কবিতা, কেন তুমি এলেনা আমার এই হৃদয়ে?
কেন তুমি দূর্লভ হয়ে এলে আমার জীবনে?
সবাই যেমন পারে তার মনের কথা ব্যক্ত করতে,
কেন দাওনা ধরা তুমি আমার কাছে ?
কেন দাওনা মনের কথা গুলো মনের মানুষকে বলতে?
তোমার কারণে আজ বুকটা ফেটে যায় আমার;
কবিতার নামটা শুনেই কবিতাটি পড়তে আমার খুবই আগ্রহ হয়েছে আর কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর কবিতা। কবিতার মাধ্যমে ভালোবাসা যেন সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। বিশেষ করে প্রথম এই লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। এত সুন্দর কবিতা সত্যিই অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।