আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- সুন্দরবনের মধ্যে নৌকায় কাটানো মুহুর্ত
- ১৭, নভেম্বর ,২০২৩
- শুক্রবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সাতক্ষীরায় কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi Note 11
সুন্দরবনের মধ্যে নৌকায় কাটানো মুহুর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
আজকে আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্য পটভূমি পর্ব -৭ শেয়ার করব। এই তো কিছুদিন আগে প্লান করেছিলাম দক্ষিণ অঞ্চলে ঘুরতে যাব। এপ্রিল মাসের ২০ তারিখে প্লান করেছিলাম আগস্ট এর ৩ তারিখে ঘুরতে যাব। সব কিছু ঠিকঠাক কিন্তু বড় ভাইয়ের একটি বিশেষ সমস্যার কারণে আমাদের নির্ধারিত তারিখ চেঞ্জ করে ১১ তারিখে যাওয়ার দিন ঠিক করি। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেই দিনটির অপেক্ষায় দিন যেন শেষ হয় না। সেই অনুভূতিটাই অন্যরকম এটা হয়তো নিজেই অনুভব করতে পারি। দুইটি বাইক চারজন দুইজন বড় ভাই দুজন বন্ধু আমাদের উদ্দেশ্য যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই তিনটি জেলায় ভ্রমণ করব।
Device : Redmi Note 11
সুন্দরবনের মধ্যেকার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
অনেকদিন পর ঘুরাঘুরি পর্ব নিয়ে হাজির হলাম । আসলে ব্যস্ত থাকলে কোন কাজে স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারা যায় না। অনেক জায়গায় ঘুরতে গিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারিনি ঠিকমত। যাই হোক সুন্দরবন অঞ্চলে ঘুরতে গিয়েছিলাম এর আগে অনেকগুলো পর্ব শেয়ার করেছি নতুন কোথাও গেলে ফিলিংসটাই থাকে অন্যরকম। নৌকায় যখন সুন্দরবনের নদী দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম সেখানকার মানুষের নদীতে মাছ ধরার দৃশ্যগুলো এবং সুন্দরবনের সুন্দরী গেওয়া ও কেওড়া গাছগুলো উপভোগ করছিলাম। তার পাশাপাশি বনের মধ্যে ছোট ছোট ক্যানেলে জোয়ার ভাটার পানি প্রবেশ করে সেখানে জাল পেতে জেলেরা মাছ ধরে কিভাবে। তারা কৌশল অবলম্বন করে মাছ ধরে সেগুলো ভালোই উপভোগ করতে পেরেছি।
Device : Redmi Note 11
নিজেদের কিছু সেলফি নিয়ে নিলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় নদীতে মাছ ধরা নিষেধ ছিল। তবুও অনেক জেলে পালিয়ে মাছ ধরছে ।বিশেষ করে গলদা চিংড়ি যেগুলো ডিম ছাড়ে একটি নির্দিষ্ট সময়ে এপ্রিল মাসের মাঝামাঝিতে । তারা জাল টেনে সেই গলদা চিংড়ির পোনা ধরছে যেগুলো তারা প্রতিপিস ৯০ পয়সা বা এক টাকা করে বিক্রি করে। আমি যেখানে গিয়েছি সেখানে শুধু ঘের অনেক মাছ চাষ করা হয়। সুন্দরবন অঞ্চলে নদীতে যে মাছগুলো পাওয়া যায় লবণাক্ত পানির মাছ খেতে খুবই সুস্বাদু । কয়েক প্রকার মাছ খাওয়া হয়েছে বেশিরভাগ মাছ ঘেরে পাওয়া যায়। তাদের বেশিরভাগ মানুষ খুবই কষ্টে জীবন যাপন করে। মাছ ধরার উপর নির্ভরশীল যেটা তাদের জীবন জীবিকা নির্বাহের প্রধান উপায়। সামান্য টাকার জন্য তারা একটি দিনে অনেক পরিশ্রম করে। তাদের জীবনযাত্রা দেখে সত্যিই নিজেকে নিয়ে বারবার ভাবছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাদের থেকে। তারা অনেক কঠিন জীবন যাপন করছে একজনের দুঃখ প্রকাশের গল্প শুনে অনেক খারাপ লেগেছিল।
Device : Redmi Note 11
মাছ ধরার দৃশ্য ভালই উপভোগ করেছিলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
ছোট্ট বাচ্চা এবং মহিলা মানুষ যখন নদীতে জাল টেনে গলদা চিংড়ি পোনা ধরছে । তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তাদের সাথে কথা বললাম তাদের মন মানসিকতা খুবই ভালো তাদের মধ্যে কোন অহংকার নেই ।আসলে জীবনে কষ্টের মধ্যে দিয়ে গেলে মানুষের মধ্যে অহংকার হিংসা প্রতি হিংসা থাকে না। সেটাই জীবনকে ভাবিয়েছে অনেকবার। সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর তার শেষ প্রান্তে গিয়েছিলাম ভেটখালীতে। আমরা যেখানে গিয়েছিলাম সেখানকার বেশিরভাগ মানুষের মাটির ঘর। বর্তমানে যেটা খুবই কম দেখা যায় ছোট্টবেলা রান্নাঘর মাটি দিয়ে তৈরি করত দাদা দাদীদের কাছ শুনেছি । সেটাই দেখতে পেয়েছি। সত্যিই ঘোরাঘুরি করলে অনেক ধরনের মানুষের সাথে সাক্ষাৎ হয় তাদের জীবন মানে সম্পর্কে জানতে পারা যায় খুবই ভালো লাগলো।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা শুনে ভালো লাগল এবং ঠিক কথা। এই সব মানুষের অর্থ সম্পদ না থাকলেও তাদের মনটা ভালো হয় অহংকার থাকে না। সুন্দরবনের এইরকম নদীর মধ্যে দিয়ে কখনো ভ্রমণ করা হয়নি। আসলেই অসাধারণ একটা মূহূর্ত ভাই। তার উপর জেলেরা ধরছে মাছ বেশ দারুণ। একেবারে গিয়ে তিনটা জেলা ঘুরে এসেছেন। বেশ চমৎকার লাগল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আল্লাহর এক অপরূপ সৃষ্টি সুন্দর করুন। সুন্দরবন আমিও ভ্রমণ করেছি। কিন্তু এভাবে নৌকা নিয়ে ঘোরা হয়নি। আমরা যখন সুন্দরবনে গিয়েছিলাম তখন লঞ্চে করে ঘোরা হয়েছিল। আপনারা দেখছি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit