DIY-(এসো নিজে করি) ||হায়েনার চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)‌

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • হায়েনার চিত্র অংকন
  • ১৫, ডিসেম্বর , ২০২১
  • বুধবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটি হায়েনার চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20211215_195059-01.jpeg


হায়েনার চিত্র
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • রঙিন পেন্সিল।

IMG_20211215_195540-01.jpeg



🥦ধাপ সমূহ🥦

ধাপ-১

IMG_20211215_190804-01.jpeg

  • প্রথমে হায়নার মুখের অংশ আঁকতে শুরু করলাম।

ধাপ-২

IMG_20211215_190826-01.jpeg

  • তারপর হায়নার মুখমন্ডলের আকৃতির অংকন কাজ শেষ করি

ধাপ-৩

IMG_20211215_191304-01.jpeg

  • তারপর কানের অংশ একে নিয়েছি।

ধাপ-৪

IMG_20211215_191526-01.jpeg

  • তারপর হায়নার চোখের অংশ একে নিয়েছি।

ধাপ-৫

IMG_20211215_191730-01.jpeg

  • হায়নার নাকের অংশ একে নিলাম।

ধাপ-৬

IMG_20211215_192158-01.jpeg

  • হায়নার দেহের অংশ আঁকতে শুরু করি।

ধাপ-৭

IMG_20211215_192208-01.jpeg

  • হায়েনার পেছনের অংশ একে নিলাম।

ধাপ-৮

IMG_20211215_192741-01.jpeg

  • হায়েনার সামনের দুটো পা এর অংশ একে নিয়েছি।

ধাপ-৯

IMG_20211215_193234-01.jpeg

  • তারপর হায়েনার পেছনের দুটো পা একে নিলাম।

ধাপ-১০

IMG_20211215_193510-01.jpeg

  • হায়েনার ঘাড়ে বড় বড় চুলের অংশ একে নিয়েছি।

ধাপ-১১

IMG_20211215_193548-01.jpeg

  • হায়েনার চুলের অংশ অংকন করার পর এখন গায়ের ডোরাকাটা অংকন করতে হবে।

ধাপ-১২

IMG_20211215_194002-01.jpeg

  • হায়েনার গায়ে যে ডোরাকাটা থাকে সেটা অংকন করতে শুরু করলাম।

ধাপ-১৩

IMG_20211215_194322-01.jpeg

  • হায়েনার সামনের দিক থেকে গায়ের ডোরাকাটা শুরু করি।

ধাপ-১৪

IMG_20211215_195005-01.jpeg

  • এভাবেই হায়েনার সম্পূর্ণ অংকন কাজ শেষ করি।অংকন করার তেমন একটা অভিজ্ঞতা ছিল না কিন্তু কমিউনিটির কিছু ইউজারদের আর্ট দেখে অনুপ্রেরণায় অংকন শুরু করি।আশাকরি আমার অংকনটি আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর চিত্র অংকন করেছেন ভাই। হায়েনা এমনিতেই হিংস্র প্রাণী।তার মধ্যে হায়েনার গায়ের কাটাগুলোর জন্য আরো বেশি হিংস্র লাগছে।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে চিত্র অংকন করার পদ্ধতি উল্লেখ করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল। 😍

সুন্দর এঁকেছেন ভাই।
এই প্রানীর নামেই মানুষকে,গালি দেওয়া হয়,"হায়েনা বা হায়েনার বাচ্চা" নামে.

ঠিকই বলেছেন এই প্রাণীর নামে অনেক গালি দেয় ধন্যবাদ। 😍

খুব ভাল ছবি আমি সত্যিই পছন্দ করি। 👍

ধন্যবাদ আপনাকে ❤️❤️

হায়নার ছবিটি বেশ ভালো এঁকেছেন।
মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে রয়েছে।
হায়না বেশ আক্রমনাত্বক প্রানী। যাক খুব সুন্দর এঁকেছেন। শুভ কামনা রইল 🥀

আপনি ঠিকই বলেছেন হায়না খুব আক্রমনাত্মক প্রাণী। ❤️❤️

খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। দেখতে খুব ভালই লাগতেছে ।ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।একেবারে সত্যিকারে হায়নার মত লাগতেছে। ভাই এত সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। 😍

আপনি খুবই সুন্দর ভাবে হায়নার চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকনটি দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনের জন্য এই চিত্রটি অঙ্কন করে আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

আমার অংকন এর মাধ্যমে আপনি শিখতে পেরেছেন জেনে খুশি হলাম ধন্যবাদ।

আপনি আমার সাথে ভাল আঁকা হয়েছে, এখানে আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ আমার অংকন টিতে মন্তব্য করার জন্য। ❤️

ভাই আপনার হায়নার চিত্র অংকনটি বেশ দারুন।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরছেন।দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On