলেটি বিয়ের কথা শুনে এখানে আসে...........
ইরা ইরা কই তুমি?
ইরা= কি ব্যাপার তুই! তুই এখানে আসছিস ক্যান? তোকে বলছি না, আমার বিয়ে হয়ে গেছে?
রাজা= বিয়ে কি কইলেই হয়ে যায়? তুই আমার চল তোকে নিতে আসছি আমি।
ইরা= কাকে নিতে আসছিস তুই?
রাজা= তোকে নিতে আসছি আমি, আমরা আজকেই বিয়ে করে নিব চল।
ইরা= মাথা খারাব হয়ে গেছে তোর? আমি আর একজনের বউ তোর সাথে যাবো কিভাবে!
রাজা= চুপ?(গলা বড় করে) তুই আর একজনের বউ হতে যাবি ক্যান, জানিস না, তুই শুধু আমার?
ইরা= চিৎকার করবি না, তোকে কে বলছে আমি শুধু তোর?
রাজা= কি বলতেছো তুমি! আমি রাজা তোমার জান আমি।
ইরা= আমার কোনো জান টান কিচ্ছু নাই
রাজা= তার মানে আমাকে সত্যি ভুলে গেছো তুমি
ইরা= হুম, ভুলে গেছি আমি। চলে যাও এখান থেকে
রাজা= যাবোনা আমি। তোমাকে ছারা থাকতে পারবোনা আমি।
ইরা= প্লিজ! চলে যাও তুমি, ভাইয়া আসলে খুব রাগ হবে।
রাজা= আমি সিদ্ধান্ত নিয়েই আসছি আজ তোমাকে নিয়ে যাব।
ইরা= আমি সত্যি বলতেছি আমার বিয়ে হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নাই আমার।
রাজা= তুমি সত্যি বিয়ে করে নিছো!
ইরা= হুম।
রাজা= আমাদের এতদিনের ভালোবাসার কথা একবার ও ভাবলে না?
ইরা= (নিশ্চুপ)
রাজা= (কান্নার স্বরে) আমি তোমাকে ছারা থাকতে পারবো না জান, প্লিজ আর ওভাবে বলোনা। আমি আর ঝগরা করব না।
ইরা= তুমি বুঝতেছোনা ক্যান? আমাকে আর এসব বলে কোনো লাভ নাই।
রাজা= কি বুঝব আমি? তুমি জানোনা তোমাকে ছারা থাকতে পারি না আমি, ক্যান এতো কস্ট দিচ্ছ আমাক?
ইরা= আমি কস্ট দিছি না, তুমি কস্ট নিচ্ছ।
রাজা= জান আমার এভাবে কথা বলোনা প্লিজ, আমার খুব কষ্ট হয়।
ইরা= নাটক বন্ধ করে চলে জাও তো আমাক ভালো লাগতেছে না।
রাজা= আমি নাটক করতেছি!
ইরা= নাটক নয়তো কি?
রাজা= (চিৎকার করে) হ্যা আমি নাটক করতেছি, তোমাকে ভালোবাসি এটা আমার নাটক, তোমাকে ভালোবেসে সেই দুর থেকে ছুটে আসলাম এটা আমার নাটক, আজ ৪দিন থেকে না খেয়ে আছি এটা আমার নাটক!
ইরা= তুমি চলে যাও প্লিজ! এভাবে চিৎকার করো না, মানুষ খারাব ভাববে।
রাজা= আমি তোমাকে ছেরে কেথাও যাব না।
ইরা= আমার বিয়ে হয়ে গেছে তোমার সাথে যেতে পারব না।
রাজা= তাহলে ক্যান এতো দিন মিথ্যে সপ্ন দেখালে বল।
ইরা= (নিশ্চুপ)
রাজা= (মিনতি করে) আমার অপরাধ কি ছিলো রে!
ইরা= তোমার কোনো অপরাধ নাই।
রাজা= তাহলে এত দিন অভিনয় করেছো আমার সাথে?
ইরা= হ্যা অভিনয় করেছি, এবার হইছে। চলে যাও এখান থেকে।
রাজা= কি করে থাকবো তোমাকে ছেড়ে বল? আমি তো এক মুহুর্ত ও পারবো না।
ইরা= মায়া কেটে গেলে ঠিক পারবে।
রাজা= ওই চুপ বাল! তুই আমার জিবন টা নষ্ট করে দিচ্ছিস! তুই আমাকে নিয়ে খেলা করতেছিস।
ইরা= আমার কিচ্ছু করার নেই।
রেজা= হুম থাকবে না তো, আমার সব কিছু তছনছ করে দিয়ে এখন কিচ্ছু করার নেই।
ইরা= ভাইয়া আসার সময় হয়ে গেছে। চলে যাচ্ছ না ক্যান তুমি?
রাজা= ওকে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে আসবো না। কাল সকাল বেলা আমার বাড়িতে আসিও।
ইরা= ক্যান, তোমার বাড়ি ক্যান যাব আমি?
রাজা= আমাকে শেষ দেখা দেখতে।
ইরা= ক্যান কি করবে তুমি?
রাজা= কিচ্ছু করব না আমি। একটা শেষ অনুরোধ রাখবে?
ইরা= কি অনুরোধ।
রাজা= তোমাকে জরিয়ে ধরব।
ইরা= (নিশ্চুপ)।
রাজা ইরাকে খুব শক্ত করে বুকে জরিয়ে ধরে। এমন সময় ইরার বড় ভাই বাড়িতে আসে। ইরা তার তার ভাইকে দেখে নিযেকে ছারিয়ে নেওয়ার খুব চেষ্টা করে, কিন্তু পাগল রাজা আর ও জোরে তাকে বুকের সাথে মিশে নিতে চায়, সে তো আর জানেনা পিছনে বড় ভাই দারিয়ে
ইরা খুব রাগান্বিত হয়ে রাজার পিঠে দুহাতে মারতে থাকে। ইরার বড় ভাই বিষয়টি বুঝতে পেরে লাঠি নিয়ে এসে রাজাকে এলোপাথাড়ি মারতে থাকে। ইরা এক পাশে দাড়িয়ে থাকে, কারন সে জানে তার ভাইয়ের খুব রাগ তাকে থামানোর শক্তি তার নাই। মারতে মারতে খুব ক্লান্ত হয়ে এক সময় রাজাকে ছেড়ে দেয়।
রক্তাক্ত রাজা উপুর হয়ে উঠনে পরে থাকে। এক সময় বাড়িতে অনেক লোক জমা হয়, সবাই বলাবলি করতে থাকে ছেলেটিকে ক্যান এভাবে মারা হলো।
ইমেজ সোর্স উল্লেখ করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসসালামু আলাইকুম ভাই।
ভাই আমি বুঝতে পারছি না, দয়া করে যদি একটু বুঝায়ে বলতেন,
আমি একদম নতুন এখানে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit