একটি সুন্দর বিকেলের সন্ধানে । তৃপিময় পড়ন্ত বিকেল।

in hive-129948 •  3 years ago 

নিস্তব্ধতার মাঝে পড়ন্ত বিকেলে,
একাকী সপ্ন বুনা শুধু দুটি চোখ মেলে,
তোমারও স্বপনে ভাসি আকাশের আদলে,
এখনো এলে না তুমি, কেনো আমাকে ভাসালে?


আমি কবিতা লিখতে জানিনা
তবুও একটুখানি ব্যার্থ চেষ্টা করলাম আর কি ।


আমার বাংলা ব্লগের বাংলা ভাষাভাষীদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার লিখাটি শুরু করছি।


আজ আমি আমার বিকেলটি একটু সুন্দর করার চেষ্টা করেছি, শুধু নিজের মতো করে। আর সেই সময় গুলোকেই আমি আমার ফোনে বন্দী করে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে।
আশা করছি আপনাদেরও ভালো লাগবে, কারণ ঢাকার মধ্যে এত শান্ত একটি পরিবেশ সত্যিই অসাধারণ মনে হয়েছে আমার কাছে।


IMG_20211221_181431.jpg


আজ আমি গিয়েছিলাম বারিধারা (ডিওএইচএস) এর ভিতরে একটি সুন্দর ছোট পার্কে। আমি সেখানে মাঝে মাঝেই যাই, কারণ এখানে গেলে প্রাণ ভরে একটু শান্তির নিশ্বাস আমি নিতে পারি।

IMG_20211221_181240.jpg

IMG_20211221_181143.jpg
বেশ বড় একটি পুকুরকে ঘিরেই এই পার্কটি করা হয়েছে মানুষের হাটাহাটি করার জন্যে। তবে এখানে মানুষের ভীর খুব কম থাকে বলে এখানে অনেকটা সময় বসে থাকলেও বিরক্ত লাগবে না।

IMG_20211221_181015.jpg

IMG_20211221_180931.jpg

সবুজের সমারোহ আছে এখানে অনেকটা , যা আসলেই পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে । সবুজের মাঝে হাঁটতে আসলেই অনেক ভালোলাগে ।

IMG_20211221_181329.jpg

IMG_20211221_181113.jpg
খানিকটা সময় বসে নিজের সাথে নিজে কথা বলার জন্য এমন একটি জায়গার কোনো তুলনা হয়না হয়তো। আবার হাটাহাটি শেষে অনেকে আবার এখানে একটু বিশ্রাম নিয়ে বাড়ি ফিরছে।


IMG_20211221_180611.jpg

IMG_20211221_180522.jpg
বাচ্চাদের খেলাধুলা করার জন্যেও এখানে সুন্দর একটি ব্যাবস্থা করা আছে।



সব মিলিয়ে আজকের বিকেলটি অনেক ভালো ছিল।
আমি আর বেশি কিছু লিখবনা শুধু একটি কথা বলতে চাই যে, মাঝে মাঝে একটু নিজেকে সময় দিতে হয় , নিজের মতো করে একটু বাঁচতে হয়। নয়তো জীবনটা একটা সময় ক্লান্তিতে ভরে যায়। তাই সবারই একটু হলেও নিজেকে নিয়ে আলাদা করে কিছুটা সময় দেওয়া উচিৎ বলে আমি মনে করি।


তো আজ এখানেই আমি আমার লিখাটি সমাপ্তি দিচ্ছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিস্তব্ধতার মাঝে পড়ন্ত বিকেলে,
একাকী সপ্ন বুনা শুধু দুটি চোখ মেলে,
তোমারও স্বপনে ভাসি আকাশের আদলে,
এখনো এলে না তুমি, কেনো আমাকে ভাসালে?

  • বাহ, আপনি তো বেশ দারুন কবিতা বলতে পারেন। এমন কবিতা আপনার কাছ থেকে আরও প্রত্যাশা রইল।

বারিধারা (ডিওএইচএস) এর ভিতরে একটি সুন্দর ছোট পার্কে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্টটি উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ইনশাআল্লাহ অনুপ্রেরণা পেলে আরো কবিতা লিখার চেষ্টা করবো।