হালকা বৃষ্টিতে ঝালমুড়ির রেসিপি তৈরি ||১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • হালকা বৃষ্টিতে ঝালমুড়ির রেসিপি তৈরি
  • ২৩,জানুয়ারি , ২০২২
  • রবিবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি ঝালমুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশাকরি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে।



আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার ভোজন করে থাকি।সেটা হয়ে থাকে নিজেদের চাহিদা মতো। বর্তমানে প্রচুর শীত পড়ছে। শীত এর সময়ে খাবারের চাহিদা থাকে অন্যরকম ।আমার কাছে শীত কালীন সময়ে সবজি জাতীয় এবং ভাজি ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আজ শীত পড়ার সাথে সাথে হালকা বৃষ্টি পড়ছে। এই সময়ে ভাজি জাতীয় খাবার আমার বেশ পছন্দ। তাই চিন্তা করলাম বাজার থেকে কয়েকটি সিঙ্গারা ছোলা কিনে নিয়ে ঝাল মুড়ি তৈরি করে খাবো। বৃষ্টি পরলে কেন যেন জাল মুড়ি খাওয়ার ইচ্ছা পোষণ হয়। সেই থেকে ঝাল মুড়ি রেসিপি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।

IMG-20211202-WA0008-01.jpeg


ঝালমুড়ি
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • মুড়ি ও ছুলা
  • সিঙ্গাড়া
  • তৈল
  • পিয়াজ
  • কাঁচা মরিচ
  • লবন
  • টেস্টি মসলা


ধাপ সমূহ


IMG-20211202-WA0001-01.jpeg

  • প্রথমে পিঁয়াজ ও মরিচ কুঁচিকুঁচি করে কেটে নিয়েছি।

IMG-20211202-WA0002-01.jpeg

  • সরিষা তেল দিয়ে পিঁয়াজ ও মরিচ ভালোভাবে মাখিয়ে নিলাম।

IMG-20211202-WA0003-01.jpeg

  • বাজার থেকে কয়টি সিঙ্গারা কিনে এনেছি স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য।

IMG-20211202-WA0004-01.jpeg

  • তারপর সিঙ্গারা গুলো ছোট ছোট টুকরায় পরিণত করে পিঁয়াজ ও মরিচ এর সাথে মিশিয়ে দিলাম।

IMG-20211202-WA0005-01.jpeg

  • সিঙ্গারা ও পিয়াজ মরিচের সাথে ছুলা দিয়ে দিলাম।

IMG-20211202-WA0006-01.jpeg

  • তারপর ভালোভাবে মিশ্রণের জন্য হাত দিয়ে নেড়ে নিলাম।

IMG-20211202-WA0007-01.jpeg

  • মুড়ি দিয়ে ছুলা ও সিঙ্গারার মাখনের সাথে মিশিয়ে দিলাম। আমার কাছে ঝালমুড়ি খেতে খুবই সুস্বাদু লাগে। সবাই একসাথে খেতে বেশি ভালো লাগে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

➡️ এটি সবারই খুব লোভনীয়। বিশেষ করে আমার খুবই প্রিয় ঝালমুড়ি। বিশেষ করে প্রায় সময় এটি খেয়ে থাকি আনন্দ ঘরে। সব মিলিয়ে অসাধারণ 1 টি পোস্ট করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর উপস্থাপনা ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। ❤️❤️

ঝাল মুড়ির রেসিপি টা আসলেই খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমারও ঝাল মুড়ি খেতে খুবই ভালো লাগে। তেমনি আপনার তৈরি করার রেসিপি টা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। অনেক সুন্দর একটা ঝাল মুড়ি রেসিপি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু ধন্যবাদ। ❤️

বাহ খুব দারুন খাবার রেসিপি। এটা মুলতঃ আমি রমজানে বেশি খাই।তবে আগে মাঝে মাঝেই বৃষ্টির দিনে মেসে সবাই মিলে খেতাম।খুব মজা লাগতো,সাথে বেশি করে ঝাল।সব মিলিয়ে আপনার রেসিপিও দারুন ছিলো,অবেলায় পুরনো স্মৃতি মনে করে দিলেন।

আমিও ম্যাচে থাকতে অনেক খেয়েছি বৃষ্টির বাড়িতে একটু খেয়ে দেখলাম ধন্যবাদ। ❤️

হুম,খুব মজার মুহুর্তে এটা দারুন কম্বিনেশন দেয়।ধন্যবাদ।

আমন্ত্রণ রইলো,,,

ঝালমুড়ি আমাদের খুব প্রিয় একটা খাবার।অবসরে বা গল্পের আড্ডাতে মুড়ি খাওয়ার ধুম অঠে। আপনার মুড়ি মাখাটা আমার কাছে খুব ভালো লেগেছে।এর সাথে ছলা,শিংগারা অ্যাড করেছেন।অনেক ভালো লাগ্ল।শুভ কামনা রইল আপনার জন্য।

ফ্রি সময়ে একসাথে ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ। ❤️❤️

এমন মুখরোচর খাবার দেখে লোভ যেন সামলাতে পারছিনা ।‌আজকে সারাদিনটাই বৃষ্টিতে কেটেছে এমন খাবার যদি পাওয়া যেত দিনটা আসলে অনেক মজার' কাটতো। আমি কালকে অবশ্যই এমন একটা রেসিপি তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বৃষ্টি দিনে এই ধরনের খাবার খেতে খুবই সুস্বাদু লাগে। মনের ইচ্ছে পূরণ করুন ঝালমুড়ি খেয়ে ধন্যবাদ। ❤️❤️